ETV Bharat / bharat

দাড়ি নয়, বাড়ুক কর্মসংস্থান; দাড়ি কাটাতে মোদিকে 100 টাকা চা-বিক্রেতার - Tea vendor asks Modi to get shaved

লকডাউন উঠলেও সেভাবে কাজের সুযোগ বাড়ছে না বলেই অভিযোগ তাঁর ৷ আর এদিকে প্রধানমন্ত্রীর দাড়ি বেড়েই চলেছে ৷ রাগে, বিরক্তিতে এবার তাই সরাসরি নরেন্দ্র মোদির কাছেই টাকা পাঠিয়ে দিলেন তিনি ৷ দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 10, 2021, 6:40 PM IST

নয়াদিল্লি, 10 জুন : বঙ্গভোটের মাসখানেক আগে থেকে শুরু হয়েছে ৷ ইয়া বড় দাড়ি বানিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে বিরোধীদের কম কটাক্ষ শুনতে হয়নি ৷ কিন্তু কিছুতেই কোনও হেলদোল নেই ৷ এখনও বাড়িয়ে চলেছেন দাড়ি ৷ আর এবার 'চা-ওয়ালা' প্রধানমন্ত্রীকে দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা ৷

অনিল মোরে ৷ বাড়ি মহারাষ্ট্রের বারামতি ৷ পেশায় চা বিক্রেতা ৷ একটা ছোট চায়ের দোকান আছে ৷ লকডাউনের পর থেকে আর্থিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠেছে অনিলের ৷ লকডাউন উঠলেও সেভাবে কাজের সুযোগ বাড়ছে না বলেই অভিযোগ তাঁর ৷ আর এদিকে প্রধানমন্ত্রীর দাড়ি বেড়েই চলেছে ৷ রাগে, বিরক্তিতে এবার তাই সরাসরি নরেন্দ্র মোদির কাছেই টাকা পাঠিয়ে দিলেন তিনি ৷ দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন ৷

মহারাষ্ট্রের স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিল জানিয়েছেন, লকডাউনে প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়ে চলেছেন ৷ কিন্তু যেটা বাড়ানো দরকার, তা হল কাজের সুযোগ ৷ আমি আমার সঞ্চয় থেকে 100 টাকা তাঁকে পাঠিয়েছি ৷ তিনি সুপ্রিম লিডার ৷ তাঁকে আঘাত করতে চাই না ৷ কিন্তু অতিমারির জন্য দেশের গরিবদের যে করুণ পরিস্থিতি হচ্ছে, তারপর এটাই হয়ত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে ৷

আরও পড়ুন : মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !

একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন অনিল ৷ যাঁরা করোনায় তাঁদের কাছের মানুষদের হারিয়েছেন, লকডাউনে যাঁদের সবথেকে বেশি ক্ষতি হয়েছে, তাঁদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 10 জুন : বঙ্গভোটের মাসখানেক আগে থেকে শুরু হয়েছে ৷ ইয়া বড় দাড়ি বানিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে বিরোধীদের কম কটাক্ষ শুনতে হয়নি ৷ কিন্তু কিছুতেই কোনও হেলদোল নেই ৷ এখনও বাড়িয়ে চলেছেন দাড়ি ৷ আর এবার 'চা-ওয়ালা' প্রধানমন্ত্রীকে দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা ৷

অনিল মোরে ৷ বাড়ি মহারাষ্ট্রের বারামতি ৷ পেশায় চা বিক্রেতা ৷ একটা ছোট চায়ের দোকান আছে ৷ লকডাউনের পর থেকে আর্থিক অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠেছে অনিলের ৷ লকডাউন উঠলেও সেভাবে কাজের সুযোগ বাড়ছে না বলেই অভিযোগ তাঁর ৷ আর এদিকে প্রধানমন্ত্রীর দাড়ি বেড়েই চলেছে ৷ রাগে, বিরক্তিতে এবার তাই সরাসরি নরেন্দ্র মোদির কাছেই টাকা পাঠিয়ে দিলেন তিনি ৷ দাড়ি কাটার জন্য 100 টাকা পাঠালেন ৷

মহারাষ্ট্রের স্থানীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিল জানিয়েছেন, লকডাউনে প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়ে চলেছেন ৷ কিন্তু যেটা বাড়ানো দরকার, তা হল কাজের সুযোগ ৷ আমি আমার সঞ্চয় থেকে 100 টাকা তাঁকে পাঠিয়েছি ৷ তিনি সুপ্রিম লিডার ৷ তাঁকে আঘাত করতে চাই না ৷ কিন্তু অতিমারির জন্য দেশের গরিবদের যে করুণ পরিস্থিতি হচ্ছে, তারপর এটাই হয়ত প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে ৷

আরও পড়ুন : মোদির সঙ্গে বৈঠক উদ্ধবের ; আলোচনায় মারাঠা কোটা, তখতের ত্রাণ !

একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে একটি চিঠিও পাঠিয়েছেন অনিল ৷ যাঁরা করোনায় তাঁদের কাছের মানুষদের হারিয়েছেন, লকডাউনে যাঁদের সবথেকে বেশি ক্ষতি হয়েছে, তাঁদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.