ETV Bharat / bharat

Congress President Poll: কংগ্রেস সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি শীঘ্রই, ইটিভি ভারতকে জানালেন মধুসূদন - কংগ্রেস সভাপতি নির্বাচন

আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Congress President Poll Notification) প্রকাশ করবে কংগ্রেস ৷ ইটিভি ভারতের প্রতিনিধি অমিত অগ্নিহোত্রীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানালেন দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (Congress Central Election Authority) চেয়ারম্য়ান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) ৷

Madhusudan Mistry says Congress President Poll Notification will publish on 22 September
Congress President Poll: কংগ্রেস সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি শীঘ্রই, ইটিভি ভারতকে জানালেন মধুসূদন
author img

By

Published : Sep 11, 2022, 6:27 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে শীঘ্রই জটিলতা কাটতে চলেছে ৷ এমনটাই দাবি করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (Congress Central Election Authority) চেয়ারম্য়ান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Congress President Poll Notification) প্রকাশ করবেন তিনি ৷ ইতিমধ্য়েই সেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ৷

এই প্রসঙ্গে মধুসূদন বলেন, "হ্য়াঁ ৷ ঘোষণা অনুসারেই আমরা এই বিষয়ে অগ্রসর হব ৷ আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৷ প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগামী 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ৷" প্রসঙ্গত, এর আগে চলতি বছরেরই 21 সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, পরে তা পিছিয়ে দেওয়া হয় ৷ ঠিক করা হয়, 21 সেপ্টেম্বরের বদলে আগামী 17 অক্টোবর সারা হবে ভোটাভুটি ৷ সূত্রের খবর, মাঝের সময়টুকু 'অশুভ' হওয়ার কারণেই নাকি নির্বাচনের দিনক্ষণে বদল আনা হয়েছে !

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত থেকে উধাও 'উৎকল বঙ্গ' ! যোগীরাজ্যের ঘটনায় বিতর্ক

প্রসঙ্গত, কংগ্রেসের শীর্ষ স্থানে কে বসবেন, তা নিয়ে টানাপোড়েন নতুন নয় ৷ একটা সময় রাহুল গান্ধির হাতে দায়িত্ব তুলে দেওয়া হলেও পরে তিনি পদত্য়াগ করেন ৷ কংগ্রেস কর্মীদের একাংশ তাঁকেই আবার ওই পদে দেখতে চান ৷ অন্যদিকে, দলের একাংশের তরফেই প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকেও শীর্ষ পদে বসানোর দাবি তোলা হয়েছে ৷ তবে, এ নিয়ে হাইকম্য়ান্ড কখনও মুখ খোলেনি ৷ এই অবস্থায় গুরুতর অসুস্থ এবং বয়সে প্রবীণ সোনিয়া গান্ধিকেই (Sonia Gandhi) অন্তর্বর্তী সভানেত্রী হিসাবে দল চালাতে হচ্ছে ৷ কিন্তু তাঁর পক্ষেও এভাবে দীর্ঘদিন দায়িত্ব সামলানো সম্ভব নয় বলে দাবি সূত্রের ৷ উল্লেখ্য, চিকিৎসার জন্য ফের একবার বিদেশে গিয়েছেন সোনিয়া ৷ তার আগে গত 28 অগস্ট তাঁর পৌরহিত্যে হওয়া কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকেই নির্বাচনে দিন বদলের সিদ্ধান্তে সিলমোহর পড়ে গিয়েছিল ৷

উল্লেখ্য, এর আগে কংগ্রেসের সাংগঠনিক খোলনোলচে বদলের দাবি তুলে সরব হয়েছিলেন দলের 23 জন প্রথম সারির নেতা ৷ সেই প্রসঙ্গ উঠতেই মধুসূদন জানান, যে পাঁচজন সাংসদ তাঁকে এই বিষয়ে চিঠি লিখেছিলেন, তাঁদের সকলকে সেই চিঠির উত্তর দিয়েছিলেন তিনি ৷ মধুসূদনের কথায়, "আমি ওই পাঁচজন সাংসদকে চিঠি লিখে জানিয়েছি, যাঁরা মনোনয়ন পেশ করতে চান, তাঁরা প্রত্য়েকে আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু করে যে কোনও দিন কংগ্রেসের সদর দফতরে আমার কার্যালয়ে আসতে পারেন ৷ অথবা দলের সংশ্লিষ্ট প্রদেশ কার্যালয়গুলিতেও যেতে পারেন ৷ সেখানে প্রার্থীদের নামের তালিকা খতিয়ে দেখতে পারেন তাঁরা ৷"

