ETV Bharat / bharat

Adhir Chowdhury : বিরোধীদের খাটো করতেই সময়ের আগে শেষ লোকসভা, কেন্দ্রকে তোপ অধীরের

বিরোধীদের (Opposition) ভাবমূর্তি খারাপ করতেই নির্ধারিত সময়ের আগেই লোকসভার বাদল অধিবেশন (Lok Sabha Adjourned) অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হল ৷ অভিযোগ অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ৷

Lok Sabha adjourned sine die before scheduled date to paint Opposition in bad light, says Adhir Ranjan Chowdhury
বিরোধীদের খাটো করতেই সময়ের আগে শেষ লোকসভা, কেন্দ্রকে তোপ অধীরের
author img

By

Published : Aug 11, 2021, 4:46 PM IST

নয়াদিল্লি, 11 অগস্ট : নির্ধারিত সময়ের আগেই লোকসভার বাদল অধিবেশন (Lok Sabha Adjourned) শেষ করে দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিরোধীদের (Opposition) ভাবমূর্তি খারাপ করতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে তোপ দেগেছেন তিনি ৷ বাদল অধিবেশন চলাকালীন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গরহাজিরা নিয়েও সরব হন কংগ্রেস সাংসদ ৷

নির্ধারিত সময়ের দু'দিন আগেই আজ শেষ হয়ে যায় লোকসভার বাদল অধিবেশন । বেলা সওয়া 11টা নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় । নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল 13 অগস্ট (শুক্রবার) পর্যন্ত । কৃষক আন্দোলন, পেগাসাস বিতর্ক, মুদ্রাস্ফীতি, করোনা পরিস্থিতি, টিকার অপ্রতুলতা-সহ নানা বিষয়ে বিরোধীদের হট্টগোলের জেরে আগাগোড়া উত্তপ্ত ছিল সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীদের হইচইয়ের কারণে বারবার মুলতুবি করে দিতে হয়েছে দুই কক্ষের কাজ ৷ তার মধ্যেও একের পর এক বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তা নিয়েও বিক্ষোভ দেখান বিরোধীরা ৷

আরও পড়ুন: Lok Sabha : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন

সেই হই-হট্টগোলের কারণেই আজ জানানো হয় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে দেওয়া হচ্ছে লোকসভার বাদল অধিবেশন ৷ এতেই সরকারের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ৷ এ প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরী বলেন, "নির্ধারিত সময় 13 অগস্টের আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন ৷ আচমকাই অধিবেশন মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনাই হয়নি ৷ বিরোধীদের খারাপ প্রতিপন্ন করতেই এটা করা হয়েছে ৷" বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্র নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও আলোচনা করেনি বলে অভিযোগ করে কংগ্রেস সাংসদ বলেন, "আমরা পেগাসাস রিপোর্ট, মুদ্রাস্ফীতি, কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনা চেয়েছিলাম ৷ কিন্তু বারবার অনুরোধ জানানো সত্বেও সরকার কক্ষে পেগাসাস রিপোর্ট নিয়ে আলোচনার কোনও সুযোগই দেয়নি ৷ শেষ দিন পর্যন্ত এই নিয়ে কোনও আলোচনা হয়নি ৷"

আরও পড়ুন: Venkaiah Naidu : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

সংসদের উভয় কক্ষে পেগাসাস নিয়ে সরকার নানা রকমের বয়ান দিয়েছে বলে অভিযোগ অধীরের ৷ তাঁর কথায়, "রাজ্যসভা ও লোকসভায় পেগাসাস নিয়ে সরকার বিভিন্ন বিবৃতি দিয়েছে ৷ এই নিয়ে ভিন্ন বয়ান দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷"

আরও পড়ুন: TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কম হাজিরা নিয়েও সরব হন লোকসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথমবার দেখলাম ৷ যখন সব শেষ, তখন তিনি দেখা দিলেন ৷"

আরও পড়ুন: Jamtara Gang : বদলাচ্ছে অপরাধের ধরন, ক্রমেই পুলিশের মাথাব্যথা হয়ে উঠছে জামতাড়া গ্যাং

এ দিকে, বিরোধী সাংসদদের আচরণে আজ আবেগতাড়িত হয়ে কেঁদেই ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, "গতকাল যখন কয়েকজন সাংসদ টেবিলে উঠে বসেন, আবার টেবিলের উপরে চড়ে দাঁড়ান, তখনই এই কক্ষের যাবতীয় পবিত্রতা নষ্ট হয়ে যায় ৷" এই ঘটনা তাঁকে প্রবল যন্ত্রণা দিয়েছে বলে জানিয়ে বেঙ্কাইয়া বলেন, "খুব দুঃখ পেয়েছি, সাংঘাতিক কষ্ট পেয়েছি...আমার যন্ত্রণা বোঝাতে পারব না, সারারাত ঘুমোতে পারিনি...৷"

