ETV Bharat / bharat

Cyrus Mistry: সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

রবিবার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry dead) ৷ তাঁর মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকারের (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷

Cyrus Mistry passes away
ETV Bharat
author img

By

Published : Sep 4, 2022, 6:38 PM IST

Updated : Sep 4, 2022, 6:48 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷ রবিবার দুপুরে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পপতি (Cyrus Mistry died in a road accident in Palghar) ৷ আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি (Cyrus Mistry dead) ৷ ঘটনার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 54 বছর বয়সি শিল্পপতি সাইরাস মিস্ত্রি'র (Cyrus Mistry) ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis tweets on Cyrus Mistry demise) ৷ এই বিষয়ে তিনি জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করবে ৷ টুইটে তিনি লেখেন, "টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবরে স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত ৷ ডিজিপি'র সঙ্গে কথা বলেছি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷"

2012 সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি (former Chairman of Tata sons Cyrus Mistry is dead) ৷ 2016 সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ৷

  • Shocked and deeply pained to know about the demise of Former Chairman of Tata Sons Shri Cyrus Mistry in an unfortunate accident near Palghar.
    My deepest condolences to his family, friends and colleagues.
    ॐ शान्ति 🙏
    Spoke to DGP and instructed for detailed investigations. pic.twitter.com/1v0FiAEAtw

    — Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে শোকাহত মমতা, সমবেদনা পরিবারকে

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷

মুম্বই, 4 সেপ্টেম্বর: টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুতে তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt orders investigation on Cyrus Mistry death) ৷ রবিবার দুপুরে মহারাষ্ট্রের পালঘরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এই শিল্পপতি (Cyrus Mistry died in a road accident in Palghar) ৷ আমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার পথে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি (Cyrus Mistry dead) ৷ ঘটনার অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 54 বছর বয়সি শিল্পপতি সাইরাস মিস্ত্রি'র (Cyrus Mistry) ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির, ঘটনাস্থলের প্রথম ভিডিয়ো ইটিভি ভারতে

এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis tweets on Cyrus Mistry demise) ৷ এই বিষয়ে তিনি জানান, পুলিশ এই ঘটনার তদন্ত করবে ৷ টুইটে তিনি লেখেন, "টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবরে স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত ৷ ডিজিপি'র সঙ্গে কথা বলেছি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ৷"

2012 সালের ডিসেম্বরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা অবসর নেওয়ার পর সংস্থার ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি (former Chairman of Tata sons Cyrus Mistry is dead) ৷ 2016 সালের অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন তিনি ৷

  • Shocked and deeply pained to know about the demise of Former Chairman of Tata Sons Shri Cyrus Mistry in an unfortunate accident near Palghar.
    My deepest condolences to his family, friends and colleagues.
    ॐ शान्ति 🙏
    Spoke to DGP and instructed for detailed investigations. pic.twitter.com/1v0FiAEAtw

    — Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির অকালপ্রয়াণে শোকাহত মমতা, সমবেদনা পরিবারকে

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ৷

Last Updated : Sep 4, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.