ETV Bharat / bharat

Kashi Vishwanath: ইংরেজি নববর্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে ‘স্পর্শ দর্শনে’ নিষেধাজ্ঞা - কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শনে নিষেধাজ্ঞা

কাশী বিশ্বনাথের মন্দিরে 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ‘স্পর্শ দর্শন’-এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Kashi Vishwanath Sparsh Darshan Restricts by Management) ৷ বারাণসী জেরা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে ৷

Kashi Vishwanath Sparsh Darshan Restricts ETV BHARAT
কাশী বিশ্বনাথ মন্দির
author img

By

Published : Dec 30, 2022, 10:49 AM IST

বারাণসী (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর: ইংরেজি নববর্ষে মন্দির নগরী বারাণসীতে (The Temple city Varanasi) বিশাল সংখ্যায় পুণ্যার্থীদের সমাগমের সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে বারাণসী জেলা প্রশাসন এবং কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ একাধিক বিধিনিষেধ জারি করেছে ৷ যার মধ্যে অন্যতম, কাশী বিশ্বনাথের ‘স্পর্শ দর্শন’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে (Kashi Vishwanath Sparsh Darshan Restricts by Management) ৷ অর্থাৎ, কাশী বিশ্বনাথের মন্দিরে পুণ্যার্থীরা শিবলিঙ্গকে ছুঁয়ে পুজো দিতে পারতেন ৷ বিপুল জনসমাগমের কারণে, নিরাপত্তা ব্যবস্থাকে মাথায় রেখে শিবলিঙ্গকে ছুঁয়ে পুজো দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷

কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপুল সংখ্যায় আসা পুণার্থীদেরক ভিড় নিয়ন্ত্রণ করতে যাতে কোনও সমস্যা না হয় ৷ বারাণসীর বিভাগীয় কমিশনার কুশল রাজ শর্মা বলেছেন, ‘‘31ডিসেম্বর-2 জানুয়ারি পর্যন্ত ‘স্পর্শ দর্শন’-এর উপর নিষেধাজ্ঞা থাকবে ৷ এই বিধিনিষেধ আরোপের আগে 30 ডিসেম্বর এটি পরীক্ষামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে যাচাই করে নেওয়া হবে ৷’’ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, গত কয়েক বছরের রেকর্ড দেখে অনুমান করা হচ্ছে 1 জানুয়ারি কাশী বিশ্বনাথের মন্দিরে প্রায় 7 লক্ষ পুণ্য়ার্থীর সমাগত হতে পারে ৷

Kashi Vishwanath Sparsh Darshan Restricts ETV BHARAT
কাশী বিশ্বনাথ মন্দিরে ‘স্পর্শ দর্শনে’ নিষেধাজ্ঞা জারি

এই বছর কাশী বিশ্বনাথের মন্দির নতুন রূপে তৈরি হয়েছে । আর তাই মন্দিরকে ঘিরে আগ্রহও বেড়েছে স্বভাবতই ৷ সেই অনুযায়ী, নতুন বছরে মোট দর্শনার্থীর সংখ্যা 12 লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে ৷ ‘স্পর্শ দর্শন’ এবং সাধারণ দর্শনের মধ্যে পার্থক্য কী, সেটাও মন্দির কর্তৃপক্ষের তরফে ব্যাখ্যা করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "আগে পুণ্যার্থীদের মন্দিরের গর্ভ গৃহে প্রবেশের অনুমতি দেওয়া হত এবং সেখানে তাঁরা অল্প সময়ের জন্য সামনে থেকে দর্শন করতে পারতেন ৷ কিন্তু, এবার মন্দিরে গর্ভ গৃহে পুণ্যার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না ৷ গর্ভ গৃহের বাইরে থেকেই পুরোহিতদের হাতে পুজোর থালা দিয়ে দিতে হবে ৷ তাঁরাই ভিতরে পুজো দিয়ে আবার তা পুণ্যার্থীদের হাতে ফিরিয়ে দেবেন ৷"

আরও পড়ুন: কাশী বিশ্বনাথ ধামের এক বছর পূর্তি, 60 কেজি সোনা ও 100 কোটি টাকার ভেট

কাশী বিশ্বনাথের মন্দিরে ইংরেজি নববর্ষে এই পদ্ধতিতে পুজো দেওয়াকে 'ঝাঁকি দর্শন' নাম দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, উঁকি মেরে কাশী বিশ্বনাথের দর্শন ৷ এর ফলে অনেক কম সময়ে অধিক পুণ্যার্থী মন্দিরে পুজো ও দর্শন করতে পারবেন ৷ এতে দ্রুত ভিড়কে মন্দিরের সামনে থেকে সরানো সম্ভব হবে ৷

