ETV Bharat / bharat

KMC election 2021 : ভোটের আগে শেষ রবিবার জমিয়ে প্রচার বামেদের - ছুটির দিনে জমিয়ে প্রচার বামদের

19 তারিখ কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে এটাই ছিল শেষ রবিবার । সেই ছুটির দিনেও একটুও ছুটি নিলেন না কলকাতার বাম প্রার্থীরা (Left Front candidates make their last Sunday count before KMC Election ) ৷ বরং জমিয়ে প্রচার সারলেন প্রত্যেকেই ৷

Left front campaigns for KMC election
ছুটির দিনে জমিয়ে প্রচার বামদের
author img

By

Published : Dec 12, 2021, 10:21 PM IST

Updated : Dec 12, 2021, 10:29 PM IST

কলকাতা 12 ডিসেম্বর : 19 তারিখ কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে এদিন ছিল শেষ রবিবার । তাই ছুটির দিনে জমিয়ে প্রচার সারলেন কলকাতার বাম প্রার্থীরা (Left Front candidates make their last Sunday count before KMC Election ) । কোথাও বড় মিছিল আবার কোথাও ছোট মিছিল । কোথাও অন্যদিনের তুলনায় আরও অনেক বেশি এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন প্রার্থনা করলেন তাঁরা ।

এদিন সকালে 96 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপালি গোস্বামী ও পার্শ্ববর্তী ওয়ার্ড 99 নম্বরের আরএসপি প্রার্থী শিখা মুখার্জির সমর্থনে যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় । মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য । নেতৃত্ব দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

ছুটির দিনে জমিয়ে প্রচার সারলেন কলকাতার বাম প্রার্থীরা

এছাড়াও ছিলেন অভিনেতা বাদশা মৈত্র এবং আরএসপির কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখার্জি । 8বি থেকে শুরু হওয়া এই মিছিল বিজয়গড়, লায়েলকা হয়ে বাঘাযতীন মোড়ে শেষ হয় । এই দুই প্রার্থীর জন্য রাস্তার দু'পাশের বাড়ি থেকে শুরু করে পথচলতি মানুষের কাছে আসন্ন পৌর নিবার্চনে সমর্থন কামনা করে নেতৃত্ব । একইভাবে মিছিল শেষে তাঁরা নিজের নিজের ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে মন দেন । অন্যদিকে উত্তর কলকাতার এক নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রেড ভলান্টিয়ার পল্লব মুখার্জি । তিনিও এই ছুটির দিনকে কাজে লাগাতে ভোলেননি । দিনভর লালবাগান পাড়া, গোপাল চ্যাটার্জি লেন, প্রামাণিক ঘাট-সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ান তিনি ।

আগামী 19 তারিখ যাতে মানুষ তাঁর পাশে থাকেন, তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই প্রার্থনা করেন । ওদিকে কসবা এলাকায় 67 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রাক্তন কাউন্সিলর দীপু দাসও ব্যস্ত ছিলেন ভোট প্রচারে । তবে কোনও মিছিল নয় তিনি বেশি করে জোর দিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে । বেদিয়াপাড়া, পিকনিক গার্ডেন সহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলি বস্তি এলাকা থেকে বহুতল একটি ঘরও ছাড় দিতে নারাজ তিনি ।

আরও পড়ুন : পৌরভোট প্রচারে সিপিআইএম-তৃণমূলের হাতাহাতি, উত্তেজনা রাজাবাজারে

প্রাক্তন এসএফআই নেত্রী রেড ভলান্টিয়ার্স 110 নম্বরের সিপিআইএম প্রার্থী তনুশ্রী মণ্ডল এলাকায় পড়ে থেকেছেন দিনভর প্রচারে । রবিবার ছুটির দিন তাই অতিরিক্ত সময় দেন প্রত্যেকেই । এদিকে উত্তর কলকাতার শ্যামপুর এলাকা থেকে বাগবাজার এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত ও সিপিআইএম প্রার্থী মাধব বসু ৷ তাঁদের সমর্থনে 8 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডে মিছিল করেন বাম নেতাকর্মীরা । এছাড়াও 38 নম্বর ওয়ার্ডে এদিন সকালে মিছিল করেন সিপিএম প্রার্থী প্রশান্ত দে । মিছিল শেষে রাজাবাজার পার্শিবাগান এলাকায় প্রচার করতে গেলে সেখানে শাসকদলের সঙ্গে বচসাতেও জড়ান তাঁরা ৷

