ETV Bharat / bharat

Kerala High Court: নৃশংস অপরাধে মিটমাটের ভিত্তিতে মামলা খারিজ নয়, যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ আদালতের - কেরল হাইকোর্ট

যৌন নির্যাতনের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে কেরল হাইকোর্ট ৷ আদালতের মতে অপরাধ যদি নৃশংস হয়, তাহলে মিটমাটের ভিত্তিতে সেই মামলার খারিজ করা যাবে না ৷

Kerala High Court
Kerala High Court
author img

By

Published : May 27, 2023, 2:40 PM IST

এর্নাকুলাম (কেরল), 27 মে: যেকোনও মামলা মিটমাট করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কেরল হাইকোর্ট ৷ আদালতের পর্যবেক্ষণ, যদি অপরাধ নৃশংস হয়, সেক্ষেত্রে মিটমাট সম্ভব নয় ৷ একাধিক মামলা খারিজ সংক্রান্ত শুনানিতে সম্প্রতি এমনই পর্যবেক্ষণ দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট ৷ পাশাপাশি আদালত জানিয়েছে কোনও মামলার মিটমাট একটি সাধারণ নিয়মের উপর ভিত্তি করে হতে পারে না ৷ সত্যতার বিচার ও আরও বেশকিছু বিষয়কে সামনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷

প্রসঙ্গত, এই পর্যবেক্ষণ দিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি কাউসার এডাপ্পাগাথ । তিনি জানিয়েছেন, যখন এই ধরনের মামলা মিটমাটের ভিত্তিতে খারিজ করা হয়, তখন কিছু বিষয় পরীক্ষা করতে হবে । মামলার প্রকৃতি, সম্প্রদায়ের উপর অপরাধের প্রভাব এবং নির্যাতিতা ওই ঘটনায় কতটা আহত হয়েছিলেন, সেই বিষয়টিও বিবেচনা করা উচিত । তাছাড়া নির্যাতিতা মিটমাট করার মতো মানসিক পরিস্থিতিতে পৌঁছেছেন কি না, সেটাও খতিয়ে দেখতে হবে ৷ আর অপরাধ যদি অত্যন্ত নৃশংস হয়, তাহলে মিটমাটের ভিত্তিতে মামলা বাতিল করা যাবে না ।

যদিও কেরল সরকার প্রকাশ্যে এই ধরনের মামলা বাতিলের বিরোধিতা করেছে । নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলা নিষ্পত্তির ভিত্তিতে খারিজ করা যাবে না বলে সরকারের তরফে জানানো হয় । সরকার আরও যুক্তি দিয়েছে যে মিটমাটের শর্তাবলীর অধীনে মামলা খারিজ করা আসলে অপরাধকে বৈধতা দেওয়া ৷

তবে আদালত আরও বলেছে যে নির্যাতিতার দিকটিও বিবেচনার অধীনে আনা উচিত । এই বিষয়ে সাধারণ কোনও গাইডলাইন রাখা সম্ভব নয় ৷ তবে প্রতিটি মামলার সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ৷ তাছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলার ক্ষেত্রে ভবিষ্যতে নির্যাতিতা ও অভিযুক্তের বৈবাহিক জীবনে অশান্তি হবে না, এমন আশ্বাস পেলে তবেই মামলা খারিজ করা যেতে পারে ৷

আরও পড়ুন: কোঝিকোড়ে ব্যবসায়ীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ

এর্নাকুলাম (কেরল), 27 মে: যেকোনও মামলা মিটমাট করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কেরল হাইকোর্ট ৷ আদালতের পর্যবেক্ষণ, যদি অপরাধ নৃশংস হয়, সেক্ষেত্রে মিটমাট সম্ভব নয় ৷ একাধিক মামলা খারিজ সংক্রান্ত শুনানিতে সম্প্রতি এমনই পর্যবেক্ষণ দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট ৷ পাশাপাশি আদালত জানিয়েছে কোনও মামলার মিটমাট একটি সাধারণ নিয়মের উপর ভিত্তি করে হতে পারে না ৷ সত্যতার বিচার ও আরও বেশকিছু বিষয়কে সামনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ৷

প্রসঙ্গত, এই পর্যবেক্ষণ দিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি কাউসার এডাপ্পাগাথ । তিনি জানিয়েছেন, যখন এই ধরনের মামলা মিটমাটের ভিত্তিতে খারিজ করা হয়, তখন কিছু বিষয় পরীক্ষা করতে হবে । মামলার প্রকৃতি, সম্প্রদায়ের উপর অপরাধের প্রভাব এবং নির্যাতিতা ওই ঘটনায় কতটা আহত হয়েছিলেন, সেই বিষয়টিও বিবেচনা করা উচিত । তাছাড়া নির্যাতিতা মিটমাট করার মতো মানসিক পরিস্থিতিতে পৌঁছেছেন কি না, সেটাও খতিয়ে দেখতে হবে ৷ আর অপরাধ যদি অত্যন্ত নৃশংস হয়, তাহলে মিটমাটের ভিত্তিতে মামলা বাতিল করা যাবে না ।

যদিও কেরল সরকার প্রকাশ্যে এই ধরনের মামলা বাতিলের বিরোধিতা করেছে । নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলা নিষ্পত্তির ভিত্তিতে খারিজ করা যাবে না বলে সরকারের তরফে জানানো হয় । সরকার আরও যুক্তি দিয়েছে যে মিটমাটের শর্তাবলীর অধীনে মামলা খারিজ করা আসলে অপরাধকে বৈধতা দেওয়া ৷

তবে আদালত আরও বলেছে যে নির্যাতিতার দিকটিও বিবেচনার অধীনে আনা উচিত । এই বিষয়ে সাধারণ কোনও গাইডলাইন রাখা সম্ভব নয় ৷ তবে প্রতিটি মামলার সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ৷ তাছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলার ক্ষেত্রে ভবিষ্যতে নির্যাতিতা ও অভিযুক্তের বৈবাহিক জীবনে অশান্তি হবে না, এমন আশ্বাস পেলে তবেই মামলা খারিজ করা যেতে পারে ৷

আরও পড়ুন: কোঝিকোড়ে ব্যবসায়ীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.