হায়দরাবাদ, 23 অগস্ট: মার্গদর্শী চিটফান্ড কোম্পানির দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটানো যাবে না ৷ বুধবার এমনটাই জানিয়ে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ এদিন মার্গদর্শী চিটফান্ডের অফিসগুলিতে পরিদর্শন স্থগিত করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে অন্ধ্র হাইকোর্ট । অন্যদিকে তেলেঙ্গানা হাইকোর্টও অন্ধ্রপ্রদেশ সিআইডিকে মার্গদর্শী মামলার বিবরণ মিডিয়ার কাছে প্রকাশ না-করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছে ।
মার্গদর্শী চিটফান্ড মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়ে সিআইডি ৷ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার হাইকোর্ট প্রশ্ন তোলে, মার্গদর্শী মামলায় কেন প্রেস মিটিং করার দরকার ছিল ? তেলেঙ্গানা হাইকোর্ট এই মামলার শুনানি আগামী মাসের 12 তারিখ পর্যন্ত স্থগিত করেছে । মার্গদর্শীর আইনজীবী আদালতে বলেন, অন্ধ্রপ্রদেশ সরকার এই মামলায় ইচ্ছাকৃতভাবে পালটা তথ্য দাখিল করতে দেরি করছে । তেলেঙ্গানা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবীকে পালটা তথ্য জমা করার নির্দেশ দিয়েছে ।
21 অগস্ট, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) প্রধান, এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির সভাপতি ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে ইটিভি নেটওয়ার্কের মালিক রামোজি রাওকে অহেতুক হয়রানি করার অভিযোগ আনেন ৷ তিনি বলেন, ‘‘সংবাদমাধ্যমে ওয়াইএসআরসিপির কেলেঙ্কারী এবং নোংরা কাজগুলি প্রকাশ করার' খামোকা হয়রানি করা হচ্ছে রামোজি রাওকে । এক্সে একটি দীর্ঘ পোস্টে চন্দ্রবাবু নাইডু লিখেছেন, "প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলার প্রবণতা অব্যাহত ৷ জগন মোহন রেড্ডি এখন মিডিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন ৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন ।’’
আরও পড়ুন: মার্গদর্শী চিটফান্ডের ছ'দশক পার, নতুন উচ্চতা ছুঁতে বদ্ধপরিকর রামোজি রাও
11 আগস্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চিটস রেজিস্ট্রার দ্বারা জারি করা সাম্প্রতিক পাবলিক নোটিশের উপর স্থগিতাদেশ জারি করে । নোটিশটির বাস্তবায়ন আপাতত স্থগিত রেখেছে আদালত ৷ এই নোটিশে মার্গাদর্শী চিট গোষ্ঠীগুলি বন্ধ করার বিরুদ্ধে গ্রাহকদের আপত্তি জানানোর জন্য আহ্বান করা হয়েছিল ৷ এই নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের উদ্বেগের মাঝেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট ।
তাছাড়া শুধু নোটিশটি স্থগিত করারই নির্দেশ হাইকোর্ট দেয়নি । পাবলিক নোটিশের বিষয়বস্তুর উপর ভিত্তি করে শুরু করার জন্য নির্ধারিত কোনও পরবর্তী কার্যকলাপকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷ আদালতের এই হস্তক্ষেপে নোটিশ নিয়ে পরবর্তী কোনও পদক্ষেপ করার আগে তা নিয়ে মূল্যায়নের সময় পাওয়া গেল ৷