ETV Bharat / bharat

সাংসদ বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের মহুয়ার - Delhi HC

Mahua Moitra moves Delhi HC: 'ক্যাশ ফর কোয়ারি' মামলায় সম্প্রতি লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে তাঁর সরকারি বাসস্থান বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করেন ৷ তাঁকে 7 জানুয়ারি 2024 সালের মধ্যে সাংসদ কোটার বাড়ি খালি করতে বলা হয়েছে ৷ আদালতে মহুয়া মৈত্রের তরফে জানানো হয়েছে, ডিরেক্টরেট অফ এস্টেট গত 11 ডিসেম্বর যে নোটিশ তাঁকে দিয়েছে তা আপাতত স্থগিত রাখা হোক ৷ বিকল্প হিসাবে মহুয়াকে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত বাসস্থান ব্যবহার করার অনুমতি দেওয়া হোক।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 9:53 PM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: সংসদ থেকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যে নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহিষ্কৃত সাংসদ ৷ হাইকোর্টে তিনি আর্জি জানিয়েছেন, পরবর্তী লোকসভা ভোটের ফলাফল প্রকাশ না-হওয়া পর্যন্ত সাংসদ বাংলো ব্যবহারের অনুমতি তাঁকে দেওয়া হোক ৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে হাইকোর্টে ৷

'ক্যাশ ফর কোয়ারি' মামলায় সম্প্রতি লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে তাঁর সরকারি বাসস্থান বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করেন ৷ তাঁকে আগামী বছর 7 জানুয়ারির মধ্যে সাংসদ কোটার বাড়ি খালি করতে বলা হয়েছে ৷ আদালতে মহুয়া মৈত্রের তরফে জানানো হয়েছে, ডিরেক্টরেট অফ এস্টেট গত 11 ডিসেম্বর যে নোটিশ তাঁকে দিয়েছে তা আপাতত স্থগিত রাখা হোক ৷ বিকল্প হিসাবে তাঁকে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না-হওয়া পর্যন্ত বাসস্থান ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। মহুয়ার দায়ের করা পিটিশন মঙ্গলবার শুনানি হতে পারে ৷

মহুয়া মৈত্রকে 'অনৈতিক আচরণের' জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার গ্রহণ করার অভিযোগে এবং তাঁর সঙ্গে সংসদের ওয়েবসাইটের ব্যবহারকারীর আই ডি, পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে গত 8 ডিসেম্বর 2023 লোকসভা থেকে বহিষ্কার করা হয়। লোকসভায় মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি রিপোর্টও দেয় ৷ এরপরে মহুয়া ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাঁর বহিষ্কারকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। মামলাটি 3 জানুয়ারি 2024-এ শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে শীর্ষ আদালতে। হাইকোর্টের সামনে তার আবেদনে মহুয়া জানিয়েছেন, লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের পর এস্টেট অধিদফতরের আদেশ জারি করা হয়েছে। মহুয়ার পিটিশনে বলা হয়েছে, আবেদনকারীর বহিষ্কারের বৈধতা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় অপ্রয়োজনীয় এই আদেশ ৷ এমন পরিস্থিতিতে যেখানে আবেদনকারী আদৌ অনুমোদিত দখলদার কি না, তা দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন রয়েছে ৷

সুতরাং এস্টেটের অধিদফতর আবেদনকারীকে উচ্ছেদের জন্য পাবলিক প্রিমিসেস (অননুমোদিত দখলদারদের উচ্ছেদ) আইন 1971-এর অধীনে কার্যক্রম শুরু করতে পারে না। মহুয়া আরও জানিয়েছেন, তিনি 2019 সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রথমবারের মতো লোকসভায় নির্বাচিত হয়েছিলেন ৷ তাঁর দল তাঁকে 2024 সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। তাই তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভা ভোটে ৷ আবেদনে তিনি আরও জানিয়েছেন, তিনি দিল্লিতে একা বসবাস করছেন এবং এখানে তাঁর অন্য কোনও আবাসস্থল বা বিকল্প আবাসন নেই ৷ যদি তাঁর সরকারি বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়, তবে তাঁকে একটি নতুন বাসস্থান খোঁজার চেষ্টা করার সময় দিতে হবে ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. জোটের বৈঠকের আগে মমতা-সাক্ষাতের পরই কেজরিওয়ালকে ফের তলব ইডি'র
  2. 'আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই', জোট-বৈঠকের আগে কড়া প্রতিক্রিয়া মমতার
  3. 'জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা 24-এর পর ঠিক হবে', রাহুল গান্ধি প্রসঙ্গ এড়িয়ে সাফ জবাব মমতার