বারাণসী (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর: ইংরেজি নববর্ষে মন্দির নগরী বারাণসীতে (The Temple city Varanasi) বিশাল সংখ্যায় পুণ্যার্থীদের সমাগমের সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে বারাণসী জেলা প্রশাসন এবং কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ একাধিক বিধিনিষেধ জারি করেছে ৷ যার মধ্যে অন্যতম, কাশী বিশ্বনাথের ‘স্পর্শ দর্শন’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে (Kashi Vishwanath Sparsh Darshan Restricts by Management) ৷ অর্থাৎ, কাশী বিশ্বনাথের মন্দিরে পুণ্যার্থীরা শিবলিঙ্গকে ছুঁয়ে পুজো দিতে পারতেন ৷ বিপুল জনসমাগমের কারণে, নিরাপত্তা ব্যবস্থাকে মাথায় রেখে শিবলিঙ্গকে ছুঁয়ে পুজো দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷

কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপুল সংখ্যায় আসা পুণার্থীদেরক ভিড় নিয়ন্ত্রণ করতে যাতে কোনও সমস্যা না হয় ৷ বারাণসীর বিভাগীয় কমিশনার কুশল রাজ শর্মা বলেছেন, ‘‘31ডিসেম্বর-2 জানুয়ারি পর্যন্ত ‘স্পর্শ দর্শন’-এর উপর নিষেধাজ্ঞা থাকবে ৷ এই বিধিনিষেধ আরোপের আগে 30 ডিসেম্বর এটি পরীক্ষামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে যাচাই করে নেওয়া হবে ৷’’ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, গত কয়েক বছরের রেকর্ড দেখে অনুমান করা হচ্ছে 1 জানুয়ারি কাশী বিশ্বনাথের মন্দিরে প্রায় 7 লক্ষ পুণ্য়ার্থীর সমাগত হতে পারে ৷

Kashi Vishwanath Sparsh Darshan Restricts ETV BHARAT
কাশী বিশ্বনাথ মন্দিরে ‘স্পর্শ দর্শনে’ নিষেধাজ্ঞা জারি

এই বছর কাশী বিশ্বনাথের মন্দির নতুন রূপে তৈরি হয়েছে । আর তাই মন্দিরকে ঘিরে আগ্রহও বেড়েছে স্বভাবতই ৷ সেই অনুযায়ী, নতুন বছরে মোট দর্শনার্থীর সংখ্যা 12 লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে ৷ ‘স্পর্শ দর্শন’ এবং সাধারণ দর্শনের মধ্যে পার্থক্য কী, সেটাও মন্দির কর্তৃপক্ষের তরফে ব্যাখ্যা করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "আগে পুণ্যার্থীদের মন্দিরের গর্ভ গৃহে প্রবেশের অনুমতি দেওয়া হত এবং সেখানে তাঁরা অল্প সময়ের জন্য সামনে থেকে দর্শন করতে পারতেন ৷ কিন্তু, এবার মন্দিরে গর্ভ গৃহে পুণ্যার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না ৷ গর্ভ গৃহের বাইরে থেকেই পুরোহিতদের হাতে পুজোর থালা দিয়ে দিতে হবে ৷ তাঁরাই ভিতরে পুজো দিয়ে আবার তা পুণ্যার্থীদের হাতে ফিরিয়ে দেবেন ৷"

আরও পড়ুন: কাশী বিশ্বনাথ ধামের এক বছর পূর্তি, 60 কেজি সোনা ও 100 কোটি টাকার ভেট

কাশী বিশ্বনাথের মন্দিরে ইংরেজি নববর্ষে এই পদ্ধতিতে পুজো দেওয়াকে 'ঝাঁকি দর্শন' নাম দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, উঁকি মেরে কাশী বিশ্বনাথের দর্শন ৷ এর ফলে অনেক কম সময়ে অধিক পুণ্যার্থী মন্দিরে পুজো ও দর্শন করতে পারবেন ৷ এতে দ্রুত ভিড়কে মন্দিরের সামনে থেকে সরানো সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.