ETV Bharat / bharat

Last Rites of Mulayam Singh Yadav: নিজের গ্রামেই শেষকৃত্য হবে মুলায়মের

author img

By

Published : Oct 11, 2022, 12:03 PM IST

Updated : Oct 11, 2022, 12:53 PM IST

দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকার পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শেষকৃত্য হবে তাঁর গ্রামেই (Mulayam Singh Yadav passes away) ৷

Mulayam Singh Yadav
ETV Bharat

লখনউ, 11 অক্টোবর: তাঁর নিজের গ্রাম সেফাইতেই মঙ্গলবার শেষকৃত্য হবে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav Passed Away ) ৷ গতকাল গুরুগ্রামের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারা শেষকৃত্যে হাজির থাকবেন বলে জানা গিয়েছে । তাছাড়া গতকালই উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Cremation of Mulayam Singh Yadav) ৷

সমাজবাদী নেতার শেষকৃত্যের মঞ্চ তৈরি করতে সারারাত ধরে কাজ চলেছে ৷ পুরো মঞ্চটিকে বিশাল ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ এই জায়গায় পাঁচ বছর আগে পর্যন্ত সাইফাই মহোৎসব (Saifai Mahotsav) হত ৷ সেখানে মেলা চত্বরে মঞ্চ এবং প্যান্ডাল তৈরি করা হয়েছে ৷ মঞ্চ তৈরিতে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৷ এটি মুলায়ম সিং যাদবের প্রথম স্ত্রী মালতী দেবীর স্মৃতিসৌধের ঠিক পাশেই ৷ 2003 সালে তিনি মারা যান ৷

  • #WATCH | Uttar Pradesh: The mortal remains of Samajwadi Party (SP) supremo and former Uttar Pradesh CM Mulayam Singh Yadav kept at Numaish Ground in Saifai, Etawah for people to pay their last respects.

    His last rites will be performed with full state honours. pic.twitter.com/xeApBc5hM0

    — ANI (@ANI) October 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গণতন্ত্রের সৈনিক' মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ইতিমধ্য়ে ইয়াওয়ার সাইফাই গ্রামের এই মঞ্চে মুলায়ম সিং যাদবের শবদেহ এনে রাখা হয়েছে ৷ বিভিন্ন স্তরের নেতারা এসে সেখানে তাঁকে শ্রদ্ধা জানান ৷ এসপির সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব জানিয়েছেন, সমাজবাদী নেতার অনুগামীরা আজ এই মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ জেলা থেকে জাতীয়- সব স্তরের বিভিন্ন নেতা, কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন ৷ পূূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা 3টে নাগাদ উত্তর প্রদেশের তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

লখনউ, 11 অক্টোবর: তাঁর নিজের গ্রাম সেফাইতেই মঙ্গলবার শেষকৃত্য হবে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav Passed Away ) ৷ গতকাল গুরুগ্রামের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হন ৷ আজ তাঁর শেষকৃত্য ঘিরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে । বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারা শেষকৃত্যে হাজির থাকবেন বলে জানা গিয়েছে । তাছাড়া গতকালই উত্তরপ্রদেশে 3 দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Cremation of Mulayam Singh Yadav) ৷

সমাজবাদী নেতার শেষকৃত্যের মঞ্চ তৈরি করতে সারারাত ধরে কাজ চলেছে ৷ পুরো মঞ্চটিকে বিশাল ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে ৷ এই জায়গায় পাঁচ বছর আগে পর্যন্ত সাইফাই মহোৎসব (Saifai Mahotsav) হত ৷ সেখানে মেলা চত্বরে মঞ্চ এবং প্যান্ডাল তৈরি করা হয়েছে ৷ মঞ্চ তৈরিতে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হয়েছে ৷ এটি মুলায়ম সিং যাদবের প্রথম স্ত্রী মালতী দেবীর স্মৃতিসৌধের ঠিক পাশেই ৷ 2003 সালে তিনি মারা যান ৷

  • #WATCH | Uttar Pradesh: The mortal remains of Samajwadi Party (SP) supremo and former Uttar Pradesh CM Mulayam Singh Yadav kept at Numaish Ground in Saifai, Etawah for people to pay their last respects.

    His last rites will be performed with full state honours. pic.twitter.com/xeApBc5hM0

    — ANI (@ANI) October 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গণতন্ত্রের সৈনিক' মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ইতিমধ্য়ে ইয়াওয়ার সাইফাই গ্রামের এই মঞ্চে মুলায়ম সিং যাদবের শবদেহ এনে রাখা হয়েছে ৷ বিভিন্ন স্তরের নেতারা এসে সেখানে তাঁকে শ্রদ্ধা জানান ৷ এসপির সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব জানিয়েছেন, সমাজবাদী নেতার অনুগামীরা আজ এই মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ জেলা থেকে জাতীয়- সব স্তরের বিভিন্ন নেতা, কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন ৷ পূূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা 3টে নাগাদ উত্তর প্রদেশের তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

Last Updated : Oct 11, 2022, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.