ETV Bharat / bharat

Bipin Rawat Video Message : বিজয় পরবের ভিডিয়ো বার্তায় জীবন্ত হয়ে উঠলেন প্রয়াত রাওয়াত - প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জয়ের 50 বছর পূর্তি (Commemorate 50 Years of India's Victory in 1971 War) উপলক্ষে পালিত হচ্ছে বিজয় পরব (Swarnim Vijay Parv) ৷ দু’দিনের এই অনুষ্ঠান শুরু হল রবিবার ৷ সমাপ্তি সোমবার ৷ এই উপলক্ষে এদিন প্রকাশ্যে আনা হল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের একটি ভিডিয়ো (Bipin Rawat Video Message) ৷ যা গত 7 ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল ৷

late cds bipin rawat prerecorded video message play at swarnim vijay parv
Bipin Rawat Video Message : ভিডিয়ো বার্তায় বিজয় পরবে সামিলের আহ্বান প্রয়াত সিডিএস-এর
author img

By

Published : Dec 12, 2021, 7:16 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জয়ের 50 বছর পূর্তি (Commemorate 50 Years of India's Victory in 1971 War) উপলক্ষে পালিত হচ্ছে বিজয় পরব (Swarnim Vijay Parv) ৷ রবিবারের এই অনুষ্ঠানে আবারও একবার শোনা গেল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (Late CDS General Bipin Rawat) কণ্ঠস্বর ৷ প্রকাশ্যে আনা হল তাঁর একটি ভিডিয়ো (Bipin Rawat Video Message) ৷ যা বিজয় পরব উপলক্ষে আগেই রেকর্ড করে রাখা হয়েছিল ৷ ওই ভিডিয়ো বার্তায় বাহিনীর সদস্যদের প্রশংসা করতে শোনা যায় জেনারেল রাওয়াতকে ৷ একইসঙ্গে, শহিদদেরও স্মরণ করেন তিনি ৷ পাশাপাশি, দেশের প্রত্যেক নাগরিককে বিজয় পরবে সামিল হওয়ারও আহ্বান জানান ৷ সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে এদিন এই ভিডিয়োটি টুইট করা হয় ৷ তাতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াতের এই ভিডিয়োটি সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ গত 7 ডিসেম্বর এই ভিডিয়ো বার্তাটি রেকর্ড করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির

বাংলাদেশকে স্বাধীন করতে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল ভারত ৷ বাংলাদেশের হয়ে পড়শি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল ভারতের সামরিক বাহিনী ৷ বস্তুত, স্বাধীন বাংলাদেশ গঠনে সবথেকে বেশি অবদান ছিল ভারতেরই ৷ একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন ভারতের বীর যোদ্ধারা ৷ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের প্রথম স্বীকৃতিও দিয়েছিল ভারতই ৷ সেই মৈত্রী আজও অক্ষুণ্ণ ৷ এমনকী, এই উপলক্ষে এবছর একসঙ্গে ‘মৈত্রী দিবস’ও পালন করেছে ভারত ও বাংলাদেশ ৷

  • #WATCH Late CDS General Bipin Rawat's pre-recorded message played at an event on the occasion 'Swarnim Vijay Parv' inaugurated today at India Gate lawns in Delhi. This message was recorded on December 7.

    (Source: Indian Army) pic.twitter.com/trWYx7ogSy

    — ANI (@ANI) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিজয় পরবের অনুষ্ঠানে বক্তৃতা দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence minister Rajnath Singh on Swarnim Vijay Parv) ৷ বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারত ও ভারতীয় সেনার অবদান সকলের সামনে তুলে ধরেন তিনি ৷ একইসঙ্গে জানান, জেনারেল রাওয়াতের আকস্মিক প্রয়াণের কারণেই অনুষ্ঠান সাদামাটাভাবে সারার চেষ্টা করা হয়েছে ৷ এই প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘‘আমি ভেবেছিলাম, খুব বড় করে বিজয় পরবের আয়োজন করব ৷ কিন্তু, সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর ঠিক করা হয়, খুব সাধারণভাবেই অনুষ্ঠান করা হবে ৷ এই উপলক্ষে আমি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁকে স্মরণ করছি ৷’’

