ETV Bharat / bharat

Mask in Parliament: সাংসদদের মাস্ক পরার আর্জি জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা - সংসদে মাস্ক

দেশে করোনা সংক্রমণ নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে সরকার ৷ ইতিমধ্যে চিনের সাবভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে ৷ তাই আজ সাংসদদের ফের কোভিড বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করলেন অধ্যক্ষ (Om Birla urges MPs to wear masks) ৷

Coronavirus
ETV Bharat
author img

By

Published : Dec 22, 2022, 12:39 PM IST

Updated : Dec 22, 2022, 1:57 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: দেশে ফিরছে কোভিড বিধি ৷ করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে দুশ্চিন্তা শুরু হয়েছে ৷ দেশে মিলেছে চিনের সাব-ভ্যারিয়্যান্ট ৷ বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংসদদের মাস্ক পরে আসার আর্জি জানালেন ৷ পাশাপাশি কোভিড বিধিনিষেধ মেনে চলার কথাও বলেন তিনি (Om Birla over Corona Infection) ৷ ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওমিক্রনের সাবভ্যারিয়্যান্ট বিএফ.7-এর হদিশ পাওয়া গিয়েছে দেশের তিনটি জায়গায় ৷ গুজরাতে দু'জনের এবং ওড়িশায় একজনের করোনা সংক্রমণে এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে খবর ৷ আর এই প্রজাতির হানায় বিধ্বস্ত চিন৷ হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ন্ত্রণে জারি হয়েছিল জিরো-কোভিড নীতি ৷ এই নীতিতে চিনের সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনে গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছিল ৷ কার্যত ফের গৃহবন্দি হয়ে গিয়েছিল জনসাধারণ ৷ তার বিরুদ্ধে শি জিনপিং সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ এবং তা ভয়াবহ আকার নেয় ৷ জিরো কোভিড বিধি আলগা করতে বাধ্য হয় চিনের কমিউনিস্ট সরকার ৷ সবদিক দিয়ে বোঝাই যাচ্ছে ভারতের জন্য এই ভ্যারিয়্যান্ট যথেষ্ট দুশ্চিন্তার কারণ ৷

আরও পড়ুন: দেশে করোনার নয়া প্রজাতির হানা, বিকেলে উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

শুধু চিন নয়, আমেরিকা, জাপান, ব্রাজিল-সহ বেশ কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে ৷ তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনামূলক বৈঠক করেন৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, "করোনা এখনও শেষ হয়নি৷ আমরা সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছি৷ আমরা যে কোনও অবস্থা সামলাতে তৈরি৷"

নীতি আয়োগের সদস্য ভি কে পল বলেন, "আমরা জুলাই মাসে একটি বিএফভ্যারিয়্যান্ট, সেপ্টেম্বরে দু'টি এবং নভেম্বরে একটি শনাক্ত করেছি৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ জনবহুল এলাকায় মানুষ যেন মাস্ক পরেন ৷ কোমরবিডিটি বা প্রবীণ সদস্যদের এটি বিশেষ করে মেনে চলা উচিত ৷" এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র 27-28 শতাংশ মানুষ করোনার সতর্কতা ডোজ নিয়েছেন, জানান ভিকে পল৷ স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা পজিটিভ কেসের নমুনা (INSACOG) জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে (IGSLS) পাঠাতে হবে৷ এর ফলে করোনার নতুন রূপের সন্ধান করতে সুবিধে হবে ৷

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: দেশে ফিরছে কোভিড বিধি ৷ করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে দুশ্চিন্তা শুরু হয়েছে ৷ দেশে মিলেছে চিনের সাব-ভ্যারিয়্যান্ট ৷ বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংসদদের মাস্ক পরে আসার আর্জি জানালেন ৷ পাশাপাশি কোভিড বিধিনিষেধ মেনে চলার কথাও বলেন তিনি (Om Birla over Corona Infection) ৷ ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওমিক্রনের সাবভ্যারিয়্যান্ট বিএফ.7-এর হদিশ পাওয়া গিয়েছে দেশের তিনটি জায়গায় ৷ গুজরাতে দু'জনের এবং ওড়িশায় একজনের করোনা সংক্রমণে এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে খবর ৷ আর এই প্রজাতির হানায় বিধ্বস্ত চিন৷ হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ন্ত্রণে জারি হয়েছিল জিরো-কোভিড নীতি ৷ এই নীতিতে চিনের সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনে গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছিল ৷ কার্যত ফের গৃহবন্দি হয়ে গিয়েছিল জনসাধারণ ৷ তার বিরুদ্ধে শি জিনপিং সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ এবং তা ভয়াবহ আকার নেয় ৷ জিরো কোভিড বিধি আলগা করতে বাধ্য হয় চিনের কমিউনিস্ট সরকার ৷ সবদিক দিয়ে বোঝাই যাচ্ছে ভারতের জন্য এই ভ্যারিয়্যান্ট যথেষ্ট দুশ্চিন্তার কারণ ৷

আরও পড়ুন: দেশে করোনার নয়া প্রজাতির হানা, বিকেলে উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

শুধু চিন নয়, আমেরিকা, জাপান, ব্রাজিল-সহ বেশ কয়েকটি দেশে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে ৷ তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনামূলক বৈঠক করেন৷ তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, "করোনা এখনও শেষ হয়নি৷ আমরা সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছি৷ আমরা যে কোনও অবস্থা সামলাতে তৈরি৷"

নীতি আয়োগের সদস্য ভি কে পল বলেন, "আমরা জুলাই মাসে একটি বিএফভ্যারিয়্যান্ট, সেপ্টেম্বরে দু'টি এবং নভেম্বরে একটি শনাক্ত করেছি৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷ জনবহুল এলাকায় মানুষ যেন মাস্ক পরেন ৷ কোমরবিডিটি বা প্রবীণ সদস্যদের এটি বিশেষ করে মেনে চলা উচিত ৷" এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র 27-28 শতাংশ মানুষ করোনার সতর্কতা ডোজ নিয়েছেন, জানান ভিকে পল৷ স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে করোনা পজিটিভ কেসের নমুনা (INSACOG) জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে (IGSLS) পাঠাতে হবে৷ এর ফলে করোনার নতুন রূপের সন্ধান করতে সুবিধে হবে ৷

Last Updated : Dec 22, 2022, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.