নয়াদিল্লি, 11 অগস্ট : নির্ধারিত সময়ের আগেই লোকসভার বাদল অধিবেশন (Lok Sabha Adjourned) শেষ করে দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিরোধীদের (Opposition) ভাবমূর্তি খারাপ করতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে তোপ দেগেছেন তিনি ৷ বাদল অধিবেশন চলাকালীন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গরহাজিরা নিয়েও সরব হন কংগ্রেস সাংসদ ৷
নির্ধারিত সময়ের দু'দিন আগেই আজ শেষ হয়ে যায় লোকসভার বাদল অধিবেশন । বেলা সওয়া 11টা নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় । নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল 13 অগস্ট (শুক্রবার) পর্যন্ত । কৃষক আন্দোলন, পেগাসাস বিতর্ক, মুদ্রাস্ফীতি, করোনা পরিস্থিতি, টিকার অপ্রতুলতা-সহ নানা বিষয়ে বিরোধীদের হট্টগোলের জেরে আগাগোড়া উত্তপ্ত ছিল সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীদের হইচইয়ের কারণে বারবার মুলতুবি করে দিতে হয়েছে দুই কক্ষের কাজ ৷ তার মধ্যেও একের পর এক বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তা নিয়েও বিক্ষোভ দেখান বিরোধীরা ৷
আরও পড়ুন: Lok Sabha : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন
সেই হই-হট্টগোলের কারণেই আজ জানানো হয় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে দেওয়া হচ্ছে লোকসভার বাদল অধিবেশন ৷ এতেই সরকারের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ৷ এ প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরী বলেন, "নির্ধারিত সময় 13 অগস্টের আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন ৷ আচমকাই অধিবেশন মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনাই হয়নি ৷ বিরোধীদের খারাপ প্রতিপন্ন করতেই এটা করা হয়েছে ৷" বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্র নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও আলোচনা করেনি বলে অভিযোগ করে কংগ্রেস সাংসদ বলেন, "আমরা পেগাসাস রিপোর্ট, মুদ্রাস্ফীতি, কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনা চেয়েছিলাম ৷ কিন্তু বারবার অনুরোধ জানানো সত্বেও সরকার কক্ষে পেগাসাস রিপোর্ট নিয়ে আলোচনার কোনও সুযোগই দেয়নি ৷ শেষ দিন পর্যন্ত এই নিয়ে কোনও আলোচনা হয়নি ৷"
আরও পড়ুন: Venkaiah Naidu : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু
সংসদের উভয় কক্ষে পেগাসাস নিয়ে সরকার নানা রকমের বয়ান দিয়েছে বলে অভিযোগ অধীরের ৷ তাঁর কথায়, "রাজ্যসভা ও লোকসভায় পেগাসাস নিয়ে সরকার বিভিন্ন বিবৃতি দিয়েছে ৷ এই নিয়ে ভিন্ন বয়ান দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷"
আরও পড়ুন: TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও
বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কম হাজিরা নিয়েও সরব হন লোকসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথমবার দেখলাম ৷ যখন সব শেষ, তখন তিনি দেখা দিলেন ৷"
আরও পড়ুন: Jamtara Gang : বদলাচ্ছে অপরাধের ধরন, ক্রমেই পুলিশের মাথাব্যথা হয়ে উঠছে জামতাড়া গ্যাং
এ দিকে, বিরোধী সাংসদদের আচরণে আজ আবেগতাড়িত হয়ে কেঁদেই ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, "গতকাল যখন কয়েকজন সাংসদ টেবিলে উঠে বসেন, আবার টেবিলের উপরে চড়ে দাঁড়ান, তখনই এই কক্ষের যাবতীয় পবিত্রতা নষ্ট হয়ে যায় ৷" এই ঘটনা তাঁকে প্রবল যন্ত্রণা দিয়েছে বলে জানিয়ে বেঙ্কাইয়া বলেন, "খুব দুঃখ পেয়েছি, সাংঘাতিক কষ্ট পেয়েছি...আমার যন্ত্রণা বোঝাতে পারব না, সারারাত ঘুমোতে পারিনি...৷"