ETV Bharat / bharat

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি ! তামিলনাড়ুর উচ্চশিক্ষা মন্ত্রীকে 3 বছরের কারাদণ্ডের সাজা আদালতের

Madras Hight Court convicts TN Minister: আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির ৷ এমন একটি মামলায় তামিলনাড়ুর মন্ত্রী কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিল মাদ্রাজ হাইকোর্ট ৷

ETV Bharat
মাদ্রাজ হাইকোর্টে দোষী মন্ত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 11:14 AM IST

Updated : Dec 21, 2023, 12:38 PM IST

চেন্নাই, 21 ডিসেম্বর: দুর্নীতির দায়ে মন্ত্রীকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিল হাইকোর্ট ৷ কারণ, তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে ৷ ঘটনাটি তামিলনাড়ুর ৷ মাদ্রাজ হাইকোর্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা ডিএমকে নেতা কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট ট্রায়াল কোর্টের রায় খারিজ করে এই রায় দেয় ৷ তবে এই সাজা 30 দিন পর থেকে বলবৎ হবে ৷ পাশাপাশি এই সময়ের মধ্যে ওই মন্ত্রীকে আবেদন জানাতে পারেন ৷

মন্ত্রী ও তাঁর স্ত্রী পি বিশালাক্ষীর কাছে থাকা প্রায় 1.75 কোটি টাকার মামলায় এই সাজা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ৷ এর আগে ট্রায়াল কোর্ট ওই মন্ত্রী কে পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিয়েছিল ৷ তবে ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ৷ এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি জয়চন্দ্রন মন্ত্রী পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন ৷

বিচারপতি জি জয়চন্দ্রন উল্লেখ করেন, দোষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ ট্রায়াল কোর্ট সেই প্রমাণগুলিকে উপেক্ষা করেছে ৷ তাই হয়তো ট্রায়াল কোর্টের বিচার ভুল ছিল ৷ তাই উচ্চ আদালত এই মামলায় রায় খারিজ করছে ৷ বিচারপতি আরও জানান, বিশালাক্ষীর ইনকম ট্যাক্স রিটার্ন দেখেছে ট্রায়াল কোর্ট ৷ তবে এ বিষয়ে নিরপেক্ষ প্রমাণগুলি খতিয়ে দেখা হয়নি ৷ মন্ত্রী ও তাঁর স্ত্রীর দাবি, চাষবাস থেকে 13 লক্ষ 81 হাজার 182 টাকা উপার্জন হওয়ার কথা ৷ কিন্তু সেক্ষেত্রে 55 লক্ষ 36 হাজার 488 টাকা উপার্জন হয়েছে ৷ তবে কী করে এই বিপুল টাকা এল তা ঠিক করে দেখাতে পারেননি মন্ত্রী ও তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন:

  1. বাইরনের বাড়িতে আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ, মিলল প্রচুর সোনা-নথিও
  2. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির
  3. আদালতের হুঁশিয়ারি, কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীর ইন্টারভিউ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

চেন্নাই, 21 ডিসেম্বর: দুর্নীতির দায়ে মন্ত্রীকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিল হাইকোর্ট ৷ কারণ, তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে ৷ ঘটনাটি তামিলনাড়ুর ৷ মাদ্রাজ হাইকোর্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা ডিএমকে নেতা কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট ট্রায়াল কোর্টের রায় খারিজ করে এই রায় দেয় ৷ তবে এই সাজা 30 দিন পর থেকে বলবৎ হবে ৷ পাশাপাশি এই সময়ের মধ্যে ওই মন্ত্রীকে আবেদন জানাতে পারেন ৷

মন্ত্রী ও তাঁর স্ত্রী পি বিশালাক্ষীর কাছে থাকা প্রায় 1.75 কোটি টাকার মামলায় এই সাজা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ৷ এর আগে ট্রায়াল কোর্ট ওই মন্ত্রী কে পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিয়েছিল ৷ তবে ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ৷ এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি জয়চন্দ্রন মন্ত্রী পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন ৷

বিচারপতি জি জয়চন্দ্রন উল্লেখ করেন, দোষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে ৷ ট্রায়াল কোর্ট সেই প্রমাণগুলিকে উপেক্ষা করেছে ৷ তাই হয়তো ট্রায়াল কোর্টের বিচার ভুল ছিল ৷ তাই উচ্চ আদালত এই মামলায় রায় খারিজ করছে ৷ বিচারপতি আরও জানান, বিশালাক্ষীর ইনকম ট্যাক্স রিটার্ন দেখেছে ট্রায়াল কোর্ট ৷ তবে এ বিষয়ে নিরপেক্ষ প্রমাণগুলি খতিয়ে দেখা হয়নি ৷ মন্ত্রী ও তাঁর স্ত্রীর দাবি, চাষবাস থেকে 13 লক্ষ 81 হাজার 182 টাকা উপার্জন হওয়ার কথা ৷ কিন্তু সেক্ষেত্রে 55 লক্ষ 36 হাজার 488 টাকা উপার্জন হয়েছে ৷ তবে কী করে এই বিপুল টাকা এল তা ঠিক করে দেখাতে পারেননি মন্ত্রী ও তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন:

  1. বাইরনের বাড়িতে আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ, মিলল প্রচুর সোনা-নথিও
  2. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির
  3. আদালতের হুঁশিয়ারি, কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীর ইন্টারভিউ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
Last Updated : Dec 21, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.