লখনউ, 8 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরলে ‘লভ জিহাদের’ বিরুদ্ধে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিল বিজেপি ৷ যে আইনে 10 বছরের শাস্তি এবং 1 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে ৷ এদিন উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Love Jihad Act for Uttar Pradesh BJP Promises in Their Manifesto) ৷ এদিন ‘লোক কল্যাণ সংকল্প পত্র 2022’ (Lok Kapyan Sankalp Patra 2022) নামে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে ৷
আগামী বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট ৷ তাঁর দু’দিন আগে অর্থাৎ, প্রথম দফার ভোটের প্রচারের শেষবেলায় এসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি (BJP Manifesto for UP Polls) ৷ এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেছেন, 2017 সালে ভোটের আগে যে 212টি প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সরকারে এসে যোগী আদিত্যনাথের প্রশাসন তার 92 শতাংশ প্রতিশ্রুতি পালন করেছে ৷
তবে এদিনের ইস্তেহার প্রকাশে সবচেয়ে বড় ঘোষণা ‘লভ জিহাদ’ আইন ৷ ভোটে জিতে ফের সরকারে এলে লভ জিহাদ রুখতে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ ৷ যেখানে বলা হয়েছে, দোষী প্রমাণিত হলে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার সংস্থান রাখা হবে আইনে ৷
পাশাপাশি উত্তরপ্রদেশে কৃষকদের সেচের ক্ষেত্রে আগামী পাঁচ বছর বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা বলেছেন অমিত শাহ ৷ আগামী 5 বছরে শস্য বিক্রির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার কথা বলা হয়েছে বিজেপির ইস্তেহারে ৷
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্রের আনা তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হয় মোদি সরকারকে ৷ যে আন্দোলনের প্রথমসারিতে উত্তরপ্রদেশের কৃষকদের একটা বড় অংশ ছিল ৷ এমনকি এখনও একাধিক দাবিতে কেন্দ্রের সঙ্গে লড়াই জারি রয়েছে কৃষকদের ৷ ফলে উত্তরপ্রদেশের নির্বাচনে কৃষকদের ভোট পেতে বিজেপি সেচের জন্য বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : Mamata Banerjee Attacks BJP : উত্তরপ্রদেশে হারলে দেশেও হারবে বিজেপি, লখনউতে বললেন মমতা
পাশাপাশি, প্রতিটি জেলায় সবরকম ব্যবস্থাপনা যুক্ত আধুনিকমানের হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দিয়েছে উত্তরপ্রদেশ বিজেপি ৷ যা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ তাদের প্রশ্ন, বিগত 5 বছরে যোগী সরকারের কেন মনে হয়নি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা প্রয়োজন ? বিগত 5 বছরে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে কি তাহলে যোগী সরকার কোনও কাজই করেনি ?
এদিন বিজেপির ইস্তেহারে বুন্দেলখণ্ডে রেকর্ড সময়ের মধ্যে ‘জেনারেল বিপিন রাওয়াত প্রতিরক্ষা শিল্প করিডর’ তৈরির প্রতিশ্রুতি দেন অমিত শাহ ৷ পাশাপাশি নারী শিক্ষা ও নারী উন্নয়নে রানি লক্ষ্মীবাঈ প্রকল্পে একাধিক কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে উত্তরপ্রদেশ বিজেপি ৷