ETV Bharat / bharat

Modern Indian Women: আধুনিক ভারতীয় মহিলারা সিঙ্গল থাকতে ইচ্ছুক, বাচ্চার জন্ম দিতেও অনীহা: মন্ত্রী

আধুনিক ভারতীয় মহিলারা (Modern Indian Women) বিয়ে না-করে সিঙ্গল থাকতে ইচ্ছুক ৷ বাচ্চার জন্ম দিতেও তাঁদের অনীহা ৷ এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের মন্ত্রী কে সুধাকর (K Sudhakar) ৷

Karnataka health Minister K Sudhakar's Bizarre Remarks On "Modern Indian Women"
আধুনিক ভারতীয় মহিলারা সিঙ্গল থাকতে ইচ্ছুক, বাচ্চার জন্ম দিতেও অনীহা: মন্ত্রী
author img

By

Published : Oct 11, 2021, 10:40 AM IST

বেঙ্গালুরু, 11 অক্টোবর: আধুনিক ভারতীয় মহিলাদের (Modern Indian Women) সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের এক মন্ত্রী ৷ তাঁর দাবি, আধুনিক ভারতীয় মহিলাদের উপর পুরোমাত্রায় প্রভাব ফেলেছে পাশ্চাত্য সংস্কৃতি ৷ অনেকেই বিয়ে না-করে সিঙ্গল থাকতে চাইছেন, অনেকে আবার বিয়ে করলেও সন্তানের জন্ম দিতে চাইছেন না ৷ আবার মা হওয়ার জন্য অনেকেই শুধু ভরসা রাখতে চাইছেন সারোগেসির উপর ৷

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর (K Sudhakar) রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়ান্সেসে ৷ সেখানেই তিনি বলেন, "আজ দুঃখের সঙ্গে আমায় এটা বলতে হচ্ছে যে, ভারতের বহু আধুনিক মহিলা এখন সিঙ্গল থাকতে চান ৷ যদি তাঁরা বিয়েও করেন, তবে তাঁরা আর বাচ্চার জন্ম দিতে চান না ৷ তাঁরা চান সারোগেসি ৷ ফলে আমাদের ভাবনাচিন্তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা ঠিক নয় ৷"

ভারতীয় সমাজে পশ্চিমি সংস্কৃতির প্রভাব পড়ছে বলে সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আজকাল ছেলেমেয়েরা বড় হয়ে বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমি পথে হাঁটছি ৷ আমরা চাই না যে, আমাদের বাবা-মা আমাদের সঙ্গে থাকুন ৷ আমাদের সঙ্গে দাদা-দিদা থাকুন, সেটাও চাই না ৷"

আরও পড়ুন: Priyanka Gandhi : বিজেপিকে হারাতে মোদির বারাণসীতে মা দুর্গার শরণাপন্ন প্রিয়াঙ্কা

দেশের নাগরিকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে সুধাকর বলেন, প্রত্যেক সপ্তম ভারতীয়ের মধ্যে কোনও না কোনও মানসিক সমস্যা রয়েছে ৷ সেটা মৃদু, মাঝারি বা বড়সড় আকারের হতে পারে ৷ তাঁর মতে, স্ট্রেস ম্যানেজমেন্ট হল একটা শিল্প ৷ মন্ত্রী বলেন, "স্ট্রেস ম্যানেজমেন্ট একটা শিল্প ৷ এই শিল্প ভারতীয়দের শেখার কোনও প্রয়োজন নেই ৷ বিশ্বকে আমরা এটা শেখাতে পারি ৷ কারণ যোগ, ধ্যান ও প্রাণায়ামের মতো দারুণ সব জিনিস হাজার হাজার বছর আগেই বিশ্বকে শিখিয়ে গিয়েছেন আমাদের পূর্ব পুরুষরা ৷"

