বারামুলা, 16 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, ততই সারা দেশের মানুষ সামিল হচ্ছেন এই উৎসবের সঙ্গে ৷ সম্প্রতি উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সীমান্ত অঞ্চলের বাতুল জাহরা রামভজন গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ৷ তিনি স্থানীয় বুনিয়ারের নুরকা গ্রামের বাসিন্দা ৷ পাহাড়ি ভাষায় তিনি এই রামভজন গেয়েছেন৷ বাতুলের বাবাও একজন পাহাড়ি গায়ক৷ এলাকায় তিনি বেশ জনপ্রিয় ৷
বাতুল জাহরা উরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী । রাম ভজন প্রসঙ্গে তিনি বলেন, "আমি বলিউড গায়ক জাবিন নৌটিয়ালের একটি ভজন শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে । আমি ভেবেছিলাম এটি যদি হিন্দিতে করা যায়, পাহাড়ি জিয়ানে কেন নয় ! আমি এটি পাহাড়ি ভাষায় লিখেছি । এবং পরে এটি গেয়েছি । মুসলিম সম্প্রদায়ের লোকজনও আমাকে অভিনন্দন জানিয়েছেন ৷’’
বাতুল জাহরা আরও বলেন, ‘‘আমি সঈদ সম্প্রদায়ের একজন এবং ইমাম হোসেন আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছেন । সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন ।’’ তিনি কাশ্মীরের উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেখানকার উপ-রাজ্যপাল মনোজ সিনহার প্রশংসা করেছেন ৷
উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি উদ্বোধন করা হবে রামমন্দিরের ৷ সেদিন রামলালার অভিষেক হবে৷ নবনির্মিত রামমন্দিরের গর্ভগৃহে সেদিন প্রতিষ্ঠিত হবেন রামলালা ৷ তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই উপলক্ষ্যে বড় উৎসব শুরু হয়েছে অযোধ্যায় ৷ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা রাম ভজন গেয়ে এই উৎসবে সামিল হচ্ছেন ৷ সেই তালিকায় নাম উঠল কাশ্মীরের বাতুলেরও ৷
আরও পড়ুন: