ETV Bharat / bharat

Lift Collapsed: নির্মীয়মান বিল্ডিংয়ের লিফট ছিঁড়ে মৃত 4 শ্রমিক

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 3:40 PM IST

শুক্রবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নির্মীয়মান বিল্ডিংয়ের লিফট ছিঁড়ে পড়ায় মৃত্যু হয়েছে চারজনের ৷ এই 4 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

Etv Bharat
নির্মীয়মান বিল্ডিংয়ে দুর্ঘটনা

নয়াদিল্লি/নয়ডা: শুক্রবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বড়সড় দুর্ঘটনা ৷ লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ গ্রেটার নয়ডার পশ্চিমে অবস্থিত ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন বিল্ডিংয়ের সাইটে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে বিল্ডিং তৈরির কাজ চলছিল সাইটে ৷ সেই সময় লিফটে উঠে শ্রমিকরা কাজ করছিলেন ৷ আচমকাই ছিঁড়ে যায় লিফটের দড়ি ৷ সেটি দ্রুত নিচে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ উপস্থিত শ্রমিকরা আহতদের উদ্ধার করে ও পুলিশে খবর দেয় ৷ সাইটে কাজ করার সময় হঠাৎ লিফটটি ছিঁড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে ৷ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

শুক্রবার, আম্রপালি বিল্ডারের ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন ভবনে হঠাৎ লিফটটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণস্থলে একটি ম্যাটেরিয়াল লিফট ছিল, যাতে করে নানারকম সরঞ্জাম নামানো বা তোলা হত ৷ কিন্তু এদিন লিফটে ধারণক্ষমতার চেয়ে বেশি সরঞ্জাম ও লোক থাকায় লিফটটি ছিঁড়ে পড়ে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার খবর শ্রমিকদের পরিবারকে জানানো হয়েছে। সোসাইটির ম্যানেজার ও বিল্ডারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

এর আগে, নলেজ পার্ক থানা এলাকায় অবস্থিত 150 নম্বর সেক্টরে এএস গ্রুপের নির্মাণাধীন বিল্ডিংয়ে অস্থায়ী লিফট সরাতে গিয়ে তার নীচে পড়ে যান এক ব্যক্তি ৷ ঘটনাস্থলেই সেই শ্রমিকের মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনায় পুলিশকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: নৌকাডুবির একদিন পার, বাগমতী নদীতে এখনও নিখোঁজ 10-র বেশি শিশু

অতিরিক্ত ডিসিপি দীনেশ কুমার জানিয়েছিলেনস, সেক্টর 150 ভগত সিংপার্কের কাছে এএস গ্রুপের স্পার্ক নিউ প্রকল্পের কাজ চলছিল। যে ভবনটি নির্মাণ করা হচ্ছিল, সেখানে স্পার্টান কোম্পানি কর্তৃক একটি অস্থায়ী লিফট স্থাপন করা হয়েছিল। থাইসেন কোম্পানির স্থায়ী লিফট বসানোর পর এক নম্বর টাওয়ার থেকে অস্থায়ী লিফট সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

নয়াদিল্লি/নয়ডা: শুক্রবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বড়সড় দুর্ঘটনা ৷ লিফট ছিঁড়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ গ্রেটার নয়ডার পশ্চিমে অবস্থিত ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন বিল্ডিংয়ের সাইটে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে বিল্ডিং তৈরির কাজ চলছিল সাইটে ৷ সেই সময় লিফটে উঠে শ্রমিকরা কাজ করছিলেন ৷ আচমকাই ছিঁড়ে যায় লিফটের দড়ি ৷ সেটি দ্রুত নিচে গিয়ে পড়ে ৷ ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ উপস্থিত শ্রমিকরা আহতদের উদ্ধার করে ও পুলিশে খবর দেয় ৷ সাইটে কাজ করার সময় হঠাৎ লিফটটি ছিঁড়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে ৷ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

শুক্রবার, আম্রপালি বিল্ডারের ড্রিম ভ্যালি প্রকল্পের নির্মাণাধীন ভবনে হঠাৎ লিফটটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণস্থলে একটি ম্যাটেরিয়াল লিফট ছিল, যাতে করে নানারকম সরঞ্জাম নামানো বা তোলা হত ৷ কিন্তু এদিন লিফটে ধারণক্ষমতার চেয়ে বেশি সরঞ্জাম ও লোক থাকায় লিফটটি ছিঁড়ে পড়ে ৷ পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার খবর শ্রমিকদের পরিবারকে জানানো হয়েছে। সোসাইটির ম্যানেজার ও বিল্ডারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

এর আগে, নলেজ পার্ক থানা এলাকায় অবস্থিত 150 নম্বর সেক্টরে এএস গ্রুপের নির্মাণাধীন বিল্ডিংয়ে অস্থায়ী লিফট সরাতে গিয়ে তার নীচে পড়ে যান এক ব্যক্তি ৷ ঘটনাস্থলেই সেই শ্রমিকের মৃত্যু হয়েছিল ৷ এই ঘটনায় পুলিশকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: নৌকাডুবির একদিন পার, বাগমতী নদীতে এখনও নিখোঁজ 10-র বেশি শিশু

অতিরিক্ত ডিসিপি দীনেশ কুমার জানিয়েছিলেনস, সেক্টর 150 ভগত সিংপার্কের কাছে এএস গ্রুপের স্পার্ক নিউ প্রকল্পের কাজ চলছিল। যে ভবনটি নির্মাণ করা হচ্ছিল, সেখানে স্পার্টান কোম্পানি কর্তৃক একটি অস্থায়ী লিফট স্থাপন করা হয়েছিল। থাইসেন কোম্পানির স্থায়ী লিফট বসানোর পর এক নম্বর টাওয়ার থেকে অস্থায়ী লিফট সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.