ETV Bharat / bharat

Rahul Gandhi: নেই সাংসদ পদ, এবার তুঘলক লেনের বাংলো ছাড়ার নোটিশ রাহুলকে

লোকসভার সাংসদ পদ বাতিল হওয়ায় এবার সরকারি বাংলো ছাড়ার নোটিশ পাঠানো হল রাহুল গান্ধিকে ৷ সোমবার তাঁকে এই নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউজিং কমিটি (Rahul Gandhi bungalow) ৷

Etv Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Mar 27, 2023, 6:33 PM IST

Updated : Mar 27, 2023, 7:17 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ: ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে ইতিমধ্যেই সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ এবার বাংলো ছাড়াও হতে চলেছেন তিনি ৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, তুঘলক লেনের বাংলো ছেড়ে দেওয়ার জন্য রাহুলকে নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউজিং কমিটি ৷ 22 এপ্রিলের মধ্যে তাঁকে ওই বাংলো ছাড়তে বলা হয়েছে ৷ 23 এপ্রিল থেকে আর ওই সরকারি আবাস ব্যবহার করতে পারবেন না রাহুল (notice to Rahul Gandhi by Lok Sabha Housing Commitee) ৷

নিয়ম অনুযায়ী, সাংসদ পদ বাতিল হওয়ার 30 দিনের মধ্যে কোনও সাংসদকে তাঁর জন্য বরাদ্দকৃত বাংলো ছেড়ে দিতে হয় ৷ রাহুলকে গত শুক্রবার লোকসভার সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ তার 3 দিনের মধ্যে তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হল ৷ বর্তমানে লুটিয়েন্স দিল্লির 12, তুঘলক লেনের বাংলোটি রয়েছে রাহুলের নামে ৷ 2004 সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই বাংলোতেই থাকেন তিনি ৷

  • Lok Sabha Secretariat gives notice to Congress leader Rahul Gandhi to vacate government bungalow.

    The allotment of the govt bungalow will be cancelled with effect from 23.04.2023. pic.twitter.com/eymsQlPC0n

    — ANI (@ANI) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে সূত্রের খবর, বাংলো ছাড়ার জন্য প্রয়োজনে আরও কিছুটা সময় চেয়ে হাউজিং কমিটির কাছে আবেদন করতে পারেন রাহুল ৷ গত 24 মার্চ লোকসভার সদস্য পদ বাতিল হয় রাহুল গান্ধির ৷ প্রাক্তন কংগ্রেস সাংসদকে বাংলো ছাড়ার নির্দেশটি সংশ্লিষ্ট ডিরেক্টরেট অফ এস্টেটকেও পাঠিয়ে দিয়েছে লোকসভার সচিবালয় ৷

আরও পড়ুন: আদানি-মোদি সংযোগে এবার 'মোদানি' শব্দ প্রয়োগ রাহুলের, জানতে চাইলেন প্রধানমন্ত্রীর ভয়ের কারণ

উল্লেখ্য, 2019 এর লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কর্ণাটকে মোদি পদবি নিয়ে মন্তব্য করায় ফৌজদারি মানহানি মামলায় অভিযোগ দায়ের হয় রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় 23 মার্চ সুরাতের নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে তাঁকে ৷ হয় 2 বছরের কারাদণ্ডের নির্দেশ ৷ এরপরেই 24 মার্চ রাহুলের লোকসভার সাংসদ পদ বাতিল করে দেন স্পিকার ওম বিড়লা ৷

নয়াদিল্লি, 27 মার্চ: ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে ইতিমধ্যেই সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ এবার বাংলো ছাড়াও হতে চলেছেন তিনি ৷ সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, তুঘলক লেনের বাংলো ছেড়ে দেওয়ার জন্য রাহুলকে নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউজিং কমিটি ৷ 22 এপ্রিলের মধ্যে তাঁকে ওই বাংলো ছাড়তে বলা হয়েছে ৷ 23 এপ্রিল থেকে আর ওই সরকারি আবাস ব্যবহার করতে পারবেন না রাহুল (notice to Rahul Gandhi by Lok Sabha Housing Commitee) ৷

নিয়ম অনুযায়ী, সাংসদ পদ বাতিল হওয়ার 30 দিনের মধ্যে কোনও সাংসদকে তাঁর জন্য বরাদ্দকৃত বাংলো ছেড়ে দিতে হয় ৷ রাহুলকে গত শুক্রবার লোকসভার সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ তার 3 দিনের মধ্যে তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হল ৷ বর্তমানে লুটিয়েন্স দিল্লির 12, তুঘলক লেনের বাংলোটি রয়েছে রাহুলের নামে ৷ 2004 সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই বাংলোতেই থাকেন তিনি ৷

  • Lok Sabha Secretariat gives notice to Congress leader Rahul Gandhi to vacate government bungalow.

    The allotment of the govt bungalow will be cancelled with effect from 23.04.2023. pic.twitter.com/eymsQlPC0n

    — ANI (@ANI) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে সূত্রের খবর, বাংলো ছাড়ার জন্য প্রয়োজনে আরও কিছুটা সময় চেয়ে হাউজিং কমিটির কাছে আবেদন করতে পারেন রাহুল ৷ গত 24 মার্চ লোকসভার সদস্য পদ বাতিল হয় রাহুল গান্ধির ৷ প্রাক্তন কংগ্রেস সাংসদকে বাংলো ছাড়ার নির্দেশটি সংশ্লিষ্ট ডিরেক্টরেট অফ এস্টেটকেও পাঠিয়ে দিয়েছে লোকসভার সচিবালয় ৷

আরও পড়ুন: আদানি-মোদি সংযোগে এবার 'মোদানি' শব্দ প্রয়োগ রাহুলের, জানতে চাইলেন প্রধানমন্ত্রীর ভয়ের কারণ

উল্লেখ্য, 2019 এর লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কর্ণাটকে মোদি পদবি নিয়ে মন্তব্য করায় ফৌজদারি মানহানি মামলায় অভিযোগ দায়ের হয় রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ সেই মামলায় 23 মার্চ সুরাতের নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে তাঁকে ৷ হয় 2 বছরের কারাদণ্ডের নির্দেশ ৷ এরপরেই 24 মার্চ রাহুলের লোকসভার সাংসদ পদ বাতিল করে দেন স্পিকার ওম বিড়লা ৷

Last Updated : Mar 27, 2023, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.