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: সংসদ থেকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ যে নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহিষ্কৃত সাংসদ ৷ হাইকোর্টে তিনি আর্জি জানিয়েছেন, পরবর্তী লোকসভা ভোটের ফলাফল প্রকাশ না-হওয়া পর্যন্ত সাংসদ বাংলো ব্যবহারের অনুমতি তাঁকে দেওয়া হোক ৷ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে হাইকোর্টে ৷

'ক্যাশ ফর কোয়ারি' মামলায় সম্প্রতি লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে তাঁর সরকারি বাসস্থান বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করেন ৷ তাঁকে আগামী বছর 7 জানুয়ারির মধ্যে সাংসদ কোটার বাড়ি খালি করতে বলা হয়েছে ৷ আদালতে মহুয়া মৈত্রের তরফে জানানো হয়েছে, ডিরেক্টরেট অফ এস্টেট গত 11 ডিসেম্বর যে নোটিশ তাঁকে দিয়েছে তা আপাতত স্থগিত রাখা হোক ৷ বিকল্প হিসাবে তাঁকে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ না-হওয়া পর্যন্ত বাসস্থান ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। মহুয়ার দায়ের করা পিটিশন মঙ্গলবার শুনানি হতে পারে ৷

মহুয়া মৈত্রকে 'অনৈতিক আচরণের' জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল ৷ ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার গ্রহণ করার অভিযোগে এবং তাঁর সঙ্গে সংসদের ওয়েবসাইটের ব্যবহারকারীর আই ডি, পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে গত 8 ডিসেম্বর 2023 লোকসভা থেকে বহিষ্কার করা হয়। লোকসভায় মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি রিপোর্টও দেয় ৷ এরপরে মহুয়া ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাঁর বহিষ্কারকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। মামলাটি 3 জানুয়ারি 2024-এ শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে শীর্ষ আদালতে। হাইকোর্টের সামনে তার আবেদনে মহুয়া জানিয়েছেন, লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের পর এস্টেট অধিদফতরের আদেশ জারি করা হয়েছে। মহুয়ার পিটিশনে বলা হয়েছে, আবেদনকারীর বহিষ্কারের বৈধতা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় অপ্রয়োজনীয় এই আদেশ ৷ এমন পরিস্থিতিতে যেখানে আবেদনকারী আদৌ অনুমোদিত দখলদার কি না, তা দেশের সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন রয়েছে ৷

সুতরাং এস্টেটের অধিদফতর আবেদনকারীকে উচ্ছেদের জন্য পাবলিক প্রিমিসেস (অননুমোদিত দখলদারদের উচ্ছেদ) আইন 1971-এর অধীনে কার্যক্রম শুরু করতে পারে না। মহুয়া আরও জানিয়েছেন, তিনি 2019 সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রথমবারের মতো লোকসভায় নির্বাচিত হয়েছিলেন ৷ তাঁর দল তাঁকে 2024 সালের লোকসভা নির্বাচনেও প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। তাই তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন লোকসভা ভোটে ৷ আবেদনে তিনি আরও জানিয়েছেন, তিনি দিল্লিতে একা বসবাস করছেন এবং এখানে তাঁর অন্য কোনও আবাসস্থল বা বিকল্প আবাসন নেই ৷ যদি তাঁর সরকারি বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়, তবে তাঁকে একটি নতুন বাসস্থান খোঁজার চেষ্টা করার সময় দিতে হবে ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. জোটের বৈঠকের আগে মমতা-সাক্ষাতের পরই কেজরিওয়ালকে ফের তলব ইডি'র
  2. 'আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই', জোট-বৈঠকের আগে কড়া প্রতিক্রিয়া মমতার
  3. 'জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা 24-এর পর ঠিক হবে', রাহুল গান্ধি প্রসঙ্গ এড়িয়ে সাফ জবাব মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.