ETV Bharat / bharat

Maha Girl Dies বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ গ্যাস সিলিন্ডারে, মৃত শিশুকন্যা - মৃত শিশুকন্যা

মহারাষ্ট্রের অমরাবতীতে (Maha Girl Dies) বেলুন ফোলানোর সময় ফাটলো গ্যাস সিলিন্ডার (Gas cylinder blast)৷ সেই ঘটনায় 2 বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে (Maharashtra 2 year old girl killed)৷

Maharashtra 2 year old girl killed in gas cylinder blast while inflating balloon
বেলুন ফোলাতে গিয়ে ফাটল গ্যাস সিলিন্ডার, মৃত শিশুকন্যা
author img

By

Published : Aug 28, 2022, 1:24 PM IST

অমরাবতী (মহারাষ্ট্র), 28 অগস্ট: দাদুর সঙ্গে বেড়াতে বেরিয়ে বেলুন কিনবে বলে আব্দার করেছিল বছর দুয়েকের নাতনি (Maha Girl Dies)৷ একরত্তির মন রাখতে বেলুন কিনতে উদ্যত হন বৃদ্ধ ৷ বেলুনওয়ালা বেলুন ফুলিয়ে দেবেন, ঠিক সে সময়ই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ বেলুন ফোলানোর সময় সিলিন্ডারে আচমকা বিস্ফোরণ হয় (Gas cylinder blast)৷ যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুকন্যা ৷

শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, কৃষিক্ষেত্রে ষাঁড় ও বলদের কার্যকারিতাকে মানুষের মাঝে আরও বেশি করে পৌঁছে দিতে তানহা পোলা উৎসব হচ্ছিল অচলপুর তালুকের শিণ্ডি গ্রামে ৷ শনিবার বিকেলে সেখানেই নাতনিকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক বৃদ্ধ ৷ নাতনিকে বেলুন কিনে দেওয়ার জন্য এক বেলুনওয়ালার সামনে যান তিনি ৷ নাতনির জন্য একটি বেলুন দিতে বলেন তাঁকে (Cylinder blast while inflating balloon)৷ তখনই বেলুন ফোলানোর সময় হঠাৎ ফেটে যায় সিলিন্ডার ৷

আরও পড়ুন: হায়দরাবাদে সিলিন্ডার বিস্ফোরণে জখম 13 বাঙালি

পুলিশ জানিয়েছে, সিলিন্ডারটি ফেটে তার একটি অংশ শিশুটির পায়ে ছিটকে যাওয়ায় সে গুরুতর আহত হয় ৷ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার (Maharashtra 2 year old girl killed)৷ আচলপুর পুলিশ এই নিয়ে একটি মামলা দায়ের করেছে ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ৷

অমরাবতী (মহারাষ্ট্র), 28 অগস্ট: দাদুর সঙ্গে বেড়াতে বেরিয়ে বেলুন কিনবে বলে আব্দার করেছিল বছর দুয়েকের নাতনি (Maha Girl Dies)৷ একরত্তির মন রাখতে বেলুন কিনতে উদ্যত হন বৃদ্ধ ৷ বেলুনওয়ালা বেলুন ফুলিয়ে দেবেন, ঠিক সে সময়ই ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ বেলুন ফোলানোর সময় সিলিন্ডারে আচমকা বিস্ফোরণ হয় (Gas cylinder blast)৷ যার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট শিশুকন্যা ৷

শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, কৃষিক্ষেত্রে ষাঁড় ও বলদের কার্যকারিতাকে মানুষের মাঝে আরও বেশি করে পৌঁছে দিতে তানহা পোলা উৎসব হচ্ছিল অচলপুর তালুকের শিণ্ডি গ্রামে ৷ শনিবার বিকেলে সেখানেই নাতনিকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন এক বৃদ্ধ ৷ নাতনিকে বেলুন কিনে দেওয়ার জন্য এক বেলুনওয়ালার সামনে যান তিনি ৷ নাতনির জন্য একটি বেলুন দিতে বলেন তাঁকে (Cylinder blast while inflating balloon)৷ তখনই বেলুন ফোলানোর সময় হঠাৎ ফেটে যায় সিলিন্ডার ৷

আরও পড়ুন: হায়দরাবাদে সিলিন্ডার বিস্ফোরণে জখম 13 বাঙালি

পুলিশ জানিয়েছে, সিলিন্ডারটি ফেটে তার একটি অংশ শিশুটির পায়ে ছিটকে যাওয়ায় সে গুরুতর আহত হয় ৷ তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার (Maharashtra 2 year old girl killed)৷ আচলপুর পুলিশ এই নিয়ে একটি মামলা দায়ের করেছে ৷ গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.