ETV Bharat / bharat

Union Budget 2022 : বাজেটে কিসের দাম বাড়ল আর কিসের দাম কমল, দেখে নিন একনজরে - নির্মলার ঘোষণায় কিসের দাম বাড়ল আর কিসের দাম কমল

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷ সেখানে কী কী জিনিসের দাম বাড়ল আর কী কী জিনিস দাম কমল, দেখে নিন (know what is costlier and what is cheaper after budget 2022) ৷

know what is costlier and what is cheaper after budget 2022
Union Budget 2022 : নির্মলার ঘোষণায় কিসের দাম বাড়ল আর কিসের দাম কমল, দেখে নিন একনজরে
author img

By

Published : Feb 1, 2022, 5:40 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিবার বাজেট ঘোষণায় সরকারি সিদ্ধান্তের জেরে কিছু জিনিসের দাম বাড়ে ও কিছু জিনিসের দাম কমে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন (FM Nirmala Sitharaman tabled Budget 2022), তাতেও কিছু জিনিসের দাম কমছে ও বৃদ্ধি হতে চলেছে ৷ একনজরে দেখে নেওয়া যাক যে, কী কী জিনিসের দাম বাড়ছে আর কী কী জিনিসের দাম কমছে (know what is costlier and what is cheaper after budget 2022) ৷

আরও পড়ুন : Union Budget 2022: অপরিবর্তিত আয়কর কাঠামো, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

দাম বাড়ছে -

  • আমদানি করা সামগ্রী
  • ইমিটেশন গয়না
  • স্পিকার
  • হেডফোন
  • ইয়ারফোন
  • এক্স-রে যন্ত্র
  • ছাতা
  • অমিশ্রিত জ্বালানি

আরও পড়ুন : Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

দাম কমছে -

  • চার্জার
  • ফোনের ক্যামেরা
  • স্মার্টওয়াচ
  • কানে শোনার যন্ত্র
  • রত্নপাথর
  • হিরে
  • কৃষিজ যন্ত্র
  • স্মার্ট মিটার
  • ফ্রোজেন মুসেলস ও স্কুইড
  • স্টিল স্ক্র্যাপ
  • পেট্রোলিয়াম রিফাইনিং করার কেমিক্যাল

আরও পড়ুন : Customs Duty Cut on Diamonds : 5 শতাংশ শুল্ক ছাড় দিয়ে বাজেটে হিরে ব্যবসায়ীদের সুখবর নির্মলার

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিবার বাজেট ঘোষণায় সরকারি সিদ্ধান্তের জেরে কিছু জিনিসের দাম বাড়ে ও কিছু জিনিসের দাম কমে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন (FM Nirmala Sitharaman tabled Budget 2022), তাতেও কিছু জিনিসের দাম কমছে ও বৃদ্ধি হতে চলেছে ৷ একনজরে দেখে নেওয়া যাক যে, কী কী জিনিসের দাম বাড়ছে আর কী কী জিনিসের দাম কমছে (know what is costlier and what is cheaper after budget 2022) ৷

আরও পড়ুন : Union Budget 2022: অপরিবর্তিত আয়কর কাঠামো, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর

দাম বাড়ছে -

  • আমদানি করা সামগ্রী
  • ইমিটেশন গয়না
  • স্পিকার
  • হেডফোন
  • ইয়ারফোন
  • এক্স-রে যন্ত্র
  • ছাতা
  • অমিশ্রিত জ্বালানি

আরও পড়ুন : Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

দাম কমছে -

  • চার্জার
  • ফোনের ক্যামেরা
  • স্মার্টওয়াচ
  • কানে শোনার যন্ত্র
  • রত্নপাথর
  • হিরে
  • কৃষিজ যন্ত্র
  • স্মার্ট মিটার
  • ফ্রোজেন মুসেলস ও স্কুইড
  • স্টিল স্ক্র্যাপ
  • পেট্রোলিয়াম রিফাইনিং করার কেমিক্যাল

আরও পড়ুন : Customs Duty Cut on Diamonds : 5 শতাংশ শুল্ক ছাড় দিয়ে বাজেটে হিরে ব্যবসায়ীদের সুখবর নির্মলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.