ETV Bharat / bharat

লোক আদালতকে আরও শক্তিশালী করা দরকার - covid 19

সাধারণ মানুষকে দ্রুত ন্যায়বিচার পাইয়ে দিতে লোক আদালত বসানো হয় । গত শনিবার তেলেঙ্গানায় চতুর্থ জাতীয় লোক আদালত শেষ হল । এখানে প্রায় 39 হাজার মামলার নিষ্পত্তি হয় এবং বিভিন্ন মামলায় ক্ষতিগ্রস্ত ও বাদীপক্ষ সব মিলিয়ে 49 কোটি টাকার ক্ষতিপূরণ পায় । মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের মতো 16 টি রাজ্য কোভিড সংক্রমণের কারণে লোক আদালত স্থগিত করেছে । কর্ণাটক মার্চের শেষ সপ্তাহে লোক আদালতের আয়োজন করেছিল । সেখানে 3.3 লাখ মামলার ফয়সালা হয়েছে এবং ক্ষতিপূরণ বাবদ প্রায় 1000 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 13, 2021, 12:05 PM IST

সংবিধানের 39 এ ধারায় সমাজের গরীব ও দুর্বল অংশের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এবং সবার জন্য ন্যায় সুনিশ্চিত করা হয়েছে । 1987 সালে দেশ স্বাধীন হওয়ার প্রায় চার দশক পর, ভারত সরকার সবার জন্য আইনি পরিষেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করে । 1987 সালে লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্টকে সংসদে সম্মতি দেওয়া হলেও, 1995 সালে আইন বলবত হওয়ার পরেই ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তৈরি হয় ।

গতবছর কোভিড যখন ভয়াবহ আকার নিয়েছিল, তখন দু’বার দেশে জাতীয় লোক আদালত আয়োজিত হয় এবং আদালতের বাইরে 12.6 লাখ বিবাদের মীমাংসা হয় ৷ আর 12.8 লাখ মামলায় 1000 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ।

24 টি রাজ্যে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে ই-লোক আদালতের আয়োজন করা হচ্ছে এবং মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছে । এর থেকেই স্পষ্ট যে আমাদের বিচারব্যবস্থা দ্রুত নতুন প্রযুক্তিকে আপন করে নিচ্ছে ।

লোক আদালতের সমকক্ষ কোনও ব্যবস্থা গোটা পৃথিবীতে দেখা যায় না । বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতায় ভর করে এই ব্যবস্থাকে আরও কার্যকরী করে তোলা উচিত । কোটি কোটি বিচারপ্রার্থী মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছেন ৷ কারণ আমাদের বিচারব্যবস্থায় দশকের পর দশক ধরে মামলার পাহাড় জমতে থাকছে । কী করে পরিস্থিতি শুধরাবে, তা কেউ জানে না । কিন্তু প্রয়োগের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল সমস্যা ।

জেলা ও মহকুমা আদালতগুলোতে ঝুলে থাকা মামলার মধ্যে 17 শতাংশ দায়ের হয়েছে তিন থেকে পাঁচ বছর আগে । উচ্চতর আদালতগুলোতে 20.4 শতাংশ মামলা পাঁচ থেকে দশ বছর ধরে এবং 17 শতাংশ মামলা কুড়ি বছর ধরে ঝুলে রয়েছে ।

আরও পড়ুন : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে মোদিকে আমন্ত্রণ বাইডেনের

50 শতাংশেরও বেশি ক্ষেত্রে মামলাকারী হল রাজ্য ও কেন্দ্র সরকার । এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি । প্রায় তিন দশক আগে আইন কমিশন পরামর্শ দেয়, সঠিক পদ্ধতি অনুসরণ করে মামলার দীর্ঘসূত্রীতা কমিয়ে আনতে । সুপ্রিম কোর্টও এর আগে বলেছিল যে, নাগরিকদের প্রতি সরকারের মনোভাব বৈরিতাপূর্ণ নয় বরং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত ।

লোক আদালতে যেসব মামলাগুলো এসে পৌঁছয়, তার বেশিরভাগই হল জমি অধিগ্রহণ, শ্রমিক সমস্যা, পেনশন, গ্রাহক অসন্তোষ এবং বিদ্যুত-সংযোগ, টেলিফোন ও পৌরপরিষেবা সংক্রান্ত বিষয়ে । সর্বোচ্চ আদালতের পরামর্শ মেনে, এধরনের ক্ষেত্রে সরকারের মানুষের সঙ্গে সংঘাতে যাওয়ার বদলে আলোচনাভিত্তিক পদক্ষেপ নেওয়া উচিত ।