নয়াদিল্লি, 11 অগস্ট : নির্ধারিত সময়ের আগেই লোকসভার বাদল অধিবেশন (Lok Sabha Adjourned) শেষ করে দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিরোধীদের (Opposition) ভাবমূর্তি খারাপ করতেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে তোপ দেগেছেন তিনি ৷ বাদল অধিবেশন চলাকালীন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গরহাজিরা নিয়েও সরব হন কংগ্রেস সাংসদ ৷

নির্ধারিত সময়ের দু'দিন আগেই আজ শেষ হয়ে যায় লোকসভার বাদল অধিবেশন । বেলা সওয়া 11টা নাগাদ লোকসভায় বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় । নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন চলার কথা ছিল 13 অগস্ট (শুক্রবার) পর্যন্ত । কৃষক আন্দোলন, পেগাসাস বিতর্ক, মুদ্রাস্ফীতি, করোনা পরিস্থিতি, টিকার অপ্রতুলতা-সহ নানা বিষয়ে বিরোধীদের হট্টগোলের জেরে আগাগোড়া উত্তপ্ত ছিল সংসদের বাদল অধিবেশন ৷ বিরোধীদের হইচইয়ের কারণে বারবার মুলতুবি করে দিতে হয়েছে দুই কক্ষের কাজ ৷ তার মধ্যেও একের পর এক বিল পাশ করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তা নিয়েও বিক্ষোভ দেখান বিরোধীরা ৷

আরও পড়ুন: Lok Sabha : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শেষ লোকসভার বাদল অধিবেশন

সেই হই-হট্টগোলের কারণেই আজ জানানো হয় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে দেওয়া হচ্ছে লোকসভার বাদল অধিবেশন ৷ এতেই সরকারের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস ৷ এ প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরী বলেন, "নির্ধারিত সময় 13 অগস্টের আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন ৷ আচমকাই অধিবেশন মুলতুবি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনাই হয়নি ৷ বিরোধীদের খারাপ প্রতিপন্ন করতেই এটা করা হয়েছে ৷" বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্র নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও আলোচনা করেনি বলে অভিযোগ করে কংগ্রেস সাংসদ বলেন, "আমরা পেগাসাস রিপোর্ট, মুদ্রাস্ফীতি, কৃষক বিক্ষোভ নিয়ে আলোচনা চেয়েছিলাম ৷ কিন্তু বারবার অনুরোধ জানানো সত্বেও সরকার কক্ষে পেগাসাস রিপোর্ট নিয়ে আলোচনার কোনও সুযোগই দেয়নি ৷ শেষ দিন পর্যন্ত এই নিয়ে কোনও আলোচনা হয়নি ৷"

আরও পড়ুন: Venkaiah Naidu : বিরোধীরা সংসদের পবিত্রতা নষ্ট করেছে ! কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

সংসদের উভয় কক্ষে পেগাসাস নিয়ে সরকার নানা রকমের বয়ান দিয়েছে বলে অভিযোগ অধীরের ৷ তাঁর কথায়, "রাজ্যসভা ও লোকসভায় পেগাসাস নিয়ে সরকার বিভিন্ন বিবৃতি দিয়েছে ৷ এই নিয়ে ভিন্ন বয়ান দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷"

আরও পড়ুন: TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

বাদল অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কম হাজিরা নিয়েও সরব হন লোকসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথমবার দেখলাম ৷ যখন সব শেষ, তখন তিনি দেখা দিলেন ৷"

আরও পড়ুন: Jamtara Gang : বদলাচ্ছে অপরাধের ধরন, ক্রমেই পুলিশের মাথাব্যথা হয়ে উঠছে জামতাড়া গ্যাং

এ দিকে, বিরোধী সাংসদদের আচরণে আজ আবেগতাড়িত হয়ে কেঁদেই ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি বলেন, "গতকাল যখন কয়েকজন সাংসদ টেবিলে উঠে বসেন, আবার টেবিলের উপরে চড়ে দাঁড়ান, তখনই এই কক্ষের যাবতীয় পবিত্রতা নষ্ট হয়ে যায় ৷" এই ঘটনা তাঁকে প্রবল যন্ত্রণা দিয়েছে বলে জানিয়ে বেঙ্কাইয়া বলেন, "খুব দুঃখ পেয়েছি, সাংঘাতিক কষ্ট পেয়েছি...আমার যন্ত্রণা বোঝাতে পারব না, সারারাত ঘুমোতে পারিনি...৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.