ETV Bharat / bharat

Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আশার কথা শোনালেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কে ভি সুব্রহ্মণ্য়ম ৷ বুধবার তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে ভাষণ দেন ৷ সেখানেই এই কথা বলেন ৷

kv-subramanian-expect-more-than-7-per-cent-growth-for-india-this-decade
Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি হবে, দাবি মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতার
author img

By

Published : Sep 30, 2021, 7:35 PM IST

ওয়াশিংটন, 30 সেপ্টেম্বর : দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আশার আলো দেখালেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কে ভি সুব্রহ্মণ্য়ম ৷ তাঁর দাবি, অর্থনৈতিক দিক থেকে এটাই ভারতের দশক ৷ এই দশকেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধি গতি পাবে ৷ বুধবার তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে ভাষণ দেন ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷

আরও পড়ুন : GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

সেখানে তিনি জানান, 2022-23 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে সাড়ে ছয় থেকে সাত শতাংশ ৷ তার পর ওই বৃদ্ধির গতি আরও বাড়বে ৷ ওই অনুষ্ঠানে মার্কিন শ্রোতাদের সামনে তিনি এই বৃদ্ধির সম্ভাবনার কারণও ব্যাখ্যা করেছেন ৷ তাঁর দাবি, ভারতের অর্থনীতির ভিত খুবই শক্ত ৷ অতিমারির আগে থেকেই তা শক্তিশালী ছিল ৷ কিন্তু কিছু অর্থনৈতিক সমস্যা হয়েছে ৷

2020-21 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে ভারতের জিডিপি 11 শতাংশে পৌঁছতে পারে ৷ এদিন সেটাও জানিয়েছেন কে ভি সুব্রহ্মণ্য়ম ৷ তাঁর দাবি, পরবর্তী অর্থবর্ষে সেই বৃদ্ধি কিছুটা কমে সাড়ে ছয় থেকে সাত শতাংশ হতে পারে ৷ এর কারণ হিসেবে তিনি ভারত সরকারের তরফে নেওয়া অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আর সেই অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়া বাকি বিশ্বের চেয়ে একেবারে আলাদা বলে তিনি দাবি করেছেন ৷ তাঁর দাবি, ভারত সরকার সংকটকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করেছে ৷ তাই করোনা পূর্ববর্তী অর্থনীতির থেকে ভারতের করোনা পরবর্তী অর্থনীতি একদম অন্যরকম হতে চলেছে ৷

ওয়াশিংটন, 30 সেপ্টেম্বর : দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আশার আলো দেখালেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কে ভি সুব্রহ্মণ্য়ম ৷ তাঁর দাবি, অর্থনৈতিক দিক থেকে এটাই ভারতের দশক ৷ এই দশকেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধি গতি পাবে ৷ বুধবার তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে ভাষণ দেন ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷

আরও পড়ুন : GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

সেখানে তিনি জানান, 2022-23 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে সাড়ে ছয় থেকে সাত শতাংশ ৷ তার পর ওই বৃদ্ধির গতি আরও বাড়বে ৷ ওই অনুষ্ঠানে মার্কিন শ্রোতাদের সামনে তিনি এই বৃদ্ধির সম্ভাবনার কারণও ব্যাখ্যা করেছেন ৷ তাঁর দাবি, ভারতের অর্থনীতির ভিত খুবই শক্ত ৷ অতিমারির আগে থেকেই তা শক্তিশালী ছিল ৷ কিন্তু কিছু অর্থনৈতিক সমস্যা হয়েছে ৷

2020-21 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে ভারতের জিডিপি 11 শতাংশে পৌঁছতে পারে ৷ এদিন সেটাও জানিয়েছেন কে ভি সুব্রহ্মণ্য়ম ৷ তাঁর দাবি, পরবর্তী অর্থবর্ষে সেই বৃদ্ধি কিছুটা কমে সাড়ে ছয় থেকে সাত শতাংশ হতে পারে ৷ এর কারণ হিসেবে তিনি ভারত সরকারের তরফে নেওয়া অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আর সেই অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়া বাকি বিশ্বের চেয়ে একেবারে আলাদা বলে তিনি দাবি করেছেন ৷ তাঁর দাবি, ভারত সরকার সংকটকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করেছে ৷ তাই করোনা পূর্ববর্তী অর্থনীতির থেকে ভারতের করোনা পরবর্তী অর্থনীতি একদম অন্যরকম হতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.