লখিমপুর খেরি, 2 জানুয়ারি : লখিমপুর খেরিতে 3 বিজেপি নেতাকে পিটিয়ে মারার ঘটনায় 2 কৃষককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সিট (SIT arrests two farmers in Lakhimpur Kheri Case) ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই কৃষক হলেন, কমলজিৎ সিং এবং কাওয়ালজিৎ সিং সোনু ৷ গত 3 অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় ক্ষিপ্ত কৃষকরা বিজেপির কর্মীদের মারধর করেন ৷ সেই ঘটনায় 3 বিজেপি কর্মীর মৃত্যু হয় ৷ শনিবার ওই 3 বিজেপি কর্মীকে খুনে জড়িত থাকার অভিযোগে 2 কৃষককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের গঠিত তদন্তকারী সিট ৷
অভিযোগ, তাঁরা গত দু’মাস ধরে পুলিশের নজর এড়িয়ে লুকিয়ে ছিলেন ৷ এর আগে সিটের তরফে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছিল ৷ যেখানে এই 2 জনও ছিলেন (farmers arrested for allegedly lynching of BJP workers) ৷ তাঁদের গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন সিটের তদন্তকারীরা ৷ এনিয়ে মোট 6 জন কৃষককে গ্রেফতার করা হয়েছে ওই 3 বিজেপি কর্মীকে গণপিটুনিতে মারার ঘটনায় ৷ এর আগে গ্রেফতার হওয়া 4 অভিযুক্ত কৃষক হলেন, বিচিত্র সিং, গুরবিন্দর সিং, অবতার সিং এবং রণজিৎ সিং ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি
প্রসঙ্গত, কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের অন্যতম সঙ্গী তথা ওই ঘটনার আরেক অভিযুক্ত বিজেপি নেতা সুমিত জয়সওয়াল অজ্ঞাত পরিচয় কৃষকদের বিরুদ্ধে খুন এবং দাঙ্গা ছড়ানোর অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগেরও তদন্ত করছে সিট ৷ সেই তদন্তে এই 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন : SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট