নয়াদিল্লি, 10 নভেম্বর: দীর্ঘদিন ধরেই অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৷ চিকিৎসার জন্য গত মাসে সিঙ্গাপুরও গিয়েছিলেন 74 বছর বয়সি বর্ষীয়ান এই রাজনীতিবিদ ৷ জানা গিয়েছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা ৷ এই অবস্থায় বাবাকে সুস্থ করে তুলতে কিডনি দান করতে চলেছেন লালুকন্যা রোহিণী আচার্য (Rohini Acharya to donate kidney to father Lalu) ৷ অর্থাৎ মেয়ের দান করা কিডনি প্রতিস্থাপিত হতে চলেছে বাবা লালুপ্রসাদ যাদবের দেহে (Lalu Yadav kidney transplant)৷
জানা গিয়েছে, রোহিণী সিঙ্গাপুরেই থাকেন (Lalu Prasad daughter Rohini Acharya) ৷ বাবাকে নতুন জীবন দিতে তিনি এগিয়ে এসেছেন ৷ দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন আরজেডি প্রধান ৷ চিকিৎসার জন্য দীর্ঘদিন তাঁকে ভর্তি থাকতে হয়েছে দিল্লি ও রাঁচির হাসপাতালে ৷ বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি ৷ পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় বর্তমানে জামিনে রয়েছেন তিনি ৷
আরও পড়ুন: 'ভুল হলে ক্ষমা চাইতে আমার কোনও দ্বিধা নেই', বললেন গড়করি
তবে লালুর কিডনি প্রতিস্থাপন হবে বলে জানা গেলেও, কবে, কোথাও এই অস্ত্রোপচার হবে তা জানা যায়নি ৷