কলকাতা 12 ডিসেম্বর : 19 তারিখ কলকাতা পৌরনিগমের নির্বাচন । তার আগে এদিন ছিল শেষ রবিবার । তাই ছুটির দিনে জমিয়ে প্রচার সারলেন কলকাতার বাম প্রার্থীরা (Left Front candidates make their last Sunday count before KMC Election ) । কোথাও বড় মিছিল আবার কোথাও ছোট মিছিল । কোথাও অন্যদিনের তুলনায় আরও অনেক বেশি এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন প্রার্থনা করলেন তাঁরা ।

এদিন সকালে 96 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপালি গোস্বামী ও পার্শ্ববর্তী ওয়ার্ড 99 নম্বরের আরএসপি প্রার্থী শিখা মুখার্জির সমর্থনে যাদবপুর 8বি বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় । মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য । নেতৃত্ব দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।

ছুটির দিনে জমিয়ে প্রচার সারলেন কলকাতার বাম প্রার্থীরা

এছাড়াও ছিলেন অভিনেতা বাদশা মৈত্র এবং আরএসপির কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখার্জি । 8বি থেকে শুরু হওয়া এই মিছিল বিজয়গড়, লায়েলকা হয়ে বাঘাযতীন মোড়ে শেষ হয় । এই দুই প্রার্থীর জন্য রাস্তার দু'পাশের বাড়ি থেকে শুরু করে পথচলতি মানুষের কাছে আসন্ন পৌর নিবার্চনে সমর্থন কামনা করে নেতৃত্ব । একইভাবে মিছিল শেষে তাঁরা নিজের নিজের ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে মন দেন । অন্যদিকে উত্তর কলকাতার এক নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী রেড ভলান্টিয়ার পল্লব মুখার্জি । তিনিও এই ছুটির দিনকে কাজে লাগাতে ভোলেননি । দিনভর লালবাগান পাড়া, গোপাল চ্যাটার্জি লেন, প্রামাণিক ঘাট-সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ান তিনি ।

আগামী 19 তারিখ যাতে মানুষ তাঁর পাশে থাকেন, তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেই প্রার্থনা করেন । ওদিকে কসবা এলাকায় 67 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী প্রাক্তন কাউন্সিলর দীপু দাসও ব্যস্ত ছিলেন ভোট প্রচারে । তবে কোনও মিছিল নয় তিনি বেশি করে জোর দিয়েছেন বাড়ি বাড়ি প্রচারে । বেদিয়াপাড়া, পিকনিক গার্ডেন সহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলি বস্তি এলাকা থেকে বহুতল একটি ঘরও ছাড় দিতে নারাজ তিনি ।

আরও পড়ুন : পৌরভোট প্রচারে সিপিআইএম-তৃণমূলের হাতাহাতি, উত্তেজনা রাজাবাজারে

প্রাক্তন এসএফআই নেত্রী রেড ভলান্টিয়ার্স 110 নম্বরের সিপিআইএম প্রার্থী তনুশ্রী মণ্ডল এলাকায় পড়ে থেকেছেন দিনভর প্রচারে । রবিবার ছুটির দিন তাই অতিরিক্ত সময় দেন প্রত্যেকেই । এদিকে উত্তর কলকাতার শ্যামপুর এলাকা থেকে বাগবাজার এলাকায় প্রচার করেন সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত ও সিপিআইএম প্রার্থী মাধব বসু ৷ তাঁদের সমর্থনে 8 নম্বর ও 10 নম্বর ওয়ার্ডে মিছিল করেন বাম নেতাকর্মীরা । এছাড়াও 38 নম্বর ওয়ার্ডে এদিন সকালে মিছিল করেন সিপিএম প্রার্থী প্রশান্ত দে । মিছিল শেষে রাজাবাজার পার্শিবাগান এলাকায় প্রচার করতে গেলে সেখানে শাসকদলের সঙ্গে বচসাতেও জড়ান তাঁরা ৷

Last Updated : Dec 12, 2021, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.