এরনাকুলাম, 17 জুলাই: ছ'মাসের গর্ভবতীকে সন্তান প্রসবের নির্দেশ দিল কেরল হাইকোর্ট ৷ 15 বছরের ওই নাবালিকা ধর্ষণের শিকার হয়েছিল ৷ তাতেই সে গর্ভবতী হয়ে পড়ে ৷ বর্তমানে সে ছ'মাসের গর্ভবতী ৷ নাবালিকার সি-সেকশন অর্থাৎ সিজারিয়ান অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছে আদালত ৷ এরপরে সদ্যোজাত যদি বেঁচে থাকে এবং নাবালিকার পরিবার যদি তাকে গ্রহণ করতে রাজি না হয়, তাহলে তার দায়িত্ব আদালতই নেবে ৷ এখনও দেশে এমন অস্ত্রোপচার আইনসিদ্ধ নয়, তাই রাজ্যের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে (Kerala HC asks cesarean section of six month pregnant minor rape victim) ৷
একটি পকসো (POCSO) মামলায় এমন ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট ৷ কোনও সরকারি হাসপাতালেই এই অস্ত্রোপচার হবে ৷ সেই হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টের নেতৃত্বে সি-সেকশনের জন্য একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করার নির্দেশ দেন বিচারপতি ৷
আরও পড়ুন: ত্বকের সংস্পর্শ না হলেও যৌন নিগ্রহ নাবালিকার, বম্বে হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের
সদ্যোজাতর জন্য প্রয়োজনে উন্নতমানের নিও-ন্যাটাল চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ৷ তার পরিবার সদ্যোজাতের দায়িত্ব নিতে না চাইলে আদালতই ব্যবস্থা করবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ভিজি অরুণ ৷ দেশের বর্তমান আইন অনুযায়ী, ছ'মাসের গর্ভবতীর অস্ত্রোপচার করা বৈধ নয় ৷ সেদিক থেকেই এই রায়টি তাৎপর্যপূর্ণ ৷
এর আগে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ কমিটি নাবালিকার সি-সেকশন সংক্রান্ত মতামত জানিয়েছে আদালতকে ৷ তাদের সুপারিশ মেনেই রায় দেন বিচারক ৷ ছ'মাসে অস্ত্রোপচার করলে সদ্যোজাতের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30 শতাংশ বলে দাবি চিকিৎসকদের একটা বড় অংশের ৷ এতে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে ৷ তবে আদালত ওই নাবালিকার মানসিক অবস্থার কথা বিচার করে এই অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছে ৷