ETV Bharat / bharat

Emergency landing of Air Asia Flight: পাখির ধাক্কায় লখনউয়ে জরুরি অবতরণ কলকাতাগামী বিমানের - Emergency landing

জরুরি অবতরণ করানো হল লখনউ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া এয়ার এশিয়ার বিমানকে (Emergency landing of Air Asia Flight) ৷ উড়ানের কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের ৷ তার পরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷

Emergency landing of Air Asia Flight ETV BHARAT
Emergency landing of Air Asia Flight
author img

By

Published : Jan 29, 2023, 4:21 PM IST

Updated : Jan 29, 2023, 4:55 PM IST

লখনউ, 29 জানুয়ারি: উড়ানের কিছুক্ষণের মধ্যে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করল কলকাতার উদ্দেশে রওনা হওয়া এয়ার এশিয়ার বিমান (Lucknow-Kolkata Air Asia Flight Makes Emergency landing) ৷ জানা গিয়েছে, বিমানটি লখনউ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে ৷ তার পরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এয়ার এশিয়ার ওই বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে এবং যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন ৷

এদিন এয়ার এশিয়ার এয়ারবাস আই5-319, 170 জন যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেয় ৷ বিমানটি উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে (Air Asia Flight Makes Emergency landing After Bird Hits) ৷ দ্রুত বিষয়টি পাইলট এটিসি-কে জানায় এবং বিমানটিকে অবতরণ করানো হয় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা যাচাই করে দেখার জন্য ৷ এয়ার এশিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এনিয়ে ৷ সেখানে বলা হয়েছে, বিমানে উপস্থিত সকল যাত্রীদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখা হচ্ছে ৷ আর যত দ্রুত সম্ভব তাঁদের অন্য বিমানে কলকাতা পাঠানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ ৷ যার ফলে

আরও পড়ুন: সঙ্গে বোমা আছে ! যাত্রীর দাবিতে পটনায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

এয়ার এশিয়ার তরফে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফ্লাইট আই5-319 নির্দিষ্ট সময়ে লখনউ থেকে কলকাতার জন্য ওড়ে ৷ কিন্তু, উড়ান নেওয়ার পরেই পাখির সঙ্গে ধাক্কা লাগে ৷ ফলে বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে আনা হয়, কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তার বিস্তারিত পরীক্ষা করার জন্য ৷ আর এর ফলে ভুক্তভোগী যাত্রীদের আমরা সবরকম খেয়াল রেখেছি ৷ পাশাপাশি, অন্যান্য বিমানের পরিষেবা স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সররকম ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা দুঃখিত, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল ৷’’

লখনউ, 29 জানুয়ারি: উড়ানের কিছুক্ষণের মধ্যে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করল কলকাতার উদ্দেশে রওনা হওয়া এয়ার এশিয়ার বিমান (Lucknow-Kolkata Air Asia Flight Makes Emergency landing) ৷ জানা গিয়েছে, বিমানটি লখনউ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে ৷ তার পরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এয়ার এশিয়ার ওই বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয়েছে এবং যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন ৷

এদিন এয়ার এশিয়ার এয়ারবাস আই5-319, 170 জন যাত্রীকে নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেয় ৷ বিমানটি উড়ান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে (Air Asia Flight Makes Emergency landing After Bird Hits) ৷ দ্রুত বিষয়টি পাইলট এটিসি-কে জানায় এবং বিমানটিকে অবতরণ করানো হয় কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা যাচাই করে দেখার জন্য ৷ এয়ার এশিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এনিয়ে ৷ সেখানে বলা হয়েছে, বিমানে উপস্থিত সকল যাত্রীদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখা হচ্ছে ৷ আর যত দ্রুত সম্ভব তাঁদের অন্য বিমানে কলকাতা পাঠানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ ৷ যার ফলে

আরও পড়ুন: সঙ্গে বোমা আছে ! যাত্রীর দাবিতে পটনায় ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ

এয়ার এশিয়ার তরফে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ফ্লাইট আই5-319 নির্দিষ্ট সময়ে লখনউ থেকে কলকাতার জন্য ওড়ে ৷ কিন্তু, উড়ান নেওয়ার পরেই পাখির সঙ্গে ধাক্কা লাগে ৷ ফলে বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে আনা হয়, কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তার বিস্তারিত পরীক্ষা করার জন্য ৷ আর এর ফলে ভুক্তভোগী যাত্রীদের আমরা সবরকম খেয়াল রেখেছি ৷ পাশাপাশি, অন্যান্য বিমানের পরিষেবা স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সররকম ব্যবস্থা করা হচ্ছে ৷ এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা দুঃখিত, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল ৷’’

Last Updated : Jan 29, 2023, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.