নাগপুর, 2 জুলাই : অমরাবতীর ওষুধ ব্যবসায়ী খুনের নেপথ্যে কি রয়েছে নূপুর-বিতর্কের যোগ (Amravati chemist stabbed to death for supporting Nupur Sharma on social media) ? মহারাষ্ট্র পুলিশ অন্তত তেমনই সন্দেহ করছে ৷ কারণ, উমেশ প্রহ্লাদরাও কোলহে নামে ওই ব্যবসায়ী নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ সেই কারণেই তাঁকে গত 21 জুন ছুরি মেরে খুন করা হয় বলে মনে করছে পুলিশ (Amravati Chemist Murder Case) ৷
অমরাবতীর পুলিশ কমিশনার ড. আরতি সিং জানিয়েছেন, বছর 54-র ওই প্রৌঢ়কে খুনের অভিযোগে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে মূল অভিযুক্ত ইরফান খান (32) এখনও অধরা ৷ তিনি একটি এনজিও চালান ৷ তাঁর খোঁজে তল্লাশি চলছে ৷
অন্যদিকে অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অমরাবতীতে উমেশের ওষুধ দোকান রয়েছে ৷ তিনি নূপুর শর্মার (Nupur Sharma Comment Row) সমর্থনে আসা একটি মেসেজ বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন ৷ একটি গ্রুপে ভুল করে তিনি পোস্ট করেন ৷ সেই গ্রুপে তাঁর ওষুধ দোকানের কয়েকজন নিয়মিত গ্রাহকও ছিলেন ৷
পুলিশের অনুমান, সেখান থেকেই তাঁকে চিহ্নিত করা হয় ৷ তার পর তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় ৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ঘটনায় জড়িতদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ একই সঙ্গে পালানোর জন্য একটি গাড়িও দেওয়া হবে বলেও জানানো হয় ৷
পুলিশ জানিয়েছে যে গত 21 জুন রাত 10টা থেকে সাড়ে 10টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ উমেশ দোকান বন্ধ করার পর তাঁর বাইকে বাড়ির দিকে যাচ্ছিলেন ৷ তাঁর ছেলে সংকেত ও স্ত্রী বৈষ্ণবীও অন্য একটি গাড়িতে তাঁর সঙ্গে ফিরছিলেন ৷ স্থানীয় মহিলা কলেজ গেটের সামনে উমেশের বাইক আটকায় আরও দু’টি বাইক ৷ একজন নেমে এসে উমেশের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৷ তার পর পালিয়ে যায় ৷ রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন উমেশ ৷ তাঁর ছেলে সংকেত তাঁকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
পরে সংকেত পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মুদ্দাসির আহমেদ (22), শাহরুখ পাঠান (25), আব্দুল তৌফিক (24), শোয়েব খান (22) ও আতিব রশিদকে পুলিশ গ্রেফতার করে ৷ তাঁরা প্রত্যেকেই অমরাবতীর বাসিন্দা ৷ প্রত্যেকেই দিনমজুর ৷ পুলিশ খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে ৷ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে ৷
আরও পড়ুন : Udaipur Murder Incident: উদয়পুর হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকের নম্বর প্লেট 26/11, ঘটনায় মুম্বই-হামলা যোগ !