ETV Bharat / bharat

Leopard Suspected in Tirupati: চিতাবাঘের হানায় মৃত্যু নাবালিকার, তিরুপতিতে আতঙ্ক - তিরুমালায় লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চিতাবাঘ

তিরুমালায় লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে চিতাবাঘ আতঙ্ক ৷ এক নাবালিকাকে হত্যা করেছে এই বন্যপ্রাণী ৷ এমনটাই মনে করছে মন্দির কর্তৃপক্ষ ৷

Etv Bharat
খাঁচাবন্দি চিতা
author img

By

Published : Aug 14, 2023, 10:45 PM IST

তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 14 অগস্ট: সম্প্রতি 6 বছরের এক নাবালিকার উপর হামলা চালায় একটি চিতাবাঘ ৷ এই ঘটনা ঘটে তিরুমালা যাওয়ার পথে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে ৷ এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ সোমবার বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, চিতাবাঘটি রবিবার রাতে ফাঁদে পড়েছিল ৷ তাকে শ্রী ভেঙ্কটেশ্বরা জুলজিক্যাল পার্কে (তিরুপতি চিড়িয়াখানা) পাঠানো হয়েছে ৷

অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী) শান্তিপ্রিয়া পাণ্ডে পিটিআইকে বলেন, "আমরা প্রাণীটিকে খাঁচাবন্দি করেছি ৷ এটা ওই হামলাকারী চিতাটাই কি না, সেটা নিশ্চিত করতে স্থানীয় আইআইএসইআর দলের সঙ্গে ডিএনএ নিয়ে বিশ্লেষণ করছি ৷

একমাস আগেও একটি ছেলের উপর হামলা চালিয়েছিল এমনই এক চিতা ৷ এটা সেই চিতা নাকি মেয়েটিকে হত্যা করেছে যে সেই চিতা ৷ এটা জানার জন্য চিতার প্রস্রাবের নমুনা, চুল, ঘটনাস্থল থেকে রক্তের দাগ ও লালার নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ যদি ধরা পড়ে যাওয়া চিতাটি মেয়েটির হত্যাকারী হয় তবে এটিকে চিড়িয়াখানায় বন্দি করা হবে ৷ কারণ সেটি মানুষের মাংসের স্বাদ পেয়ে গিয়েছে ৷

ডিএনএ বিশ্লেষণের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সঠিকভাবে কিছু বলতে পারছে না ৷ কারণ মেয়েটির মাথার খুলি ছিঁড়ে যাওয়ায় তার উপর আক্রমণের ধরনটি দেখে তা ভাল্লুকের বলেও সন্দেহ করা হচ্ছে ৷ জানা গিয়েছে, যে আরও পাঁচটি চিতাবাঘকে তিরুমালা স্টেপের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছে ৷ চিতাবাঘের হাড়ের সঙ্গে লাগানো ট্র্যাপ ক্যামেরায় তার উপস্থিতি ধরা পড়েছে ৷ এই ঘটনায় ভক্তদের নিরাপত্তার বিষয়ে টিটিডি ও বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের দ্বারা একটি পর্যালোচনা করা হচ্ছে ৷

সন্ধ্যায় তীর্থযাত্রীদের হাঁটা চলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কারণ তিরুমালার প্রাণীরা বেশিরভাগই নিশাচর ৷ প্রতি 20 মিটারে জনবল বাড়ানো, পশু চিনতে পারে এমন ভেটেরিনারি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অন্যদের আরও কিছু করার সুপারিশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় ছুটে বেড়াচ্ছে কালো চিতা, শৈলরানিতে চাঞ্চল্য

তিরুপতি (অন্ধ্রপ্রদেশ), 14 অগস্ট: সম্প্রতি 6 বছরের এক নাবালিকার উপর হামলা চালায় একটি চিতাবাঘ ৷ এই ঘটনা ঘটে তিরুমালা যাওয়ার পথে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের কাছে ৷ এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ সোমবার বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, চিতাবাঘটি রবিবার রাতে ফাঁদে পড়েছিল ৷ তাকে শ্রী ভেঙ্কটেশ্বরা জুলজিক্যাল পার্কে (তিরুপতি চিড়িয়াখানা) পাঠানো হয়েছে ৷

অতিরিক্ত প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী) শান্তিপ্রিয়া পাণ্ডে পিটিআইকে বলেন, "আমরা প্রাণীটিকে খাঁচাবন্দি করেছি ৷ এটা ওই হামলাকারী চিতাটাই কি না, সেটা নিশ্চিত করতে স্থানীয় আইআইএসইআর দলের সঙ্গে ডিএনএ নিয়ে বিশ্লেষণ করছি ৷

একমাস আগেও একটি ছেলের উপর হামলা চালিয়েছিল এমনই এক চিতা ৷ এটা সেই চিতা নাকি মেয়েটিকে হত্যা করেছে যে সেই চিতা ৷ এটা জানার জন্য চিতার প্রস্রাবের নমুনা, চুল, ঘটনাস্থল থেকে রক্তের দাগ ও লালার নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ যদি ধরা পড়ে যাওয়া চিতাটি মেয়েটির হত্যাকারী হয় তবে এটিকে চিড়িয়াখানায় বন্দি করা হবে ৷ কারণ সেটি মানুষের মাংসের স্বাদ পেয়ে গিয়েছে ৷

ডিএনএ বিশ্লেষণের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সঠিকভাবে কিছু বলতে পারছে না ৷ কারণ মেয়েটির মাথার খুলি ছিঁড়ে যাওয়ায় তার উপর আক্রমণের ধরনটি দেখে তা ভাল্লুকের বলেও সন্দেহ করা হচ্ছে ৷ জানা গিয়েছে, যে আরও পাঁচটি চিতাবাঘকে তিরুমালা স্টেপের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছে ৷ চিতাবাঘের হাড়ের সঙ্গে লাগানো ট্র্যাপ ক্যামেরায় তার উপস্থিতি ধরা পড়েছে ৷ এই ঘটনায় ভক্তদের নিরাপত্তার বিষয়ে টিটিডি ও বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের দ্বারা একটি পর্যালোচনা করা হচ্ছে ৷

সন্ধ্যায় তীর্থযাত্রীদের হাঁটা চলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কারণ তিরুমালার প্রাণীরা বেশিরভাগই নিশাচর ৷ প্রতি 20 মিটারে জনবল বাড়ানো, পশু চিনতে পারে এমন ভেটেরিনারি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অন্যদের আরও কিছু করার সুপারিশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : রাস্তায় ছুটে বেড়াচ্ছে কালো চিতা, শৈলরানিতে চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.