নয়াদিল্লি, 18 নভেম্বর : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) প্রধানদের মেয়াদ বাড়ানোর কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ ইতিমধ্যেই এনিয়ে একটি পিটিশন ফাইল করেছেন তৃণমূল সাংসদ ৷ অভিযোগ, কেন্দ্রীয় অধ্যাদেশ সংবিধানের সমতা রক্ষার নীতিকে লঙ্ঘন করছে ৷
সিবিআই এবং ইডি'র প্রধানদের দুই বছরের মেয়াদ ছিল যা এখন পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে । দুই বছরের মেয়াদ পূর্ণ করার পর তাঁদের মেয়াদ এক বছর করে তিনবার বৃদ্ধি হতে পারে ৷ বুধবার ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার কথা ছিল ৷ গত বছরই তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তা এক বছর বাড়ানো হয়েছিল । চলতি সপ্তাহের শুরুতে দুই তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ানো হয় ৷ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (1946) এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (2003) অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি সম্ভব নয় ৷ তাই আইন সংশোধনের জন্য ওই অধ্যাদেশ জারি করে কেন্দ্র ৷ মহুয়া তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ৷
-
My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021My petition just filed in Supreme Court challenging Union Ordinances on extension to CBI & ED Director tenures being contrary to SC own judgements
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021
সাংসদের অভিযোগ, কেন্দ্রের এই অধ্যাদেশগুলি সিবিআই এবং ইডির স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে আক্রমণ করে ৷ পিটিশনে বলা হয়েছে, কেন্দ্রের জারি করা অধ্যাদেশগুলি সংবিধানের সমতা রক্ষার নীতি লঙ্ঘন করে ৷ পাশাপাশি সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচারের নীতিও উলঙ্ঘিত হয় ৷
-
Top court specifically said Mishra tenure cannot be extended. Yet Nov 14th ordinance used on Nov 17th to extend yet again.
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
What dirty work is Mishraji doing for his masters that makes him so indispensible? Just asking. pic.twitter.com/cIO2a39FdL
">Top court specifically said Mishra tenure cannot be extended. Yet Nov 14th ordinance used on Nov 17th to extend yet again.
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021
What dirty work is Mishraji doing for his masters that makes him so indispensible? Just asking. pic.twitter.com/cIO2a39FdLTop court specifically said Mishra tenure cannot be extended. Yet Nov 14th ordinance used on Nov 17th to extend yet again.
— Mahua Moitra (@MahuaMoitra) November 17, 2021
What dirty work is Mishraji doing for his masters that makes him so indispensible? Just asking. pic.twitter.com/cIO2a39FdL
আরও পড়ুন : ED-CBI : পাঁচ বছর পর্যন্ত ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ল