ETV Bharat / bharat

Mahua Moitra : কেন্দ্রীয় এজেন্সি প্রধানদের মেয়াদ বাড়ানোর বিরোধিতায় মহুয়া, পিটিশন সুপ্রিম কোর্টে - Central Bureau of Investigation

মেয়াদ শেষ হওয়ার পরও বাড়ানো হয়েছে সিবিআই-ইডি প্রধানদের কার্যকাল ৷ তা নিয়ে চলতি সপ্তাহের শুরুতে একটি অর্ডিন্যান্সও জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷

Mahua Moitra
Mahua Moitra
author img

By

Published : Nov 18, 2021, 11:04 AM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রধানদের মেয়াদ বাড়ানোর কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ ইতিমধ্যেই এনিয়ে একটি পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ ৷ অভিযোগ, কেন্দ্রীয় অধ্যাদেশ সংবিধানের সমতা রক্ষার নীতিকে লঙ্ঘন করছে ৷

সিবিআই এবং ইডি'র প্রধানদের দুই বছরের মেয়াদ ছিল যা এখন পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে । দুই বছরের মেয়াদ পূর্ণ করার পর তাঁদের মেয়াদ এক বছর করে তিনবার বৃদ্ধি হতে পারে ৷ বুধবার ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার কথা ছিল ৷ গত বছরই তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তা এক বছর বাড়ানো হয়েছিল । চলতি সপ্তাহের শুরুতে দুই তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ানো হয় ৷ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (1946) এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (2003) অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয় ৷ তাই আইন সংশোধনের জন্য ওই অধ্যাদেশ জারি করে কেন্দ্র ৷ মহুয়া তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

  • My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements

    — Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংসদের অভিযোগ, কেন্দ্রের এই অধ্যাদেশগুলি সিবিআই এবং ইডির স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে আক্রমণ করে ৷ পিটিশনে বলা হয়েছে, কেন্দ্রের জারি করা অধ্যাদেশগুলি সংবিধানের সমতা রক্ষার নীতি লঙ্ঘন করে ৷ পাশাপাশি সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচারের নীতিও উলঙ্ঘিত হয় ৷

  • Top court specifically said Mishra tenure cannot be extended. Yet Nov 14th ordinance used on Nov 17th to extend yet again.

    What dirty work is Mishraji doing for his masters that makes him so indispensible? Just asking. pic.twitter.com/cIO2a39FdL

    — Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল

নয়াদিল্লি, 18 নভেম্বর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রধানদের মেয়াদ বাড়ানোর কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ ইতিমধ্যেই এনিয়ে একটি পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ ৷ অভিযোগ, কেন্দ্রীয় অধ্যাদেশ সংবিধানের সমতা রক্ষার নীতিকে লঙ্ঘন করছে ৷

সিবিআই এবং ইডি'র প্রধানদের দুই বছরের মেয়াদ ছিল যা এখন পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে । দুই বছরের মেয়াদ পূর্ণ করার পর তাঁদের মেয়াদ এক বছর করে তিনবার বৃদ্ধি হতে পারে ৷ বুধবার ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার কথা ছিল ৷ গত বছরই তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তা এক বছর বাড়ানো হয়েছিল । চলতি সপ্তাহের শুরুতে দুই তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ানো হয় ৷ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (1946) এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (2003) অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয় ৷ তাই আইন সংশোধনের জন্য ওই অধ্যাদেশ জারি করে কেন্দ্র ৷ মহুয়া তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

  • My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements

    — Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সাংসদের অভিযোগ, কেন্দ্রের এই অধ্যাদেশগুলি সিবিআই এবং ইডির স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে আক্রমণ করে ৷ পিটিশনে বলা হয়েছে, কেন্দ্রের জারি করা অধ্যাদেশগুলি সংবিধানের সমতা রক্ষার নীতি লঙ্ঘন করে ৷ পাশাপাশি সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচারের নীতিও উলঙ্ঘিত হয় ৷

  • Top court specifically said Mishra tenure cannot be extended. Yet Nov 14th ordinance used on Nov 17th to extend yet again.

    What dirty work is Mishraji doing for his masters that makes him so indispensible? Just asking. pic.twitter.com/cIO2a39FdL

    — Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.