ETV Bharat / bharat

Unparliamentary Words: টুইটারে 'অসংসদীয় শব্দ'-এর 'পরিবর্ত তালিকা' প্রকাশ মহুয়ার ! - টুইট

'অসংসদীয় শব্দ' (Unparliamentary Words)-এর একটি 'পরিবর্ত বা প্রতিস্থাপিত তালিকা' (Replacement) প্রকাশ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ তাতে রয়েছে 'বুলডোজার', 'গোলি মারো'-এর মতো বেশ কিছু শব্দ ৷ যা নিয়ে ইদানীংকালে সারা দেশে সমালোচনা শুরু হয়েছে ৷

Mahua Moitra post a replacement for unparliamentary words on her twitter account
Unparliamentary Words: টুইটারে 'অসংসদীয় শব্দ'-এর 'পরিবর্ত তালিকা' প্রকাশ মহুয়ার !
author img

By

Published : Jul 15, 2022, 1:02 PM IST

নয়াদিল্লি, 15 জুলাই: সংসদের সচিবালয়ের তরফে 'অসংসদীয় শব্দ' (Unparliamentary Words)-এর যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ শুক্রবারও এ নিয়ে একের পর এক টুইটে প্রতিবাদ জারি রাখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ নিজের টুইটার হ্যান্ডেলে 'অসংসদীয় শব্দ' তালিকার একটি 'পরিবর্ত তালিকা' প্রকাশ করেছেন তিনি ৷ তার মধ্য়ে একটিতে লেখেন, "অসংসদীয় শব্দের আজকের প্রতিস্থাপন: নিষিদ্ধ শব্দ- চোখে ধুলো, প্রতিস্থাপিত শব্দ: অমৃতকাল" !

অন্য একটি টুইটে বেশ কিছু শব্দের একটি তালিকা তৈরি করেছেন মহুয়া ৷ শিরোনামে লিখেছেন, "এখানে কিছু শব্দ তুলে ধরা হল ৷ যা এরপরও সংসদে উচ্চারণ করা হবে ৷ আপনার নিকটবর্তী সাংসদকে এগুলি পাঠিয়ে দিন" ! এরপর এই তালিকায় যে শব্দগুলি তিনি তুলে ধরেছেন, সেগুলির চয়ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বিজেপি-র নেতা, মন্ত্রীরা বিভিন্ন সময় এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা নিয়ে সারা দেশে বিতর্ক ছড়িয়েছে ৷ মহুয়া মূলত সেই শব্দগুলিই তাঁর পরিবর্ত তালিকাভুক্ত করেছেন ৷ যার মধ্যে অন্যতম হল, 'বুলডোজার' এবং 'গোলি মারো' ৷

  • Today’s replacement for unparliamentary words :

    Banned word- Eyewash
    Replacement- AmritKaal

    — Mahua Moitra (@MahuaMoitra) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Unparliamentary Words: সমালোচনা নয়, শুধু প্রশংসা শুনতে চায় কেন্দ্র ! অসংসদীয় শব্দের নয়া তালিকা নিয়ে কটাক্ষ সুজনের

সম্প্রতি, বেআইনি নির্মাণের অভিযোগে উত্তরপ্রদেশের একাধিক ইমরাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ৷ পরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশও সেই পথেই হেঁটেছে ৷ 'বুলডোজার' শব্দটি সেই ঘটনাগুলিকেই নির্দিষ্ট করছে বলে মত রাজনৈতিক মহলের ৷ অন্যদিকে, 'গোলি মারো' শব্দ দু'টি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মুখে অতীতে শোনা গিয়েছিল ৷ পরবর্তীতে যা অন্যান্য বিজেপি নেতা, কর্মী ও মন্ত্রীর গলাতেও শোনা যায় ৷

  • Here are some words that can still be said in Parliament. Pass them onto your nearest MP.

