ETV Bharat / bharat

LLB Student Body Found: গ্রেটার নয়ডায় নালা থেকে উদ্ধার পড়ুয়ার দেহ

সোমবার থেকে নিখোঁজ গ্রেটার নয়ডার বাসিন্দা আইনি পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালা থেকে (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ মঙ্গলবার সন্ধ্যের পর পুলিশ নালা পড়ুয়ার ব্যাগ ভাসতে দেখে ৷ পরে ডুবুরি নামিয়ে তল্লাশিতে নালার ভিতর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷

Law Student Body Found in Noida  ETV Bharat
যমুনা এক্সপ্রেসওয়ের পাশে নালা থেকে উদ্ধার পড়ুয়ার দেহ
author img

By

Published : Dec 21, 2022, 11:13 AM IST

Updated : Dec 21, 2022, 12:07 PM IST

গ্রেটার নয়ডা, 21 ডিসেম্বর: গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গৌড় সিটি হাউজিং সোসাইটির কাছে একটি নালা থেকে উদ্ধার হল আইনজীবীর ছেলের দেহ ৷ জানা গিয়েছে মৃত দীপরাজ যাদব নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে থেকে এলএলবি পড়ছিলেন (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ গত মঙ্গলবার দুপুরেই ওই তরুণের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিল পুলিশে ৷ তারপর থেকেই পুলিশ 18 বছরের দীপরাজের খোঁজে তল্লাশি শুরু করে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় তল্লাশি চলাকালীন নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালায় ওই তরুণের ব্যাগ ভাসতে দেখে পুলিশ ৷ এর পরেই ওই নালায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ কয়েক ঘণ্টা তল্লাশির পর নালা থেকে দীপরাজের দেহ উদ্ধার হয় (LLB Student Body Found) ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এটি কোনও দুর্ঘটনা, নাকি খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশি তথ্য অনুযায়ী, রাজবাহাদুর রবুপুরা কোতোয়ালি এলাকার যমুনা সিটিতে অবস্থিত গৌড় সিটিতে যাদব পরিবার থাকে ৷ দীপরাজ যাদবের বাবা পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ৷ দীপরাজ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি’র পড়াশোনা করছিলেন ৷ গত সোমবার দীপরাজ কলেজে যান ৷ কিন্তু, সেদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ পরিবারের লোকজন তাঁকে ফোন করলেও তা সুইচ অফ ছিল ৷ এরপর পরিবারের তরফে দীপরাজের খোঁজ শুরু হয় ৷ এমনকী সকল আত্মীয় এবং তাঁর বন্ধুদেরও ফোন করে দীপরাজের খোঁজ করে পরিবারের সদস্যরা ৷ কোথাও ছেলের খোঁজ না পেয়ে, দীপরাজের বাবা মঙ্গলবার দুপুরে পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: জলপাইগুড়ি কোরক হোমে আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে যায় ৷ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ ওই ফুটেজে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দীপরাজকে বেরতে দেখা গিয়েছে ৷ এরপরই পুলিশ আশেপাশের এলাকা এবং যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁর বাড়ির রাস্তায় তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশির সময় মঙ্গলবার সন্ধ্যের পর নালা থেকে দীপরাজের ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ এর পরেই পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং ডুবুরিদের সাহায্যে কয়েকঘণ্টার তল্লাশিতে নালা থেকে দীপরাজ যাদবের দেহ উদ্ধার করে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

গ্রেটার নয়ডা, 21 ডিসেম্বর: গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গৌড় সিটি হাউজিং সোসাইটির কাছে একটি নালা থেকে উদ্ধার হল আইনজীবীর ছেলের দেহ ৷ জানা গিয়েছে মৃত দীপরাজ যাদব নয়ডায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে থেকে এলএলবি পড়ছিলেন (Law Student Body Found Inside Drain in Greater Noida) ৷ গত মঙ্গলবার দুপুরেই ওই তরুণের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিল পুলিশে ৷ তারপর থেকেই পুলিশ 18 বছরের দীপরাজের খোঁজে তল্লাশি শুরু করে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় তল্লাশি চলাকালীন নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের পাশের নালায় ওই তরুণের ব্যাগ ভাসতে দেখে পুলিশ ৷ এর পরেই ওই নালায় তল্লাশি শুরু করে পুলিশ ৷ কয়েক ঘণ্টা তল্লাশির পর নালা থেকে দীপরাজের দেহ উদ্ধার হয় (LLB Student Body Found) ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এটি কোনও দুর্ঘটনা, নাকি খুন তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশি তথ্য অনুযায়ী, রাজবাহাদুর রবুপুরা কোতোয়ালি এলাকার যমুনা সিটিতে অবস্থিত গৌড় সিটিতে যাদব পরিবার থাকে ৷ দীপরাজ যাদবের বাবা পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ৷ দীপরাজ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবি’র পড়াশোনা করছিলেন ৷ গত সোমবার দীপরাজ কলেজে যান ৷ কিন্তু, সেদিন রাতে তিনি বাড়ি ফেরেননি ৷ পরিবারের লোকজন তাঁকে ফোন করলেও তা সুইচ অফ ছিল ৷ এরপর পরিবারের তরফে দীপরাজের খোঁজ শুরু হয় ৷ এমনকী সকল আত্মীয় এবং তাঁর বন্ধুদেরও ফোন করে দীপরাজের খোঁজ করে পরিবারের সদস্যরা ৷ কোথাও ছেলের খোঁজ না পেয়ে, দীপরাজের বাবা মঙ্গলবার দুপুরে পুলিশে অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: জলপাইগুড়ি কোরক হোমে আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে যায় ৷ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা ৷ ওই ফুটেজে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দীপরাজকে বেরতে দেখা গিয়েছে ৷ এরপরই পুলিশ আশেপাশের এলাকা এবং যমুনা এক্সপ্রেসওয়েতে তাঁর বাড়ির রাস্তায় তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশির সময় মঙ্গলবার সন্ধ্যের পর নালা থেকে দীপরাজের ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ এর পরেই পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং ডুবুরিদের সাহায্যে কয়েকঘণ্টার তল্লাশিতে নালা থেকে দীপরাজ যাদবের দেহ উদ্ধার করে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Dec 21, 2022, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.