ETV Bharat / bharat

Maharashtra Floor Test: 164 বিধায়কের সমর্থনে মহারাষ্ট্রের আস্থা ভোটে জয় মুখ্যমন্ত্রী একনাথের - Eknath Shinde

মহারাষ্ট্র আস্থা ভোটে (Maharashtra Floor Test) সংখ্যারগরিষ্ঠতা প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ এ দিন বিধানসভায় হেড কাউন্টের মাধ্যমে ভোটাভুটি হয় ৷ সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের শক্তি প্রমাণ করলেন তিনি (CM Eknath Shinde Bags 164 votes as Uddhav Thackeray Lose) ৷

maharashtra-floor-test-cm-eknath-shinde-bags-164-votes-as-uddhav-thackeray-lose
maharashtra-floor-test-cm-eknath-shinde-bags-164-votes-as-uddhav-thackeray-lose
author img

By

Published : Jul 4, 2022, 12:09 PM IST

Updated : Jul 4, 2022, 1:30 PM IST

মুম্বই, 4 জুলাই: আস্থা ভোটে জয় মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ৷ 164টি ভোট পড়েছে তাঁর পক্ষে (CM Eknath Shinde Bags 164 votes) ৷ ফলে আস্থা ভোটে (Maharashtra Floor Test) হেরে পতন হল মহা বিকাশ আঘাড়ির জোট সরকারের (Uddhav Thackeray Lose) ৷ গত সপ্তাহে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ ৷ উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবীস ৷

গতকাল বিজেপির রাহুল নারওয়েকরকে অধ্যক্ষ নির্বাচিত করা হয় ৷ যেখানে বিরোধী পক্ষে 107 ভোট পড়েছিল ৷ কিন্তু, এ দিন আস্থা ভোটে বিরোধী পক্ষে মাত্র 99 জন বিধায়ক অংশ নিয়েছেন ৷ জানা গিয়েছে, 5 কংগ্রেস বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন ৷ যাঁদের মধ্যে প্রাক্তন মুখ্য়মন্ত্রী অশোক চৌহ্বান ভোটদানের পর বিধানসভায় এসে পৌঁছন ৷ অনুপস্থিত ছিলেন এনসিপি-র বিধায়ক সংগ্রাম জগপত ৷ অন্যদিকে, সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজম ও রইস শেখ এবং এআইএমআইএম বিধায়ক ফারুখ আনওয়ার ভোটদানে বিরত থাকেন ৷ অন্যদিকে, ভোটাভুটি শুরু হওয়ার শেষ মুহূর্তে ঠাকরে শিবিরের বিধায়ক সন্তোষ বাঙ্গার একনাথ শিন্ডেকে সমর্থন জানান ৷

আরও পড়ুন: Eknath Shinde: কাটল মহা-সংকট ! মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস

এ দিন হেড কাউন্টের মাধ্যমে আস্থা ভোট হয় ৷ ভোটাভুটিতে শুরুতেই মহা বিকাশ আঘাড়ি জোটকে পিছনে ফেলে দেয় শিন্ডে শিবির ৷ গণনা শেষে দেখা যায় তাঁর পক্ষে 164 ভোট পড়েছে ৷ আর জোটের পক্ষে মাত্র 99 জন বিধায়ক ভোট দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত 30 জুন মহারাষ্ট্র রাজভবনে বিজেপির সঙ্গে জোট করে শিন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ৷ যেখানে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি দেবেন্দ্র ফড়ণবীস ৷

আরও পড়ুন: Eknath Shinde: অটোচালক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কোন চালে মাত করলেন শিন্ডে ?

এই মুহূর্তে একনাথ শিন্ডের পক্ষে শিবসেনার 40 জন বিধায়ক রয়েছেন ৷ বাকি 11 জন নির্দল এবং বিজেপির 106 জন বিধায়কের সমর্থনে এই সরকার গড়লেন একনাথ শিন্ডে ৷ তবে, 106 জন বিজেপি বিধায়কের সমর্থনে শিন্ডের সিংহাসন ফুলের হবে না কাঁটার, তা সময়ই বলবে ৷

মুম্বই, 4 জুলাই: আস্থা ভোটে জয় মহারাষ্ট্রের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ৷ 164টি ভোট পড়েছে তাঁর পক্ষে (CM Eknath Shinde Bags 164 votes) ৷ ফলে আস্থা ভোটে (Maharashtra Floor Test) হেরে পতন হল মহা বিকাশ আঘাড়ির জোট সরকারের (Uddhav Thackeray Lose) ৷ গত সপ্তাহে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা থেকে বহিষ্কৃত একনাথ ৷ উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবীস ৷

গতকাল বিজেপির রাহুল নারওয়েকরকে অধ্যক্ষ নির্বাচিত করা হয় ৷ যেখানে বিরোধী পক্ষে 107 ভোট পড়েছিল ৷ কিন্তু, এ দিন আস্থা ভোটে বিরোধী পক্ষে মাত্র 99 জন বিধায়ক অংশ নিয়েছেন ৷ জানা গিয়েছে, 5 কংগ্রেস বিধায়ক ভোটদান থেকে বিরত থেকেছেন ৷ যাঁদের মধ্যে প্রাক্তন মুখ্য়মন্ত্রী অশোক চৌহ্বান ভোটদানের পর বিধানসভায় এসে পৌঁছন ৷ অনুপস্থিত ছিলেন এনসিপি-র বিধায়ক সংগ্রাম জগপত ৷ অন্যদিকে, সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজম ও রইস শেখ এবং এআইএমআইএম বিধায়ক ফারুখ আনওয়ার ভোটদানে বিরত থাকেন ৷ অন্যদিকে, ভোটাভুটি শুরু হওয়ার শেষ মুহূর্তে ঠাকরে শিবিরের বিধায়ক সন্তোষ বাঙ্গার একনাথ শিন্ডেকে সমর্থন জানান ৷

আরও পড়ুন: Eknath Shinde: কাটল মহা-সংকট ! মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস

এ দিন হেড কাউন্টের মাধ্যমে আস্থা ভোট হয় ৷ ভোটাভুটিতে শুরুতেই মহা বিকাশ আঘাড়ি জোটকে পিছনে ফেলে দেয় শিন্ডে শিবির ৷ গণনা শেষে দেখা যায় তাঁর পক্ষে 164 ভোট পড়েছে ৷ আর জোটের পক্ষে মাত্র 99 জন বিধায়ক ভোট দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত 30 জুন মহারাষ্ট্র রাজভবনে বিজেপির সঙ্গে জোট করে শিন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ৷ যেখানে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মহারাষ্ট্র বিজেপির সভাপতি দেবেন্দ্র ফড়ণবীস ৷

আরও পড়ুন: Eknath Shinde: অটোচালক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কোন চালে মাত করলেন শিন্ডে ?

এই মুহূর্তে একনাথ শিন্ডের পক্ষে শিবসেনার 40 জন বিধায়ক রয়েছেন ৷ বাকি 11 জন নির্দল এবং বিজেপির 106 জন বিধায়কের সমর্থনে এই সরকার গড়লেন একনাথ শিন্ডে ৷ তবে, 106 জন বিজেপি বিধায়কের সমর্থনে শিন্ডের সিংহাসন ফুলের হবে না কাঁটার, তা সময়ই বলবে ৷

Last Updated : Jul 4, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.