ETV Bharat / bharat

'মিমিক্রি একটা শিল্প, যা অভ্যেস করেন মাস্টাররা !' মোদির ভিডিয়ো পোস্ট করে পালটা মহুয়ার - মিমিক্রি

Mauha on Mimicry row: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি নিয়ে মুখ খুললেন মহুয়া মৈত্র ৷ তাঁর দাবি মিমিক্রি একটা শিল্প ৷ এ দিন প্রধানমন্ত্রীর একটি পালটা ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷

Mauha on Mimicry row
মোদির ভিডিয়ো পোস্ট করে পালটা মহুয়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 1:29 PM IST

Updated : Dec 20, 2023, 1:51 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: মিমিক্রি বা কারওকে নকল করাটা একটা শিল্প ৷ বিশেষজ্ঞরাই এর অনুশীলন করে থাকেন ৷ সংসদ ভবনের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রিকে এ ভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ৷ মিমিক্রি নিয়ে রাষ্ট্রপতি ভবনের টুইটকেও কটাক্ষ করেছেন তিনি ৷ পাশাপাশি তিনি পালটা হিসেবে তুলে ধরেছেন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কৌতূক অঙ্গভঙ্গির ভিডিয়ো ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে জলঘোলা হওয়ার পর থেকেই মোদির এই ভিডিয়ো একের পর এক পোস্ট করে চলেছেন কংগ্রেসের নেতারা ৷ তাঁদের কটাক্ষ, বিরোধীদের মিমিক্রি অপমান ৷ আর মোদির মিমিক্রি মাস্ট্রারস্ট্রোক ! যদিও এ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

সংসদে অনুপ্রবেশ কাণ্ডে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সংসদ ৷ টানা বিক্ষোভের কারণে তিন দিনে বিরোধী দলের 141 জন সাংসদকে সংসদের উভয় কক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার সংসদ ভবনের বাইরে মক পার্লামেন্ট বসিয়েছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা ৷ সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মিমিক্রি নিয়ে তোলপাড় দেশ ৷ সেই মিমিক্রি দেখে মনে হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করে ব্যঙ্গ করেছেন কল্যাণ ৷ এ জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ৷

যদিও কল্যাণের যুক্তি, তিনি ধনকড়ের নাম উল্লেখ করে কিছু বলেননি ৷ আর মিমিক্রি একটি শিল্প ৷ তাঁর সুরেই গলা মিলিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেই ভিডিয়োতে কিছু শোনা না গেলেও, তা দেখে বোঝা যাচ্ছে যে সংসদের অধিবেশনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে কোনও বিষয়ে কৌতূক করছেন প্রধানমন্ত্রী ৷ আর তাঁকে দেখে হাসছেন অন্যান্য সাংসদরা ৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, মিমিক্রি একটি শিল্প, যা অভ্যেস করেন মাস্টাররা ৷

এই বিষয়ে রাষ্ট্রপতি ভবন সরব হওয়ায় কটাক্ষ করেছেন মহুয়া ৷ অপর টুইটে তিনি লিখেছেন, "মণিপুর নিয়ে, সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে মৃতপ্রায় নীরবতা ৷ কিন্তু মিমিক্রি নিয়ে টুইট করেছে রাষ্ট্রপতি ভবন । অগ্রাধিকার । অগ্রাধিকার ৷"

মোদির পুরনো ভিডিয়োটি এ দিন কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ তবে এ বিষয়ে যখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, তখন তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি বলেন, "এ বিষয়ে আমি মন্তব্য করব না ৷"

আরও পড়ুন:

  1. জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: মিমিক্রি বা কারওকে নকল করাটা একটা শিল্প ৷ বিশেষজ্ঞরাই এর অনুশীলন করে থাকেন ৷ সংসদ ভবনের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রিকে এ ভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ৷ মিমিক্রি নিয়ে রাষ্ট্রপতি ভবনের টুইটকেও কটাক্ষ করেছেন তিনি ৷ পাশাপাশি তিনি পালটা হিসেবে তুলে ধরেছেন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কৌতূক অঙ্গভঙ্গির ভিডিয়ো ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে জলঘোলা হওয়ার পর থেকেই মোদির এই ভিডিয়ো একের পর এক পোস্ট করে চলেছেন কংগ্রেসের নেতারা ৷ তাঁদের কটাক্ষ, বিরোধীদের মিমিক্রি অপমান ৷ আর মোদির মিমিক্রি মাস্ট্রারস্ট্রোক ! যদিও এ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

সংসদে অনুপ্রবেশ কাণ্ডে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সংসদ ৷ টানা বিক্ষোভের কারণে তিন দিনে বিরোধী দলের 141 জন সাংসদকে সংসদের উভয় কক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার সংসদ ভবনের বাইরে মক পার্লামেন্ট বসিয়েছিলেন সাসপেন্ড হওয়া সাংসদরা ৷ সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মিমিক্রি নিয়ে তোলপাড় দেশ ৷ সেই মিমিক্রি দেখে মনে হয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করে ব্যঙ্গ করেছেন কল্যাণ ৷ এ জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এই নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ৷

যদিও কল্যাণের যুক্তি, তিনি ধনকড়ের নাম উল্লেখ করে কিছু বলেননি ৷ আর মিমিক্রি একটি শিল্প ৷ তাঁর সুরেই গলা মিলিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেই ভিডিয়োতে কিছু শোনা না গেলেও, তা দেখে বোঝা যাচ্ছে যে সংসদের অধিবেশনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে কোনও বিষয়ে কৌতূক করছেন প্রধানমন্ত্রী ৷ আর তাঁকে দেখে হাসছেন অন্যান্য সাংসদরা ৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, মিমিক্রি একটি শিল্প, যা অভ্যেস করেন মাস্টাররা ৷

এই বিষয়ে রাষ্ট্রপতি ভবন সরব হওয়ায় কটাক্ষ করেছেন মহুয়া ৷ অপর টুইটে তিনি লিখেছেন, "মণিপুর নিয়ে, সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে মৃতপ্রায় নীরবতা ৷ কিন্তু মিমিক্রি নিয়ে টুইট করেছে রাষ্ট্রপতি ভবন । অগ্রাধিকার । অগ্রাধিকার ৷"

মোদির পুরনো ভিডিয়োটি এ দিন কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ৷ তবে এ বিষয়ে যখন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, তখন তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি বলেন, "এ বিষয়ে আমি মন্তব্য করব না ৷"

আরও পড়ুন:

  1. জগদীপ ধনকড়কে ব্যঙ্গ করায় কল্যাণের বিরুদ্ধে এফআইআর, সমালোচনা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
Last Updated : Dec 20, 2023, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.