একইসঙ্গে মধুসূদন এও জানিয়েছেন, "যাঁরা নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পেশ করবেন, তাঁদের সকলকে অন্তত 10 জন সমর্থকের স্বাক্ষর পেশ করতে হবে ৷ যে মুহূর্তে তাঁরা তাঁদের নথি জমা দেবেন, তাঁদের দলীয় সংবিধান অনুসারে ভোটার তালিকার একটি প্রতিলিপি দেওয়া হবে ৷ আগামী 30 সেপ্টেম্বর মনোনয়ন পেশের সময়সীমা শেষ হলে তবেই ভোটার তালিকা ছাপানোর কাজ শুরু হবে ৷"

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে শীঘ্রই জটিলতা কাটতে চলেছে ৷ এমনটাই দাবি করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের (Congress Central Election Authority) চেয়ারম্য়ান মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistry) ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি (Congress President Poll Notification) প্রকাশ করবেন তিনি ৷ ইতিমধ্য়েই সেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে ৷

এই প্রসঙ্গে মধুসূদন বলেন, "হ্য়াঁ ৷ ঘোষণা অনুসারেই আমরা এই বিষয়ে অগ্রসর হব ৷ আগামী 22 সেপ্টেম্বর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৷ প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগামী 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ৷" প্রসঙ্গত, এর আগে চলতি বছরেরই 21 সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, পরে তা পিছিয়ে দেওয়া হয় ৷ ঠিক করা হয়, 21 সেপ্টেম্বরের বদলে আগামী 17 অক্টোবর সারা হবে ভোটাভুটি ৷ সূত্রের খবর, মাঝের সময়টুকু 'অশুভ' হওয়ার কারণেই নাকি নির্বাচনের দিনক্ষণে বদল আনা হয়েছে !

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত থেকে উধাও 'উৎকল বঙ্গ' ! যোগীরাজ্যের ঘটনায় বিতর্ক

প্রসঙ্গত, কংগ্রেসের শীর্ষ স্থানে কে বসবেন, তা নিয়ে টানাপোড়েন নতুন নয় ৷ একটা সময় রাহুল গান্ধির হাতে দায়িত্ব তুলে দেওয়া হলেও পরে তিনি পদত্য়াগ করেন ৷ কংগ্রেস কর্মীদের একাংশ তাঁকেই আবার ওই পদে দেখতে চান ৷ অন্যদিকে, দলের একাংশের তরফেই প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকেও শীর্ষ পদে বসানোর দাবি তোলা হয়েছে ৷ তবে, এ নিয়ে হাইকম্য়ান্ড কখনও মুখ খোলেনি ৷ এই অবস্থায় গুরুতর অসুস্থ এবং বয়সে প্রবীণ সোনিয়া গান্ধিকেই (Sonia Gandhi) অন্তর্বর্তী সভানেত্রী হিসাবে দল চালাতে হচ্ছে ৷ কিন্তু তাঁর পক্ষেও এভাবে দীর্ঘদিন দায়িত্ব সামলানো সম্ভব নয় বলে দাবি সূত্রের ৷ উল্লেখ্য, চিকিৎসার জন্য ফের একবার বিদেশে গিয়েছেন সোনিয়া ৷ তার আগে গত 28 অগস্ট তাঁর পৌরহিত্যে হওয়া কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকেই নির্বাচনে দিন বদলের সিদ্ধান্তে সিলমোহর পড়ে গিয়েছিল ৷

উল্লেখ্য, এর আগে কংগ্রেসের সাংগঠনিক খোলনোলচে বদলের দাবি তুলে সরব হয়েছিলেন দলের 23 জন প্রথম সারির নেতা ৷ সেই প্রসঙ্গ উঠতেই মধুসূদন জানান, যে পাঁচজন সাংসদ তাঁকে এই বিষয়ে চিঠি লিখেছিলেন, তাঁদের সকলকে সেই চিঠির উত্তর দিয়েছিলেন তিনি ৷ মধুসূদনের কথায়, "আমি ওই পাঁচজন সাংসদকে চিঠি লিখে জানিয়েছি, যাঁরা মনোনয়ন পেশ করতে চান, তাঁরা প্রত্য়েকে আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু করে যে কোনও দিন কংগ্রেসের সদর দফতরে আমার কার্যালয়ে আসতে পারেন ৷ অথবা দলের সংশ্লিষ্ট প্রদেশ কার্যালয়গুলিতেও যেতে পারেন ৷ সেখানে প্রার্থীদের নামের তালিকা খতিয়ে দেখতে পারেন তাঁরা ৷"

একইসঙ্গে মধুসূদন এও জানিয়েছেন, "যাঁরা নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পেশ করবেন, তাঁদের সকলকে অন্তত 10 জন সমর্থকের স্বাক্ষর পেশ করতে হবে ৷ যে মুহূর্তে তাঁরা তাঁদের নথি জমা দেবেন, তাঁদের দলীয় সংবিধান অনুসারে ভোটার তালিকার একটি প্রতিলিপি দেওয়া হবে ৷ আগামী 30 সেপ্টেম্বর মনোনয়ন পেশের সময়সীমা শেষ হলে তবেই ভোটার তালিকা ছাপানোর কাজ শুরু হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.