ETV Bharat / bharat

Madrassa Teach Constitution: লখনউয়ের মাদ্রাসায় বিষয় হিসেবে যোগ হচ্ছে ‘ভারতের সংবিধান’

author img

By

Published : Jan 27, 2023, 4:55 PM IST

ভারতের সংবিধান এবার পাঠ্যের বিষয় হতে চলেছে লখনউয়ের মাদ্রাসায় (Madrassa Teach Constitution) ৷ দারুম উলুম ফারাঙ্গি মহল 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর একথা ঘোষণা করেন ফারাঙ্গি মহলি মৌলানা খালিদ রাশিদি ৷

Madrassa Teach Constitution
Madrassa Teach Constitution

লখনউ, 27 জানুয়ারি: লখনউয়ের মাদ্রাসায় ভারতের সংবিধানকে একটি বিষয় হিসেবে যোগ করা হবে (Madrassa Teach Constitution as Subject in Lucknow) ৷ লখনউয়ের দারুম উলুম ফারাঙ্গি মহল এই ঘোষণা করেছে ৷ ফারাঙ্গি মহলি মৌলানা খালিদ রাশিদি জানিয়ছেন, তাঁদের সিদ্ধান্ত মাদ্রাসার সকল শিক্ষার্থীকে ভারতীয় সংবিধান সম্পর্কে অবগত করাবেন ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি এই সিদ্ধান্ত জানান ৷

ফারাঙ্গি মহলি মৌলানা খালিদ রাশিদি জানিয়েছেন, সেমিনারের অন্যতম বিষয় হিসাবে ভারতের সংবিধান (Constitution of India)-কে রাখা হবে ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি একথা জানিয়েছেন ৷ সম্প্রতি ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলানা খালিদ রাশিদি ৷ তিনি বলেন, ‘‘বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লখনউয়ের দারুল উলুম ফারাঙ্গি মহলে ভারতের সংবিধান অন্যতম বিষয় হিসেবে পড়ানো হবে ৷ আগামী শিক্ষাবর্ষে ভারতীয় সংবিধানকে একটি আলাদা বিষয় হিসেবে যোগ করা হবে ৷ যার সূচনা হবে ইদ-উল-ফিতরের পর ৷’’

দারুল উলুম ফারাঙ্গি মহলে এই বিষয়ে শিক্ষাদানের তাৎপর্য নিয়ে মৌলানা খালিদ রাশিদি জানান, সংবিধান পড়ানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে সচেতন করা হবে ৷ অধিকারের পাশাপাশি, সংবিধান পড়ে দেশের প্রতি নিজেদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হবে শিক্ষার্থীদের ৷ এর ফলে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের কী করণীয় তা পড়ুয়ারা জানতে পারবে বলে জানান ফারাঙ্গি মহলি ৷

আরও পড়ুন: এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা-রামায়ণ

দেশের প্রতি তাদের ভালোবাসা এবং আত্মার যোগ তৈরি হবে বলে ওই ভিডিয়ো বার্তায় জানিয়েছেন মৌলানা খালিদ রাশিদি ৷ তিনি জানান, দারুল উলুম ফারাঙ্গি মহল সাংবিধানিক বিশেষজ্ঞদের বোর্ডে নিযুক্ত করবে ৷ মাদ্রাসায় সংবিধান শেখানোর জন্য তাঁদের সাহায্য নেওয়া হবে ৷ মাদ্রাসায় সাহিত্য, বিজ্ঞান, অংকের পাশাপাশি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কেও পড়ুয়াদের জানা প্রয়োজন বলে মনে করেন মৌলানা খালিদ রাশিদি ৷

লখনউ, 27 জানুয়ারি: লখনউয়ের মাদ্রাসায় ভারতের সংবিধানকে একটি বিষয় হিসেবে যোগ করা হবে (Madrassa Teach Constitution as Subject in Lucknow) ৷ লখনউয়ের দারুম উলুম ফারাঙ্গি মহল এই ঘোষণা করেছে ৷ ফারাঙ্গি মহলি মৌলানা খালিদ রাশিদি জানিয়ছেন, তাঁদের সিদ্ধান্ত মাদ্রাসার সকল শিক্ষার্থীকে ভারতীয় সংবিধান সম্পর্কে অবগত করাবেন ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি এই সিদ্ধান্ত জানান ৷

ফারাঙ্গি মহলি মৌলানা খালিদ রাশিদি জানিয়েছেন, সেমিনারের অন্যতম বিষয় হিসাবে ভারতের সংবিধান (Constitution of India)-কে রাখা হবে ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি একথা জানিয়েছেন ৷ সম্প্রতি ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলানা খালিদ রাশিদি ৷ তিনি বলেন, ‘‘বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লখনউয়ের দারুল উলুম ফারাঙ্গি মহলে ভারতের সংবিধান অন্যতম বিষয় হিসেবে পড়ানো হবে ৷ আগামী শিক্ষাবর্ষে ভারতীয় সংবিধানকে একটি আলাদা বিষয় হিসেবে যোগ করা হবে ৷ যার সূচনা হবে ইদ-উল-ফিতরের পর ৷’’

দারুল উলুম ফারাঙ্গি মহলে এই বিষয়ে শিক্ষাদানের তাৎপর্য নিয়ে মৌলানা খালিদ রাশিদি জানান, সংবিধান পড়ানোর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে সচেতন করা হবে ৷ অধিকারের পাশাপাশি, সংবিধান পড়ে দেশের প্রতি নিজেদের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হবে শিক্ষার্থীদের ৷ এর ফলে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের কী করণীয় তা পড়ুয়ারা জানতে পারবে বলে জানান ফারাঙ্গি মহলি ৷

আরও পড়ুন: এবার মাদ্রাসাতেও পড়ানো হবে গীতা-রামায়ণ

দেশের প্রতি তাদের ভালোবাসা এবং আত্মার যোগ তৈরি হবে বলে ওই ভিডিয়ো বার্তায় জানিয়েছেন মৌলানা খালিদ রাশিদি ৷ তিনি জানান, দারুল উলুম ফারাঙ্গি মহল সাংবিধানিক বিশেষজ্ঞদের বোর্ডে নিযুক্ত করবে ৷ মাদ্রাসায় সংবিধান শেখানোর জন্য তাঁদের সাহায্য নেওয়া হবে ৷ মাদ্রাসায় সাহিত্য, বিজ্ঞান, অংকের পাশাপাশি নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কেও পড়ুয়াদের জানা প্রয়োজন বলে মনে করেন মৌলানা খালিদ রাশিদি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.