নয়াদিল্লি, 20 ডিসেম্বর : বিরোধীদের আপত্তি ও হই-হট্টোগোলের মধ্যে সোমবার লোকসভোয় পাশ হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল 2021 (The Election Laws Amendment bill 2021) ৷ এই বিলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কথা বলা হয়েছে ৷ এছাড়াও নির্বাচনী বিধি সংশোধন সংক্রান্ত তিনটি প্রস্তাব রয়েছে এই বিলে ৷
এদিন লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু ৷ কেন্দ্রের যুক্তি, এই বিল আইনে পরিণত হলে দেশের নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে ৷ কিন্তু কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের দাবি, এর ফলে এ দেশের নাগরিকত্ব নেই এমন কেউ এর অপপ্রয়োগ করতে পারে ৷ কংগ্রেস সাংসদ শশী থারুর এদিন লোকসভায় বলেন, ‘‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এটা একটি সাধারণ পরিচয়পত্র, যেখানে বাসস্থানের উল্লেখ থাকে ৷ এই বিলের প্রস্তাব মতো যদি ভোটদানের সময় কেউ নিজের আধার কার্ড দেখান, তাহলে কখনই এটা প্রমাণ হয় না যে তিনি ভারতের নাগরিক ৷’’ কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধীতা করেছে তৃণমূল, এনসিপি, শিবসেনা, বিএসপি'র মতো দলগুলিও ৷ বিরোধীরা এদিন বিলটিকে সংসদীয় কমিটির কাছে পাঠানোরও দাবি জানান ৷ তবে সে দাবি মানতে চায়নি কেন্দ্র ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, ইতিমধ্য়েই সংশ্লিষ্ট স্টান্ডিং কমিটির কাছে বিলটি গিয়েছে ৷
আরও পড়ুন : লখিমপুর নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেস ও তৃণমূলের
কেন্দ্রের যুক্তি, অযথা বিরোধিতা করছে বিরোধীরা ৷ কারণ, এই সংযুক্তিকরণের মূল অর্থ হল ভোটার কার্ড ছাড়াও আধার কার্ড দেখিয়েও ভোটদান করা যাবে ৷ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ভুয়ো ভোট রুখতে এই নয়া বিল কার্যকরী ৷ কেন্দ্রের একটি সূত্রের দাবি, ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিষয়টিকে ঐচ্ছিক রাখা হয়েছে এই বিলে ৷ ফলে বিষয়টি বাধ্যতামূলক নয় ৷ তবে বিরোধী শিবির মনে করছে, ব্য়ক্তি গোপনীয়তা রক্ষা সংক্রান্ত রায়ে সুপ্রিম কোর্ট আধার নিয়ে যে রায় দিয়েছিল, এই বিল তার পরিপন্থী ৷