    Courtesy: Shuddha pic.twitter.com/Hxx6ieYisu

    — Mahua Moitra (@MahuaMoitra) July 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, 'অসংসদীয় শব্দ'-এর তালিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হতেই এই বিষয়ে মুখ খুলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তিনি জানিয়েছেন, 'অসংসদীয় শব্দ' নিয়ে জনমানসে যে বার্তা দেওয়া হচ্ছে, তা সঠিক নয় ৷ তিনি জানিয়েছেন, নতুন করে "কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি" ৷ অধ্যক্ষ জানিয়েছেন, সাংসদরা স্বাধীনভাবেই সংসদে তাঁদের মতপ্রকাশ করতে পারবেন ৷ কিন্তু, তাঁদেরও সংসদের সমস্ত আচার মেনে চলতে হবে ৷

নয়াদিল্লি, 15 জুলাই: সংসদের সচিবালয়ের তরফে 'অসংসদীয় শব্দ' (Unparliamentary Words)-এর যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে বিতর্ক অব্যাহত ৷ শুক্রবারও এ নিয়ে একের পর এক টুইটে প্রতিবাদ জারি রাখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ নিজের টুইটার হ্যান্ডেলে 'অসংসদীয় শব্দ' তালিকার একটি 'পরিবর্ত তালিকা' প্রকাশ করেছেন তিনি ৷ তার মধ্য়ে একটিতে লেখেন, "অসংসদীয় শব্দের আজকের প্রতিস্থাপন: নিষিদ্ধ শব্দ- চোখে ধুলো, প্রতিস্থাপিত শব্দ: অমৃতকাল" !

অন্য একটি টুইটে বেশ কিছু শব্দের একটি তালিকা তৈরি করেছেন মহুয়া ৷ শিরোনামে লিখেছেন, "এখানে কিছু শব্দ তুলে ধরা হল ৷ যা এরপরও সংসদে উচ্চারণ করা হবে ৷ আপনার নিকটবর্তী সাংসদকে এগুলি পাঠিয়ে দিন" ! এরপর এই তালিকায় যে শব্দগুলি তিনি তুলে ধরেছেন, সেগুলির চয়ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ বিজেপি-র নেতা, মন্ত্রীরা বিভিন্ন সময় এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, যা নিয়ে সারা দেশে বিতর্ক ছড়িয়েছে ৷ মহুয়া মূলত সেই শব্দগুলিই তাঁর পরিবর্ত তালিকাভুক্ত করেছেন ৷ যার মধ্যে অন্যতম হল, 'বুলডোজার' এবং 'গোলি মারো' ৷

  • Today’s replacement for unparliamentary words :

    Banned word- Eyewash
    Replacement- AmritKaal

    — Mahua Moitra (@MahuaMoitra) July 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Unparliamentary Words: সমালোচনা নয়, শুধু প্রশংসা শুনতে চায় কেন্দ্র ! অসংসদীয় শব্দের নয়া তালিকা নিয়ে কটাক্ষ সুজনের

সম্প্রতি, বেআইনি নির্মাণের অভিযোগে উত্তরপ্রদেশের একাধিক ইমরাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার ৷ পরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশও সেই পথেই হেঁটেছে ৷ 'বুলডোজার' শব্দটি সেই ঘটনাগুলিকেই নির্দিষ্ট করছে বলে মত রাজনৈতিক মহলের ৷ অন্যদিকে, 'গোলি মারো' শব্দ দু'টি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মুখে অতীতে শোনা গিয়েছিল ৷ পরবর্তীতে যা অন্যান্য বিজেপি নেতা, কর্মী ও মন্ত্রীর গলাতেও শোনা যায় ৷

  • Here are some words that can still be said in Parliament. Pass them onto your nearest MP.

    Courtesy: Shuddha pic.twitter.com/Hxx6ieYisu

    — Mahua Moitra (@MahuaMoitra) July 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিকে, 'অসংসদীয় শব্দ'-এর তালিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হতেই এই বিষয়ে মুখ খুলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তিনি জানিয়েছেন, 'অসংসদীয় শব্দ' নিয়ে জনমানসে যে বার্তা দেওয়া হচ্ছে, তা সঠিক নয় ৷ তিনি জানিয়েছেন, নতুন করে "কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি" ৷ অধ্যক্ষ জানিয়েছেন, সাংসদরা স্বাধীনভাবেই সংসদে তাঁদের মতপ্রকাশ করতে পারবেন ৷ কিন্তু, তাঁদেরও সংসদের সমস্ত আচার মেনে চলতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.