আরও পড়ুন : কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

আমজনতার আদালত হিসেবে ভাবমূর্তি বজায় রেখে, লোক আদালতগুলোর উচিত এমনভাবে ন্যায়বিচার দেওয়া, যাতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মনের ভার লাঘব হয় । 2011 সালে নালসা জানিয়েছিল, যাতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও আইনি পরিষেবা পৌঁছে যায়, সেজন্য প্রতিটি গ্রামে বা কয়েকটি গ্রাম মিলিয়ে একটি লিগাল ক্লিনিক তৈরি করা দরকার । আজ দেশে 14 হাজারেরও বেশি এমন লিগাল ক্লিনিক রয়েছে, কিন্তু দেশে সব মিলিয়ে গ্রামের সংখ্যা 6 লাখ ৷ মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দিতে, লোক আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা প্রয়োজন ।

সংবিধানের 39 এ ধারায় সমাজের গরীব ও দুর্বল অংশের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এবং সবার জন্য ন্যায় সুনিশ্চিত করা হয়েছে । 1987 সালে দেশ স্বাধীন হওয়ার প্রায় চার দশক পর, ভারত সরকার সবার জন্য আইনি পরিষেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করে । 1987 সালে লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্টকে সংসদে সম্মতি দেওয়া হলেও, 1995 সালে আইন বলবত হওয়ার পরেই ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি তৈরি হয় ।

গতবছর কোভিড যখন ভয়াবহ আকার নিয়েছিল, তখন দু’বার দেশে জাতীয় লোক আদালত আয়োজিত হয় এবং আদালতের বাইরে 12.6 লাখ বিবাদের মীমাংসা হয় ৷ আর 12.8 লাখ মামলায় 1000 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় ।

24 টি রাজ্যে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে ই-লোক আদালতের আয়োজন করা হচ্ছে এবং মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দেওয়াও সম্ভব হচ্ছে । এর থেকেই স্পষ্ট যে আমাদের বিচারব্যবস্থা দ্রুত নতুন প্রযুক্তিকে আপন করে নিচ্ছে ।

লোক আদালতের সমকক্ষ কোনও ব্যবস্থা গোটা পৃথিবীতে দেখা যায় না । বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতায় ভর করে এই ব্যবস্থাকে আরও কার্যকরী করে তোলা উচিত । কোটি কোটি বিচারপ্রার্থী মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছেন ৷ কারণ আমাদের বিচারব্যবস্থায় দশকের পর দশক ধরে মামলার পাহাড় জমতে থাকছে । কী করে পরিস্থিতি শুধরাবে, তা কেউ জানে না । কিন্তু প্রয়োগের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল সমস্যা ।

জেলা ও মহকুমা আদালতগুলোতে ঝুলে থাকা মামলার মধ্যে 17 শতাংশ দায়ের হয়েছে তিন থেকে পাঁচ বছর আগে । উচ্চতর আদালতগুলোতে 20.4 শতাংশ মামলা পাঁচ থেকে দশ বছর ধরে এবং 17 শতাংশ মামলা কুড়ি বছর ধরে ঝুলে রয়েছে ।

আরও পড়ুন : আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে মোদিকে আমন্ত্রণ বাইডেনের

50 শতাংশেরও বেশি ক্ষেত্রে মামলাকারী হল রাজ্য ও কেন্দ্র সরকার । এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি । প্রায় তিন দশক আগে আইন কমিশন পরামর্শ দেয়, সঠিক পদ্ধতি অনুসরণ করে মামলার দীর্ঘসূত্রীতা কমিয়ে আনতে । সুপ্রিম কোর্টও এর আগে বলেছিল যে, নাগরিকদের প্রতি সরকারের মনোভাব বৈরিতাপূর্ণ নয় বরং বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত ।

লোক আদালতে যেসব মামলাগুলো এসে পৌঁছয়, তার বেশিরভাগই হল জমি অধিগ্রহণ, শ্রমিক সমস্যা, পেনশন, গ্রাহক অসন্তোষ এবং বিদ্যুত-সংযোগ, টেলিফোন ও পৌরপরিষেবা সংক্রান্ত বিষয়ে । সর্বোচ্চ আদালতের পরামর্শ মেনে, এধরনের ক্ষেত্রে সরকারের মানুষের সঙ্গে সংঘাতে যাওয়ার বদলে আলোচনাভিত্তিক পদক্ষেপ নেওয়া উচিত ।

আরও পড়ুন : কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

আমজনতার আদালত হিসেবে ভাবমূর্তি বজায় রেখে, লোক আদালতগুলোর উচিত এমনভাবে ন্যায়বিচার দেওয়া, যাতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর মনের ভার লাঘব হয় । 2011 সালে নালসা জানিয়েছিল, যাতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও আইনি পরিষেবা পৌঁছে যায়, সেজন্য প্রতিটি গ্রামে বা কয়েকটি গ্রাম মিলিয়ে একটি লিগাল ক্লিনিক তৈরি করা দরকার । আজ দেশে 14 হাজারেরও বেশি এমন লিগাল ক্লিনিক রয়েছে, কিন্তু দেশে সব মিলিয়ে গ্রামের সংখ্যা 6 লাখ ৷ মানুষের কাছে দ্রুত ন্যায়বিচার পৌঁছে দিতে, লোক আদালত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.