ETV Bharat / bharat

Karnataka HC dismiss Hijab row : হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে - Karnataka HC dismiss Hijab row

হিজাব সংক্রান্ত মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট । প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির ডিভিশন বেঞ্চ (Karnataka HC dismiss Hijab row petitions) আজ জানিয়ে দেয়, ইসলামে হিজাব পরা বাধ্যতামূলক নয়।

Hijab
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা ধর্মীয় রীতি নয়, মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট
author img

By

Published : Mar 15, 2022, 10:58 AM IST

Updated : Mar 15, 2022, 11:57 AM IST

বেঙ্গালুরু, 15 মার্চ : হিজাব সংক্রান্ত মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট । হিজাব বিতর্কের পর ক্লাসরুমে হিজাব পরার অধিকারের দাবিতে মামলা করেছিলেন মুসলিম ছাত্রীরা । মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির ডিভিশন বেঞ্চ (Karnataka HC dismiss Hijab row petitions) । ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইসলামে হিজাব কখনওই বাধ্যতামূলক নয় ৷

এর আগে হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সবার তা মেনে চলা উচিত বলে বার্তা দিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM on Hijab Row) ৷ হাইকোর্ট চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সবাইকে সংযত থাকার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি ৷

হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, কালবুরাগী জেলা প্রশাসন সোমবার রাত 8টা থেকে আগামী 19 মার্চ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে । জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিবমোগাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে মার্চ পর্যন্ত ওই জেলায় 144 ধারা জারি করা হয়েছে । শিবমোগা এসপি বিএম লক্ষ্মী প্রসাদ বলেন,"অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আট কোম্পানি কেএসআরএফ, ছয় কোম্পানি জেলা আর্মড রিজার্ভ, এক কোম্পানি ব়্যাফ মোতায়েন করা হয়েছে ।"

পুলিশ কমিশনার কমল পান্ত বলেন, "বেঙ্গালুরুতে সকল ধরনের জমায়েত, আন্দোলন, বিক্ষোভ বা পাবলিক প্লেসে উদযাপন 15 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এক সপ্তাহের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।"

আরও পড়ুন : হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রত্যেককে মানতে বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কর্নাটক প্রি-ইউনিভার্সিটির একটি ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা যায়, কর্নাটকের উদুপি জেলায় এক কলেজে 6 ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ । কিন্তু ওই ছাত্রী হিজাব পরে আসায় তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল পড়ুয়া । পাল্টা আল্লা-হু-আকবর স্লোগান দেন ওই ছাত্রী ।

ওই ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে একাদিক রাজ্যে । হিজাবের পক্ষে সওয়াল করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে । উল্লেখ করা হয়, হিজাব পরে কলেজে এলে কোনও সমস্যা হয় না । এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে । তাই একই রঙের হিজাব পরে ক্লাসে এসে অন্য কারও ক্ষতি হয় না । অন্যদিকে হিজাব বিরোধীদের দাবি ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক কেন ? শেষ পর্যন্ত কর্নাটক হাইকোর্ট হিজাব পরা ধর্মীয় রীতি অংশ নয় বলে জানিয়ে দিল ৷

বেঙ্গালুরু, 15 মার্চ : হিজাব সংক্রান্ত মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট । হিজাব বিতর্কের পর ক্লাসরুমে হিজাব পরার অধিকারের দাবিতে মামলা করেছিলেন মুসলিম ছাত্রীরা । মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির ডিভিশন বেঞ্চ (Karnataka HC dismiss Hijab row petitions) । ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইসলামে হিজাব কখনওই বাধ্যতামূলক নয় ৷

এর আগে হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সবার তা মেনে চলা উচিত বলে বার্তা দিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM on Hijab Row) ৷ হাইকোর্ট চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সবাইকে সংযত থাকার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি ৷

হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, কালবুরাগী জেলা প্রশাসন সোমবার রাত 8টা থেকে আগামী 19 মার্চ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে । জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিবমোগাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে মার্চ পর্যন্ত ওই জেলায় 144 ধারা জারি করা হয়েছে । শিবমোগা এসপি বিএম লক্ষ্মী প্রসাদ বলেন,"অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আট কোম্পানি কেএসআরএফ, ছয় কোম্পানি জেলা আর্মড রিজার্ভ, এক কোম্পানি ব়্যাফ মোতায়েন করা হয়েছে ।"

পুলিশ কমিশনার কমল পান্ত বলেন, "বেঙ্গালুরুতে সকল ধরনের জমায়েত, আন্দোলন, বিক্ষোভ বা পাবলিক প্লেসে উদযাপন 15 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত এক সপ্তাহের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।"

আরও পড়ুন : হিজাব নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রত্যেককে মানতে বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কর্নাটক প্রি-ইউনিভার্সিটির একটি ভিডিয়ো ভাইরাল হয় । যেখানে দেখা যায়, কর্নাটকের উদুপি জেলায় এক কলেজে 6 ছাত্রীকে হিজাব পরে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ । কিন্তু ওই ছাত্রী হিজাব পরে আসায় তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় একদল পড়ুয়া । পাল্টা আল্লা-হু-আকবর স্লোগান দেন ওই ছাত্রী ।

ওই ঘটনা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে একাদিক রাজ্যে । হিজাবের পক্ষে সওয়াল করে মামলা ওঠে কর্নাটক হাইকোর্টে । উল্লেখ করা হয়, হিজাব পরে কলেজে এলে কোনও সমস্যা হয় না । এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে । তাই একই রঙের হিজাব পরে ক্লাসে এসে অন্য কারও ক্ষতি হয় না । অন্যদিকে হিজাব বিরোধীদের দাবি ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক কেন ? শেষ পর্যন্ত কর্নাটক হাইকোর্ট হিজাব পরা ধর্মীয় রীতি অংশ নয় বলে জানিয়ে দিল ৷

Last Updated : Mar 15, 2022, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.