ETV Bharat / bharat

Selfies by Artificial Intelligence: সেলফি তুলছেন গান্ধিজি-নেহরু-কার্ল মার্কস ! আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের নয়া অবদান - Jyo John Mulloor

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেলফি (Selfies by Artificial Intelligence) তুলছেন মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরুরা ৷ এমনটাই করে দেখালেন কেরলের এক শিল্পী ৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি ৷

Selfies by Artificial Intelligence ETV BHARAT
Selfies by Artificial Intelligence
author img

By

Published : Mar 25, 2023, 12:24 PM IST

কালিকট (কেরল), 25 মার্চ: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কেরলের একজন শিল্পী গান্ধিজি, জওহরলাল নেহরু, কার্ল মার্কস এবং অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের সেলফির ভঙ্গিমায় ছবি তুললেন (Mahatma Gandhi-Jawaharlal Nehru Pose for Selfies) ৷ খুবই জনপ্রিয় হয়েছে এই ছবিগুলি ৷ এই ছবিগুলির মাধ্যমে দেখানো হয়েছে, গান্ধিজি, নেহরু, চে গুয়েভারা এবং বিগত যুগের এই জাতীয় নেতারা তাঁদের সময়ে সেলফি তোলার জন্য পোজ দিলে কেমন হত ৷

এই উদ্ভাবনী ঐতিহাসিক সেলফি সিরিজ তৈরি করেছেন, কেরলের চিত্রশিল্পী জিও জন মুল্লুর (Jyo John Mulloor) ৷ সেলফি পোজের ছবিগুলি তৈরি করা হয়েছে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি সফ্টওয়্যার ‘মিড জার্নি’-র মাধ্যমে ৷ ছবিগুলি এআই এর সাহায্য তৈরি করার পর ফটোশপে ফেলে রি-এডিট করা হয়েছে ছবিগুলিকে রঙিন করে তোলার জন্য ৷ প্রযুক্তির সাহায্যে, জিও জন অতীতের সময়ের বিশ্বের মহান ব্যক্তিত্বদের ছবি তৈরি করেছেন ৷ যে সময় কোনও স্মার্টফোন ছিল না ৷

এআই এর মাধ্যমে বিগত যুগের ছবিগুলিতে নতুন সমৃদ্ধি এবং প্রাণ এনেছেন শিল্পী জিও জন মুল্লুর ৷ গান্ধিজি এবং জওহরলাল নেহরু ছাড়াও, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিআর আম্বেদকর, মাদার টেরেসা, কার্ল মার্কস, আর্নেস্টো চে গুয়েভারা, জোসেফ স্ট্যালিন, আব্রাহাম লিঙ্কন, অ্যালবার্ট আইনস্টাইন, মহম্মদ আলী জিন্না, বব মার্লে এবং অন্যান্যদের এই সেলফি সিরিজে দেখানো হয়েছে ৷

আরও পড়ুন: আপকি কি লেখক ? নিজের লেখা চুরি হচ্ছে কি না জেনে নিন

একটি ক্যাপশনের সঙ্গে ছবিগুলি শেয়ার করেছেন জিও জন মুল্লুর ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি আমার পুরনো হার্ড ড্রাইভের নথি পুনরুদ্ধার করছিলাম, তখন আমার পুরনো বন্ধুদের পাঠানো সেলফির একটি সিরিজ খুঁজে পেলাম ৷" প্রযুক্তিকে ব্যবহার করে, আসলকে ছাপিয়ে যায় এমন ছবি তৈরি করেছেন তিনি ৷ তবে, শুধু ঐতিহাসিক ব্যক্তিত্বরা নন ৷ জিও জন মুল্লুরের সোশাল মিডিয়া পেজে গেলে, তাঁর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স উইথ থ্রি-ডি এফেক্টসের আরও অনেক নিদর্শন দেখা যাবে ৷

কালিকট (কেরল), 25 মার্চ: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কেরলের একজন শিল্পী গান্ধিজি, জওহরলাল নেহরু, কার্ল মার্কস এবং অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বদের সেলফির ভঙ্গিমায় ছবি তুললেন (Mahatma Gandhi-Jawaharlal Nehru Pose for Selfies) ৷ খুবই জনপ্রিয় হয়েছে এই ছবিগুলি ৷ এই ছবিগুলির মাধ্যমে দেখানো হয়েছে, গান্ধিজি, নেহরু, চে গুয়েভারা এবং বিগত যুগের এই জাতীয় নেতারা তাঁদের সময়ে সেলফি তোলার জন্য পোজ দিলে কেমন হত ৷

এই উদ্ভাবনী ঐতিহাসিক সেলফি সিরিজ তৈরি করেছেন, কেরলের চিত্রশিল্পী জিও জন মুল্লুর (Jyo John Mulloor) ৷ সেলফি পোজের ছবিগুলি তৈরি করা হয়েছে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি সফ্টওয়্যার ‘মিড জার্নি’-র মাধ্যমে ৷ ছবিগুলি এআই এর সাহায্য তৈরি করার পর ফটোশপে ফেলে রি-এডিট করা হয়েছে ছবিগুলিকে রঙিন করে তোলার জন্য ৷ প্রযুক্তির সাহায্যে, জিও জন অতীতের সময়ের বিশ্বের মহান ব্যক্তিত্বদের ছবি তৈরি করেছেন ৷ যে সময় কোনও স্মার্টফোন ছিল না ৷

এআই এর মাধ্যমে বিগত যুগের ছবিগুলিতে নতুন সমৃদ্ধি এবং প্রাণ এনেছেন শিল্পী জিও জন মুল্লুর ৷ গান্ধিজি এবং জওহরলাল নেহরু ছাড়াও, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিআর আম্বেদকর, মাদার টেরেসা, কার্ল মার্কস, আর্নেস্টো চে গুয়েভারা, জোসেফ স্ট্যালিন, আব্রাহাম লিঙ্কন, অ্যালবার্ট আইনস্টাইন, মহম্মদ আলী জিন্না, বব মার্লে এবং অন্যান্যদের এই সেলফি সিরিজে দেখানো হয়েছে ৷

আরও পড়ুন: আপকি কি লেখক ? নিজের লেখা চুরি হচ্ছে কি না জেনে নিন

একটি ক্যাপশনের সঙ্গে ছবিগুলি শেয়ার করেছেন জিও জন মুল্লুর ৷ সেখানে তিনি লিখেছেন, "আমি আমার পুরনো হার্ড ড্রাইভের নথি পুনরুদ্ধার করছিলাম, তখন আমার পুরনো বন্ধুদের পাঠানো সেলফির একটি সিরিজ খুঁজে পেলাম ৷" প্রযুক্তিকে ব্যবহার করে, আসলকে ছাপিয়ে যায় এমন ছবি তৈরি করেছেন তিনি ৷ তবে, শুধু ঐতিহাসিক ব্যক্তিত্বরা নন ৷ জিও জন মুল্লুরের সোশাল মিডিয়া পেজে গেলে, তাঁর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স উইথ থ্রি-ডি এফেক্টসের আরও অনেক নিদর্শন দেখা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.