ETV Bharat / bharat

মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 50 - death toll rises continuously in Madhya pradesh bus accident

গতকাল সকালে সাতনাগামী একটি বাস মধ্যপ্রদেশের সিধিতে রামপুর নাইকিন থানা এলাকার পটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 50 জনের । উদ্ধারকাজ চলছে ।

মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 49
মধ্যপ্রদেশের বাস দুর্ঘটনায় মৃত বেড়ে 49
author img

By

Published : Feb 17, 2021, 8:54 AM IST

Updated : Feb 17, 2021, 11:54 AM IST

সিধি(মধ্যপ্রদেশ), 17 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা । বাসটিতে অন্তত 55 জন যাত্রী ছিলেন । তার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 50 জনের ।

গতকাল সকালে সাতনাগামী একটি বাস মধ্যপ্রদেশের সিধিতে রামপুর নাইকিন থানা এলাকার পটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় । দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দল দুর্ঘটনাস্থানে পৌঁছায় । তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ ।

এরপরই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে । বাড়তে থাকে মৃতের সংখ্যা । বাসে মোট 55জন যাত্রীর মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 50 জনের । এখনও উদ্ধারকাজ চলছে ।

আরও পড়ুন, সিধির বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের

এদিকে, গতকালই মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷

সিধি(মধ্যপ্রদেশ), 17 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা । বাসটিতে অন্তত 55 জন যাত্রী ছিলেন । তার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 50 জনের ।

গতকাল সকালে সাতনাগামী একটি বাস মধ্যপ্রদেশের সিধিতে রামপুর নাইকিন থানা এলাকার পটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় । দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দল দুর্ঘটনাস্থানে পৌঁছায় । তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ ।

এরপরই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে । বাড়তে থাকে মৃতের সংখ্যা । বাসে মোট 55জন যাত্রীর মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 50 জনের । এখনও উদ্ধারকাজ চলছে ।

আরও পড়ুন, সিধির বাস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও মধ্যপ্রদেশ সরকারের

এদিকে, গতকালই মধ্যপ্রদেশের সিধিতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা করা হয়েছে ৷ আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷

Last Updated : Feb 17, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.