ETV Bharat / bharat

Land for Job Case: জমির বিনিময়ে রেলে চাকরি ! রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি সিবিআইয়ের - সিবিআইয়ের তল্লাশি

লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে (Land for Job Case)৷ সেই মামলায় আজ রাবড়ি দেবীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই ৷

CBI Rabri Devi ETV Bharat
সিবিআই রাবড়ি দেবী
author img

By

Published : Mar 6, 2023, 12:52 PM IST

পটনা (বিহার), 6 মার্চ: আবারও পটনায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে হানা দিল সিবিআই (CBI searches inside Rabri Devi's residence)৷ সোমবার সকালেই রাবড়ি দেবীর বাসভবনে গিয়ে তল্লাশি শুরু করে 12 সদস্যের তদন্তকারী দল ৷ জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি (Land for Job Case) নিয়ে তদন্তে আজ সকাল থেকে রাবড়ি দেবীর বাড়ির ভিতরে তল্লাশি চলছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ইতিমধ্যে এই অভিযানের জন্য নোটিশ পাঠিয়েছে ।

রেলের চাকরিতে অনিয়মের অভিযোগ: মামলায় বলা হয়েছে যে, রেলমন্ত্রী হিসাবে কার্যকালের সময়, রাবড়ি দেবীর স্বামী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল । ঘটনাটি 2004 থেকে 2009 সালের, যখন লালু ছিলেন রেলমন্ত্রী । এই মামলায় লালু প্রসাদ যাদবের পাশাপাশি তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদব এবং আরও 12 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে ।

জমির বিনিময়ে চাকরির অভিযোগ: সিবিআই-এর অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলে চাকরি দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম করা হয়েছিল । গোটা ঘটনায় এফআইআর দায়ের করেছে সিবিআই । ওই এফআইআর অনুযায়ী, রেলে জমির বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম হল রাজকুমার, মিথিলেশ কুমার, অজয় কুমার, সঞ্জয় রাই, ধর্মেন্দ্র রাই, রবীন্দ্র রাই, অভিষেক কুমার, দিলচাঁদ কুমার, প্রেমচাঁদ কুমার, লালচাঁদ কুমার, হৃদানন্দ চৌধুরী এবং পিন্টু কুমার ।

আরও পড়ুন: দিল্লিতে লালুর সঙ্গে সাক্ষাতে বিরোধী ঐক্যের বার্তা ইয়েচুরির

সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম: এই সমস্ত লেনদেনে জমির মালিকানা লালুর স্ত্রী রাবড়ি এবং কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবের নামে হস্তান্তর করা হয়েছে এবং এর সঙ্গে অভিযুক্তদের লক্ষাধিক নগদ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে । সিবিআইয়ের চার্জশিটে প্রায় 12 জনের নাম রয়েছে, যাঁরা অনিয়ম করে সরকারি চাকরি পেয়েছেন ।

কেন্দ্রকে তোপ লালুর পরিবারের: সম্প্রতি, দিল্লির একটি আদালত চাকরি কেলেঙ্কারির অভিযোগে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং 14 জনের বিরুদ্ধে সমন জারি করে । লালুর পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভুদের নির্দেশে কেন্দ্রীয় সংস্থাগুলির তাঁদের বিরুদ্ধে সাজানো অভিযোগ করেছে । রাবড়ি দেবী জোর দিয়ে বলেন যে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি লালু যাদবকে ভয় পায় তাই তারা কেন্দ্রীয় সংস্থাকে পাঠিয়ে তাঁকে বিব্রত করতে চাইছে ।

পটনা (বিহার), 6 মার্চ: আবারও পটনায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে হানা দিল সিবিআই (CBI searches inside Rabri Devi's residence)৷ সোমবার সকালেই রাবড়ি দেবীর বাসভবনে গিয়ে তল্লাশি শুরু করে 12 সদস্যের তদন্তকারী দল ৷ জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি (Land for Job Case) নিয়ে তদন্তে আজ সকাল থেকে রাবড়ি দেবীর বাড়ির ভিতরে তল্লাশি চলছে বলে জানিয়েছে একটি সূত্র ৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট ইতিমধ্যে এই অভিযানের জন্য নোটিশ পাঠিয়েছে ।

রেলের চাকরিতে অনিয়মের অভিযোগ: মামলায় বলা হয়েছে যে, রেলমন্ত্রী হিসাবে কার্যকালের সময়, রাবড়ি দেবীর স্বামী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল । ঘটনাটি 2004 থেকে 2009 সালের, যখন লালু ছিলেন রেলমন্ত্রী । এই মামলায় লালু প্রসাদ যাদবের পাশাপাশি তাঁর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদব এবং আরও 12 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে ।

জমির বিনিময়ে চাকরির অভিযোগ: সিবিআই-এর অভিযোগ, লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলে চাকরি দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম করা হয়েছিল । গোটা ঘটনায় এফআইআর দায়ের করেছে সিবিআই । ওই এফআইআর অনুযায়ী, রেলে জমির বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম হল রাজকুমার, মিথিলেশ কুমার, অজয় কুমার, সঞ্জয় রাই, ধর্মেন্দ্র রাই, রবীন্দ্র রাই, অভিষেক কুমার, দিলচাঁদ কুমার, প্রেমচাঁদ কুমার, লালচাঁদ কুমার, হৃদানন্দ চৌধুরী এবং পিন্টু কুমার ।

আরও পড়ুন: দিল্লিতে লালুর সঙ্গে সাক্ষাতে বিরোধী ঐক্যের বার্তা ইয়েচুরির

সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম: এই সমস্ত লেনদেনে জমির মালিকানা লালুর স্ত্রী রাবড়ি এবং কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবের নামে হস্তান্তর করা হয়েছে এবং এর সঙ্গে অভিযুক্তদের লক্ষাধিক নগদ টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে । সিবিআইয়ের চার্জশিটে প্রায় 12 জনের নাম রয়েছে, যাঁরা অনিয়ম করে সরকারি চাকরি পেয়েছেন ।

কেন্দ্রকে তোপ লালুর পরিবারের: সম্প্রতি, দিল্লির একটি আদালত চাকরি কেলেঙ্কারির অভিযোগে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং 14 জনের বিরুদ্ধে সমন জারি করে । লালুর পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভুদের নির্দেশে কেন্দ্রীয় সংস্থাগুলির তাঁদের বিরুদ্ধে সাজানো অভিযোগ করেছে । রাবড়ি দেবী জোর দিয়ে বলেন যে, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি লালু যাদবকে ভয় পায় তাই তারা কেন্দ্রীয় সংস্থাকে পাঠিয়ে তাঁকে বিব্রত করতে চাইছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.