ETV Bharat / bharat

LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম - রান্নার গ্যাস

পুজোর মরসুমের শুরুতেই সাধারণ মানুষের বেহাল দশা হওয়ার জোগাড় ৷ ফের লাগল মূল্যবৃদ্ধির ধাক্কা ৷ আজ রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 15 টাকা করে বাড়ল ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে 926 টাকা হয়েছে ৷

lpg-price-hiked-by-rs-15-per-cylinder
উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম
author img

By

Published : Oct 6, 2021, 2:10 PM IST

নয়াদিল্লি, 6 অক্টোবর : উৎসবের মরসুমের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান ৷ মহালয়ার দিন সকালে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সিলিন্ডার প্রতি 15 টাকা দাম বেড়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় রান্নার গ্যাসের দাম বেড়েছে বলে জানানো হয়েছে ৷ ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দুই সমানভাবে বেড়েছে বলে জানিয়েছে তেল সংস্থার এক আধিকারিক ৷ আজ থেকেই নতুন দাম লাগু হয়ে গেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের বর্ধিত দাম হয়েছে 899.50 টাকা ৷ পাশাপাশি পেট্রল এবং ডিজেলের দামও বেড়েছে ৷ পেট্রলের দাম লিটার প্রতি 30 পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার ৷ দিল্লিতে পেট্রলের বর্ধিত দাম 102.94 টকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 91.42 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় পেট্রলের দাম 103.36 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 94.17 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম 926 টাকা হয়েছে ৷

আরও পড়ুন : Mahalaya 2021 : গঙ্গার ঘাটগুলিতে জনসমুদ্র, "ভগবানের উপর বিশ্বাস রেখে এসেছি", বলছেন পুণ্যার্থীরা

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও রেকর্ড মাত্রায় বেড়েছে ৷ একধাপে প্রতি ব্যারল অপরিশোধিত তেলের দাম বেড়ে 82.53 মার্কিন ডলার হয়েছে ৷ তবে, পশ্চিম টেক্সাসে অপরিশোধিত তেলের প্রতি ব্যারলের দাম 78.87 মার্কিন ডলার হয়েছে ৷ প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুতেই ভারতে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 43.50 টাকা বেড়েছিল ৷

আরও পড়ুন : Mahalaya 2021 : করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, বিশেষ নজরদারি পুলিশের

নয়াদিল্লি, 6 অক্টোবর : উৎসবের মরসুমের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান ৷ মহালয়ার দিন সকালে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ সিলিন্ডার প্রতি 15 টাকা দাম বেড়েছে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় রান্নার গ্যাসের দাম বেড়েছে বলে জানানো হয়েছে ৷ ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দুই সমানভাবে বেড়েছে বলে জানিয়েছে তেল সংস্থার এক আধিকারিক ৷ আজ থেকেই নতুন দাম লাগু হয়ে গেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের বর্ধিত দাম হয়েছে 899.50 টাকা ৷ পাশাপাশি পেট্রল এবং ডিজেলের দামও বেড়েছে ৷ পেট্রলের দাম লিটার প্রতি 30 পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার ৷ দিল্লিতে পেট্রলের বর্ধিত দাম 102.94 টকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 91.42 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় পেট্রলের দাম 103.36 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 94.17 টাকা প্রতি লিটার ৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম 926 টাকা হয়েছে ৷

আরও পড়ুন : Mahalaya 2021 : গঙ্গার ঘাটগুলিতে জনসমুদ্র, "ভগবানের উপর বিশ্বাস রেখে এসেছি", বলছেন পুণ্যার্থীরা

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও রেকর্ড মাত্রায় বেড়েছে ৷ একধাপে প্রতি ব্যারল অপরিশোধিত তেলের দাম বেড়ে 82.53 মার্কিন ডলার হয়েছে ৷ তবে, পশ্চিম টেক্সাসে অপরিশোধিত তেলের প্রতি ব্যারলের দাম 78.87 মার্কিন ডলার হয়েছে ৷ প্রসঙ্গত, অক্টোবর মাসের শুরুতেই ভারতে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 43.50 টাকা বেড়েছিল ৷

আরও পড়ুন : Mahalaya 2021 : করোনার ভয় কাটিয়ে হাওড়ায় গঙ্গার ঘাটে তর্পণ, বিশেষ নজরদারি পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.