ETV Bharat / bharat

মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সংশোধন, প্রায় 9 হাজার বাড়ল মৃত্যু

গত 12 দিন ধরে এই জেলাগুলি থেকে মৃত্যুর পরিসংখ্যান জানাতে দেরি হচ্ছিল ৷ ফলে গত 1 জুন থেকে এই জেলাগুলিতে মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছিল ৷ আজ সেই সংখ্যা মেলানোর কাজ শেষ হয়েছে ৷ যার পরে মৃত্যুর সংখ্যা এক লাফে 8800-তে এসে দাঁড়িয়েছে ৷

Maharashtra has been revising its Covid death numbers one day death toll 8800
সঠিক সময়ে তথ্য না জানানোর ফল, মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যা 8800
author img

By

Published : Jun 13, 2021, 9:31 PM IST

মুম্বই, 13 জুন : মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর ভয়াবহ পরিসংখ্যান সামনে এল ৷ মৃতের সংখ্যা সংশোধনের জেরে গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একধাপে 8800 হয়ে গিয়েছে ৷ যার জেরে মোট মৃত্যুর সংখ্যা 1 লক্ষ 8 হাজার পেরিয়েছে ৷ তবে, একসঙ্গে এত জনের মৃত্যু কীভাবে সম্ভব ৷ এ নিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, পুণে, থানে, নাগপুর, নাসিক, ঔরঙ্গাবাদ, আহমেদনগর এবং য়ুভাতমাল জেলা থেকে করোনায় মৃত্যুর সংখ্যা সঠিক সময়ে এসে না পৌঁছানোয় মৃত্যুর সংখ্যা এক লাফে এতটা বেড়েছে ৷

জানা গিয়েছে, গত 12 দিন ধরে এই জেলাগুলি থেকে মৃত্যুর পরিসংখ্যান জানাতে দেরি হচ্ছিল ৷ ফলে গত 1 জুন থেকে এই জেলাগুলিতে মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছিল ৷ আজ সেই সংখ্যা মেলানোর কাজ শেষ হয়েছে ৷ যার পরে মৃত্যুর সংখ্যা এক লাফে 8800-তে এসে দাঁড়িয়েছে ৷ যার মধ্যে প্রথম তিনটি জেলা পুণে, থানে এবং নাগপুরে মৃত্যুর পরিসংখ্যান 1368, 1167 এবং 503 ৷ এই জেলাগুলি থেকে নতুন যে মৃত্যুর পরিসংখ্যান এসেছে, সেখানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ মিলিত সংখ্যা 2,213 ৷ প্রসঙ্গত, গতকাল মহারাষ্ট্র সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছিল, সেখানে একিদনে মৃত্যুর সংখ্যা ছিল 1966 ৷

অভিযোগ উঠেছে, নিয়ম মেনে জেলা হাসপাতালগুলি মৃত্যুর পরিসংখ্যান ওয়েবসাইটে তুলছে না ৷ নিয়ম মতো প্রতিদিন মাঝরাতে রাজ্যের পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং জেলার পরিসংখ্যানগুলি মুছে ফেলা হয় ৷ তার পর রাজ্যের পোর্টাল থেকে পাওয়া তথ্য প্রশাসনের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয় ৷ কিন্তু, জেলা হাসপাতাল থেকে লোকবলের অভাবে সেই কাজ নিয়মিত হচ্ছে না ৷ ফলে সঠিক পরিসংখ্যান জেলা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে মহা অগাধি জোটের সমালোচনায় সরব হয়েছে বিরোধী বিজেপি ৷ শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷

মুম্বই, 13 জুন : মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর ভয়াবহ পরিসংখ্যান সামনে এল ৷ মৃতের সংখ্যা সংশোধনের জেরে গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা একধাপে 8800 হয়ে গিয়েছে ৷ যার জেরে মোট মৃত্যুর সংখ্যা 1 লক্ষ 8 হাজার পেরিয়েছে ৷ তবে, একসঙ্গে এত জনের মৃত্যু কীভাবে সম্ভব ৷ এ নিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, পুণে, থানে, নাগপুর, নাসিক, ঔরঙ্গাবাদ, আহমেদনগর এবং য়ুভাতমাল জেলা থেকে করোনায় মৃত্যুর সংখ্যা সঠিক সময়ে এসে না পৌঁছানোয় মৃত্যুর সংখ্যা এক লাফে এতটা বেড়েছে ৷

জানা গিয়েছে, গত 12 দিন ধরে এই জেলাগুলি থেকে মৃত্যুর পরিসংখ্যান জানাতে দেরি হচ্ছিল ৷ ফলে গত 1 জুন থেকে এই জেলাগুলিতে মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছিল ৷ আজ সেই সংখ্যা মেলানোর কাজ শেষ হয়েছে ৷ যার পরে মৃত্যুর সংখ্যা এক লাফে 8800-তে এসে দাঁড়িয়েছে ৷ যার মধ্যে প্রথম তিনটি জেলা পুণে, থানে এবং নাগপুরে মৃত্যুর পরিসংখ্যান 1368, 1167 এবং 503 ৷ এই জেলাগুলি থেকে নতুন যে মৃত্যুর পরিসংখ্যান এসেছে, সেখানে একদিনে মৃত্যুর সর্বোচ্চ মিলিত সংখ্যা 2,213 ৷ প্রসঙ্গত, গতকাল মহারাষ্ট্র সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছিল, সেখানে একিদনে মৃত্যুর সংখ্যা ছিল 1966 ৷

অভিযোগ উঠেছে, নিয়ম মেনে জেলা হাসপাতালগুলি মৃত্যুর পরিসংখ্যান ওয়েবসাইটে তুলছে না ৷ নিয়ম মতো প্রতিদিন মাঝরাতে রাজ্যের পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং জেলার পরিসংখ্যানগুলি মুছে ফেলা হয় ৷ তার পর রাজ্যের পোর্টাল থেকে পাওয়া তথ্য প্রশাসনের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয় ৷ কিন্তু, জেলা হাসপাতাল থেকে লোকবলের অভাবে সেই কাজ নিয়মিত হচ্ছে না ৷ ফলে সঠিক পরিসংখ্যান জেলা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে মহা অগাধি জোটের সমালোচনায় সরব হয়েছে বিরোধী বিজেপি ৷ শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.