আরও পড়ুন : IAF Chopper Crash : শিলিগুড়িতে প্রয়াত সৎপাল রাইকে শেষ শ্রদ্ধা সেনার

প্রসঙ্গত, বিজয় পরব উপলক্ষে দু’দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ 12 ও 13 ডিসেম্বর অনুষ্ঠান হবে ৷ 13 ডিসেম্বরের সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ সিং ছাড়াও বাংলাদেশ থেকে আসা অতিথিরা অংশগ্রহণ করবেন ৷

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জয়ের 50 বছর পূর্তি (Commemorate 50 Years of India's Victory in 1971 War) উপলক্ষে পালিত হচ্ছে বিজয় পরব (Swarnim Vijay Parv) ৷ রবিবারের এই অনুষ্ঠানে আবারও একবার শোনা গেল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (Late CDS General Bipin Rawat) কণ্ঠস্বর ৷ প্রকাশ্যে আনা হল তাঁর একটি ভিডিয়ো (Bipin Rawat Video Message) ৷ যা বিজয় পরব উপলক্ষে আগেই রেকর্ড করে রাখা হয়েছিল ৷ ওই ভিডিয়ো বার্তায় বাহিনীর সদস্যদের প্রশংসা করতে শোনা যায় জেনারেল রাওয়াতকে ৷ একইসঙ্গে, শহিদদেরও স্মরণ করেন তিনি ৷ পাশাপাশি, দেশের প্রত্যেক নাগরিককে বিজয় পরবে সামিল হওয়ারও আহ্বান জানান ৷ সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে এদিন এই ভিডিয়োটি টুইট করা হয় ৷ তাতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিপিন রাওয়াতের এই ভিডিয়োটি সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ গত 7 ডিসেম্বর এই ভিডিয়ো বার্তাটি রেকর্ড করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi Tweets on Maitri Diwas : মৈত্রী দিবসে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা মোদির

বাংলাদেশকে স্বাধীন করতে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল ভারত ৷ বাংলাদেশের হয়ে পড়শি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল ভারতের সামরিক বাহিনী ৷ বস্তুত, স্বাধীন বাংলাদেশ গঠনে সবথেকে বেশি অবদান ছিল ভারতেরই ৷ একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন ভারতের বীর যোদ্ধারা ৷ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের প্রথম স্বীকৃতিও দিয়েছিল ভারতই ৷ সেই মৈত্রী আজও অক্ষুণ্ণ ৷ এমনকী, এই উপলক্ষে এবছর একসঙ্গে ‘মৈত্রী দিবস’ও পালন করেছে ভারত ও বাংলাদেশ ৷

  • #WATCH Late CDS General Bipin Rawat's pre-recorded message played at an event on the occasion 'Swarnim Vijay Parv' inaugurated today at India Gate lawns in Delhi. This message was recorded on December 7.

    (Source: Indian Army) pic.twitter.com/trWYx7ogSy

    — ANI (@ANI) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিজয় পরবের অনুষ্ঠানে বক্তৃতা দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence minister Rajnath Singh on Swarnim Vijay Parv) ৷ বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারত ও ভারতীয় সেনার অবদান সকলের সামনে তুলে ধরেন তিনি ৷ একইসঙ্গে জানান, জেনারেল রাওয়াতের আকস্মিক প্রয়াণের কারণেই অনুষ্ঠান সাদামাটাভাবে সারার চেষ্টা করা হয়েছে ৷ এই প্রসঙ্গে রাজনাথ বলেন, ‘‘আমি ভেবেছিলাম, খুব বড় করে বিজয় পরবের আয়োজন করব ৷ কিন্তু, সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর ঠিক করা হয়, খুব সাধারণভাবেই অনুষ্ঠান করা হবে ৷ এই উপলক্ষে আমি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁকে স্মরণ করছি ৷’’

আরও পড়ুন : IAF Chopper Crash : শিলিগুড়িতে প্রয়াত সৎপাল রাইকে শেষ শ্রদ্ধা সেনার

প্রসঙ্গত, বিজয় পরব উপলক্ষে দু’দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ 12 ও 13 ডিসেম্বর অনুষ্ঠান হবে ৷ 13 ডিসেম্বরের সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ সিং ছাড়াও বাংলাদেশ থেকে আসা অতিথিরা অংশগ্রহণ করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.