মুম্বই (মহারাষ্ট্র), 17 ফেব্রুয়ারি: কোভিড নিয়ম মেনে না-চললে আবারও লকডাউন ঘোষণা করা হবে। এমনই হুমকি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গত কয়েকদিনে সেখানে আবার রোজই বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা।
মঙ্গলবার ঠাকরে বলেছেন, ''মানুষ কেয়ারফ্রি হয়ে গিয়েছে। এটা মানুষের উপরই নির্ভর করছে যে, তাঁরা লকডাউন চান, নাকি এখনকার মতো ছোটখাটো নিষেধাজ্ঞা মেনে চলতে চান।'' কোভিড 19 নিয়ম ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরস ভাঙা হলে নাগরিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, মহারাষ্ট্রে নানা কর্মকাণ্ড ফের শুরু হয়েছে। তবে বিদর্ভ, মারাঠাওয়াড়া-সহ কয়েকটি শহরে ফের যে ভাবে সংক্রমিতের সংখ্যা বাড়ছে, তাতে কোভিড নিয়ম মেনে চলা এবং টিকাকরণ চালিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। তোপের কথায়, ''এখনই আমরা কোনও লকডাউন আনছি না। কিন্তু মানুষকে সহযোগিতা করতে হবে এবং কোভিড নিয়ম মেনে চলতে হবে।''
আরও পড়ুন: কোরোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার ধারণ করতে পারে, সতর্কবার্তা উদ্ধবের
লকডাউনের হুঁশিয়ারি দিয়ে মুম্বইয়ের মেয়র বলেছেন, ''শহরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লোকাল ট্রেন সবার জন্য চালু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে, তাই মানুষকে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে এবং স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, মানুষ নিয়ম মানছেন না। আগামী দিনে স্কুল খোলার কথা। তবে আমরা সে ব্যাপারে পুনর্বিবেচনা করছি। আমরা ফের লকডাউনের পথে হাঁটতে পারি। সেটা এড়ানোটা এখন মানুষের হাতে।''