মুম্বই, 19 মে : বম্বে হাইকোর্টে তিরস্কৃত মহারাষ্ট্র সরকার ৷ বুধবার একটি মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, রোগীর আত্মীয়দের হামলা থেকে চিকিৎসকদের রক্ষা করার বিষয়টিকে একটুও গুরুত্ব দিচ্ছে না রাজ্য় প্রশাসন ৷
গত 13 মে একটি নির্দেশিকা জারি করেছিল বম্বে হাইকোর্ট ৷ সেখানে রাজ্য় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, চিকিৎসক-সহ হাসপাতালের কর্মীদের উপর হামলার ঘটনায় কতগুলি অভিযোগ দায়ের করা হয়েছে ? সেই অভিযোগ পাওয়ার পর সরকার বা পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করেছে ? এর জবাবে আদালতে একটি হলফনামা পেশ করেন রাজ্য় স্বাস্থ্য দফতরের সহ-সচিব ৷
বুধবার বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জিএস কুলকার্নির এজলাসে মামলাটির শুনানি হয় ৷ সেই শুনানি চলাকালীন রাজ্য় স্বাস্থ্য দফতরের সহ-সচিবের পেশ করা হলফনামার কথা উল্লেখ করেই এদিন রাজ্য় সরকারের সমালোচনায় সরব হন বিচারপতিরা ৷
রাজ্য়ের পেশ করা হলফনামায় দাবি করা হয়েছে, ইদানীংকালে এখনও পর্যন্ত চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের উপর হামলার ঘটনায় মোট 436 টি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে ঠিক কবে ঘটনাগুলি ঘটেছিল, তা নির্দিষ্টভাবে আদালতকে জানানো হয়নি ৷
হলফনামার এমন চেহারা দেখে ক্ষুব্ধ হাইকোর্ট ৷ ডিভিশন বেঞ্চের তরফে সাফ জানানো হয়েছে, এই হলফনামায় আদালতের আগের নির্দেশিকায় উল্লেখিত কোনও বিষয়েরই সদুত্তর নেই ৷ রাজ্য় সরকারের উদ্দেশ্যে বিচারপতিদের বার্তা, এরপর থেকে এক পৃষ্ঠার এমন হলফনামা আর গ্রহণ করা হবে না ৷ হলফনামা আদালতে পেশ করার আগে অবশ্যই সরকার পক্ষের আবেদনকারীর দ্বারা সেটি পরীক্ষিত হতে হবে ৷ না হলে আদালত সেটি গ্রাহ্য করবে না ৷
এরপরই রাজ্যকে ভর্ৎসনা করে বেঞ্চের তরফে বলা হয়, ‘‘আমরা এখানে একটাই শব্দ ব্যবহার করতে পারি ৷ সেটি হল করুণ ৷ এটা একেবারে নির্বোধের মতো আচরণ ৷ তার চিকিৎসকদের রক্ষা করার বিষয়ে রাজ্য় একেবারেই আগ্রহী নয় ৷ অথচ, মানুষের প্রত্যাশা, চিকিৎসকরা তাঁদের জন্য সবকিছু করবেন ৷’’
আরও পড়ুন : তেজস্বী যাদব তাঁর সরকারি বাসভবনে তৈরি করলেন কোভিড কেয়ার সেন্টার
এদিনের শুনানিতে স্বাস্থ্য দফতরের সহ-সচিবকে আগামী সপ্তাহের মধ্যেই একটি অতিরিক্ত হলফনামা পেশ করতে বলেছে আদালত ৷ মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 27 মে ৷