ভোপাল, 13 মার্চ : ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকল বিজেপিশাসিত মধ্যপ্রদেশ ৷ এখানকার আলিরাজপুরের ভাগোরিয়া মেলায় (Bhagoria Tribal Fair) দিনের বেলা সকলের চোখের সামনে নারী নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো ৷
আলিরাজপুরে বর্তমানে চলছে ভাগোরিয়া মেলা ৷ আদিবাসীদের এই মেলায় সম্প্রতি দুই মহিলাকে ঘিরে ধরে যৌন হেনস্থা চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, মহিলাদের ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কিছু যুবক ৷ কেউ কেউ তাতে উৎসাহও দিচ্ছে ৷ প্রতিবাদ তো দূর অস্ত, বরং সেই ঘটনার ভিডিয়ো করতে দেখা গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত আরও কিছু যুবককে ৷
আরও পড়ুন : লখিমপুরের পুনরাবৃত্তি ওড়িশায়, বিজেডি বিধায়কের গাড়ির ধাক্কায় আহত বহু
এই ঘটনায় শিবরাজ সিং চৌহানের রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে ৷ কংগ্রেস নেতা কেকে মিশ্র এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "শিবরাজজি, নরোত্তম মিশ্রজি আপনাদের রাজত্বে বেটি বাঁচাও অভিযান এভাবে হয় ?" পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে ঘটনার (Bhagoria Fair Molestation Case) তদন্ত শুরু হয়েছে, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