ETV Bharat / bharat

Kerala Monkeypox Case: কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, দেশে সংক্রমিত বেড়ে 7 - Thiruvananthapuram

আরও 1 মাঙ্কিপক্স পজিটিভের খোঁজ মিলল কেরলে ৷ এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল পাঁচ ৷ দিল্লিতে সোমবার মাঙ্কিপক্স সংক্রামিত এক নাইজেরিয় নাগরিকের সন্ধান মেলে (Kerala Monkeypox Case)৷

Kerala Monkeypox Positive
কেরালায় মাঙ্কিপক্স সংক্রমণ
author img

By

Published : Aug 2, 2022, 2:24 PM IST

Updated : Aug 2, 2022, 3:43 PM IST

তিরুবনন্তপুরম, 2 অগস্ট: আরও 1 মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলল কেরলে ৷ এই নিয়ে পাঁচজন মাঙ্কিপক্স সংক্রামিতের হদিশ পাওয়া গেল 'ভগবানের আপন দেশে' ৷ গত মাসে আরব আমির শাহী থেকে কোঝিকোড় বিমানবন্দরে নামেন বছর তিরিশের এক যুবক ৷ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, ওই ব্যক্তি 27 তারিখ দেশে ফিরেছেন ৷ এখন তিনি মাল্লাপুরমে একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সূত্রের খবর,পরীক্ষায় পর জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ৷ তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল (Kerala reports fifth monkeypox case in Malappuram returned from UAE) ৷

মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিতেই তাঁর চিকিৎসা শুরু হয় ৷ তাঁর সংস্পর্শে এসেছেন তাঁর বাবা, মা এবং দুই বন্ধু ৷ তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ কোল্লামের বাসিন্দা প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে 30 জুলাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ তিনি সম্পূর্ণ সুস্থ ৷ 12 জুলাই তিনিও আরব আমির শাহী থেকে দেশে ফেরেন এবং 14 জুলাই তাঁর মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে ৷ তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা হয় ৷

আরও পড়ুন: সম্পূর্ণ সুস্থ ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত প্রথম ব্যক্তি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

এদিকে সোমবার দিল্লিতে এক নাইজেরিয় নাগরিকও আক্রান্ত হন মাঙ্কিপক্সে ৷ এখন দিল্লির বাসিন্দা ওই ব্যক্তির বয়স 35 ৷ যদিও সাম্প্রতিক অতীতে তিনি ভারত থেকে অন্য কোনও দেশে যাননি ৷ তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজরে রাখতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁকে এলএনজেপি হাসপাতালে রাখা হয়েছে ৷

এদিকে, 30 জুলাই কেরলের বাসিন্দা 22 বছরের এক যুবকের মৃত্যু হয় ৷ তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন চিকিৎসকদের একাংশ ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের জানান, মৃত যুবকের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে ৷ রাজস্থানেও সোমবার 20 বছরের এক যুবককে মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ গত 4 দিন ধরে তাঁর জ্বর ছিল এবং মাঙ্কিপক্সের বেশ কিছু লক্ষণও দেখা গিয়েছিল ৷

তিরুবনন্তপুরম, 2 অগস্ট: আরও 1 মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলল কেরলে ৷ এই নিয়ে পাঁচজন মাঙ্কিপক্স সংক্রামিতের হদিশ পাওয়া গেল 'ভগবানের আপন দেশে' ৷ গত মাসে আরব আমির শাহী থেকে কোঝিকোড় বিমানবন্দরে নামেন বছর তিরিশের এক যুবক ৷ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, ওই ব্যক্তি 27 তারিখ দেশে ফিরেছেন ৷ এখন তিনি মাল্লাপুরমে একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ সূত্রের খবর,পরীক্ষায় পর জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ৷ তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল (Kerala reports fifth monkeypox case in Malappuram returned from UAE) ৷

মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিতেই তাঁর চিকিৎসা শুরু হয় ৷ তাঁর সংস্পর্শে এসেছেন তাঁর বাবা, মা এবং দুই বন্ধু ৷ তাঁদের সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ কোল্লামের বাসিন্দা প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তিকে 30 জুলাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ তিনি সম্পূর্ণ সুস্থ ৷ 12 জুলাই তিনিও আরব আমির শাহী থেকে দেশে ফেরেন এবং 14 জুলাই তাঁর মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে ৷ তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা হয় ৷

আরও পড়ুন: সম্পূর্ণ সুস্থ ভারতে মাঙ্কিপক্স আক্রান্ত প্রথম ব্যক্তি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

এদিকে সোমবার দিল্লিতে এক নাইজেরিয় নাগরিকও আক্রান্ত হন মাঙ্কিপক্সে ৷ এখন দিল্লির বাসিন্দা ওই ব্যক্তির বয়স 35 ৷ যদিও সাম্প্রতিক অতীতে তিনি ভারত থেকে অন্য কোনও দেশে যাননি ৷ তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজরে রাখতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁকে এলএনজেপি হাসপাতালে রাখা হয়েছে ৷

এদিকে, 30 জুলাই কেরলের বাসিন্দা 22 বছরের এক যুবকের মৃত্যু হয় ৷ তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন চিকিৎসকদের একাংশ ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের জানান, মৃত যুবকের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে ৷ রাজস্থানেও সোমবার 20 বছরের এক যুবককে মাঙ্কিপক্স সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ গত 4 দিন ধরে তাঁর জ্বর ছিল এবং মাঙ্কিপক্সের বেশ কিছু লক্ষণও দেখা গিয়েছিল ৷

Last Updated : Aug 2, 2022, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.