ETV Bharat / bharat

LLB Student Body Found: গ্রেটার নয়ডায় নালা থেকে উদ্ধার পড়ুয়ার দেহ - এলএলবি

সোমবার থেকে নিখোঁজ গ্রেটার নয়ডার বাসিন্দা আইনি পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালা থেকে (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ মঙ্গলবার সন্ধ্যের পর পুলিশ নালা পড়ুয়ার ব্যাগ ভাসতে দেখে ৷ পরে ডুবুরি নামিয়ে তল্লাশিতে নালার ভিতর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷

Law Student Body Found in Noida  ETV Bharat
যমুনা এক্সপ্রেসওয়ের পাশে নালা থেকে উদ্ধার পড়ুয়ার দেহ
author img

By

Published : Dec 21, 2022, 11:13 AM IST

Updated : Dec 21, 2022, 12:07 PM IST

গ্রেটার নয়ডা, 21 ডিসেম্বর: গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গৌড় সিটি হাউজিং সোসাইটির কাছে একটি নালা থেকে উদ্ধার হল আইনজীবীর ছেলের দেহ ৷ জানা গিয়েছে মৃত দীপরাজ যাদব নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে থেকে এলএলবি পড়ছিলেন (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ গত মঙ্গলবার দুপুরেই ওই তরুণের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিল পুলিশে ৷ তারপর থেকেই পুলিশ 18 বছরের দীপরাজের খোঁজে তল্লাশি শুরু করে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় তল্লাশি চলাকালীন নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালায় ওই তরুণের ব্যাগ ভাসতে দেখে পুলিশ ৷ এর পরেই ওই নালায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ কয়েক ঘণ্টা তল্লাশির পর নালা থেকে দীপরাজের দেহ উদ্ধার হয় (LLB Student Body Found) ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এটি কোনও দুর্ঘটনা, নাকি খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশি তথ্য অনুযায়ী, রাজবাহাদুর রবুপুরা কোতোয়ালি এলাকার যমুনা সিটিতে অবস্থিত গৌড় সিটিতে যাদব পরিবার থাকে ৷ দীপরাজ যাদবের বাবা পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ৷ দীপরাজ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি’র পড়াশোনা করছিলেন ৷ গত সোমবার দীপরাজ কলেজে যান ৷ কিন্তু, সেদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ পরিবারের লোকজন তাঁকে ফোন করলেও তা সুইচ অফ ছিল ৷ এরপর পরিবারের তরফে দীপরাজের খোঁজ শুরু হয় ৷ এমনকী সকল আত্মীয় এবং তাঁর বন্ধুদেরও ফোন করে দীপরাজের খোঁজ করে পরিবারের সদস্যরা ৷ কোথাও ছেলের খোঁজ না পেয়ে, দীপরাজের বাবা মঙ্গলবার দুপুরে পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: জলপাইগুড়ি কোরক হোমে আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে যায় ৷ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ ওই ফুটেজে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দীপরাজকে বেরতে দেখা গিয়েছে ৷ এরপরই পুলিশ আশেপাশের এলাকা এবং যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁর বাড়ির রাস্তায় তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশির সময় মঙ্গলবার সন্ধ্যের পর নালা থেকে দীপরাজের ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ এর পরেই পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং ডুবুরিদের সাহায্যে কয়েকঘণ্টার তল্লাশিতে নালা থেকে দীপরাজ যাদবের দেহ উদ্ধার করে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

গ্রেটার নয়ডা, 21 ডিসেম্বর: গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গৌড় সিটি হাউজিং সোসাইটির কাছে একটি নালা থেকে উদ্ধার হল আইনজীবীর ছেলের দেহ ৷ জানা গিয়েছে মৃত দীপরাজ যাদব নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে থেকে এলএলবি পড়ছিলেন (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ গত মঙ্গলবার দুপুরেই ওই তরুণের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিল পুলিশে ৷ তারপর থেকেই পুলিশ 18 বছরের দীপরাজের খোঁজে তল্লাশি শুরু করে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় তল্লাশি চলাকালীন নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালায় ওই তরুণের ব্যাগ ভাসতে দেখে পুলিশ ৷ এর পরেই ওই নালায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ কয়েক ঘণ্টা তল্লাশির পর নালা থেকে দীপরাজের দেহ উদ্ধার হয় (LLB Student Body Found) ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এটি কোনও দুর্ঘটনা, নাকি খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশি তথ্য অনুযায়ী, রাজবাহাদুর রবুপুরা কোতোয়ালি এলাকার যমুনা সিটিতে অবস্থিত গৌড় সিটিতে যাদব পরিবার থাকে ৷ দীপরাজ যাদবের বাবা পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ৷ দীপরাজ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি’র পড়াশোনা করছিলেন ৷ গত সোমবার দীপরাজ কলেজে যান ৷ কিন্তু, সেদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ পরিবারের লোকজন তাঁকে ফোন করলেও তা সুইচ অফ ছিল ৷ এরপর পরিবারের তরফে দীপরাজের খোঁজ শুরু হয় ৷ এমনকী সকল আত্মীয় এবং তাঁর বন্ধুদেরও ফোন করে দীপরাজের খোঁজ করে পরিবারের সদস্যরা ৷ কোথাও ছেলের খোঁজ না পেয়ে, দীপরাজের বাবা মঙ্গলবার দুপুরে পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: জলপাইগুড়ি কোরক হোমে আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে যায় ৷ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ ওই ফুটেজে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দীপরাজকে বেরতে দেখা গিয়েছে ৷ এরপরই পুলিশ আশেপাশের এলাকা এবং যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁর বাড়ির রাস্তায় তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশির সময় মঙ্গলবার সন্ধ্যের পর নালা থেকে দীপরাজের ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ এর পরেই পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং ডুবুরিদের সাহায্যে কয়েকঘণ্টার তল্লাশিতে নালা থেকে দীপরাজ যাদবের দেহ উদ্ধার করে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Dec 21, 2022, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.