ETV Bharat / bharat

পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর, জেল থেকে ছাড়া পাচ্ছেন লালু - Lalu Yadav

পশুখাদ্য দুর্নীতির মোট 4টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালুপ্রসাদ যাদব । আগেই তিনটি মামলায় জামিন পেয়েছেন ৷

lalu-yadav-gets-bail-from-jharkhand-high-court
lalu-yadav-gets-bail-from-jharkhand-high-court
author img

By

Published : Apr 17, 2021, 1:52 PM IST

Updated : Apr 17, 2021, 2:54 PM IST

রাঁচি, 17 এপ্রিল : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর ৷ সাড়ে তিন বছর পর জেলমুক্ত হতে চলেছেন লালু ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট ।

পশুখাদ্য দুর্নীতির মোট 4টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু । আগেই তিনটি মামলায় জামিন পেয়েছেন ৷ এবার অন্য মামলাটিতেও জামিন মঞ্জুর হল তাঁর ৷ ফলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার জেল থেকে বেরোতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

গত 19 ফেব্রুয়ারি লালুর জামিনের আবেদন খারিজ হয় ৷ দুমকা কোষাগার থেকে বেআইনিভাবে 3 কোটি 13 লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ ওই মামলায় 7 বছরের জেল হয় লালুপ্রসাদ যাদবের ৷

আরও পড়ুন: ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে আরজেডি সুপ্রিমোর

2017 সাল থেকে জেলবন্দী 72 বছরের রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদব ৷ তাঁর বিরুদ্ধে চারটি পশুখাদ্য দুর্নীতির মামলা রয়েছে ৷ জেলবন্দী থাকলেও অসুস্থতার কারণে অধিকাংশ সময় ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে কাটিয়েছেন ৷ স্বাস্থ্যের অবনতি ঘটায় এ বছর জানুয়ারি মাসে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ আনা হয় তাঁকে। এই মুহূর্তে সেখানেই রয়েছেন ।

রাঁচি, 17 এপ্রিল : পশুখাদ্য মামলায় জামিন মঞ্জুর ৷ সাড়ে তিন বছর পর জেলমুক্ত হতে চলেছেন লালু ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট ।

পশুখাদ্য দুর্নীতির মোট 4টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু । আগেই তিনটি মামলায় জামিন পেয়েছেন ৷ এবার অন্য মামলাটিতেও জামিন মঞ্জুর হল তাঁর ৷ ফলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার জেল থেকে বেরোতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

গত 19 ফেব্রুয়ারি লালুর জামিনের আবেদন খারিজ হয় ৷ দুমকা কোষাগার থেকে বেআইনিভাবে 3 কোটি 13 লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ ওই মামলায় 7 বছরের জেল হয় লালুপ্রসাদ যাদবের ৷

আরও পড়ুন: ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে আরজেডি সুপ্রিমোর

2017 সাল থেকে জেলবন্দী 72 বছরের রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদব ৷ তাঁর বিরুদ্ধে চারটি পশুখাদ্য দুর্নীতির মামলা রয়েছে ৷ জেলবন্দী থাকলেও অসুস্থতার কারণে অধিকাংশ সময় ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে কাটিয়েছেন ৷ স্বাস্থ্যের অবনতি ঘটায় এ বছর জানুয়ারি মাসে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ আনা হয় তাঁকে। এই মুহূর্তে সেখানেই রয়েছেন ।

Last Updated : Apr 17, 2021, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.