আরও পড়ুন : Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ

মানসিক স্বাস্থ্যের উপর কোভিড 19 বিশেষ প্রভাব ফেলেছে বলে দাবি করে সুধাকর বলেন, "অতিমারির জেরে সরকার কোভিড 19 রোগীদের কাউন্সেলিং শুরু করেছে ৷ এখনও পর্যন্ত কর্নাটকে আমরা 24 লাখ কোভিড রোগীর কাউন্সেলিং করেছি ৷ অন্য কোনও রাজ্য এটা করেছে বলে আমি তো শুনিনি ৷"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন কর্নাটকের মন্ত্রী ৷ তিনি বলেন, "আমরাই একমাত্র দেশ যারা বিনামূল্যে টিকা দিচ্ছে ৷ অন্যান্য জায়গায় মানুষকে প্রতি টিকার জন্য 1500-4000 টাকা দিতে হচ্ছে ৷"

আরও পড়ুন: Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

বেঙ্গালুরু, 11 অক্টোবর: আধুনিক ভারতীয় মহিলাদের (Modern Indian Women) সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের এক মন্ত্রী ৷ তাঁর দাবি, আধুনিক ভারতীয় মহিলাদের উপর পুরোমাত্রায় প্রভাব ফেলেছে পাশ্চাত্য সংস্কৃতি ৷ অনেকেই বিয়ে না-করে সিঙ্গল থাকতে চাইছেন, অনেকে আবার বিয়ে করলেও সন্তানের জন্ম দিতে চাইছেন না ৷ আবার মা হওয়ার জন্য অনেকেই শুধু ভরসা রাখতে চাইছেন সারোগেসির উপর ৷

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর (K Sudhakar) রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়ান্সেসে ৷ সেখানেই তিনি বলেন, "আজ দুঃখের সঙ্গে আমায় এটা বলতে হচ্ছে যে, ভারতের বহু আধুনিক মহিলা এখন সিঙ্গল থাকতে চান ৷ যদি তাঁরা বিয়েও করেন, তবে তাঁরা আর বাচ্চার জন্ম দিতে চান না ৷ তাঁরা চান সারোগেসি ৷ ফলে আমাদের ভাবনাচিন্তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা ঠিক নয় ৷"

ভারতীয় সমাজে পশ্চিমি সংস্কৃতির প্রভাব পড়ছে বলে সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আজকাল ছেলেমেয়েরা বড় হয়ে বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমি পথে হাঁটছি ৷ আমরা চাই না যে, আমাদের বাবা-মা আমাদের সঙ্গে থাকুন ৷ আমাদের সঙ্গে দাদা-দিদা থাকুন, সেটাও চাই না ৷"

আরও পড়ুন: Priyanka Gandhi : বিজেপিকে হারাতে মোদির বারাণসীতে মা দুর্গার শরণাপন্ন প্রিয়াঙ্কা

দেশের নাগরিকদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে সুধাকর বলেন, প্রত্যেক সপ্তম ভারতীয়ের মধ্যে কোনও না কোনও মানসিক সমস্যা রয়েছে ৷ সেটা মৃদু, মাঝারি বা বড়সড় আকারের হতে পারে ৷ তাঁর মতে, স্ট্রেস ম্যানেজমেন্ট হল একটা শিল্প ৷ মন্ত্রী বলেন, "স্ট্রেস ম্যানেজমেন্ট একটা শিল্প ৷ এই শিল্প ভারতীয়দের শেখার কোনও প্রয়োজন নেই ৷ বিশ্বকে আমরা এটা শেখাতে পারি ৷ কারণ যোগ, ধ্যান ও প্রাণায়ামের মতো দারুণ সব জিনিস হাজার হাজার বছর আগেই বিশ্বকে শিখিয়ে গিয়েছেন আমাদের পূর্ব পুরুষরা ৷"

আরও পড়ুন : Amit Shah on Modi : সবচেয়ে বড় গণতান্ত্রিক নেতা মোদি, নেতৃত্বদানই তাঁর বৃহত্তম গুণ : শাহ

মানসিক স্বাস্থ্যের উপর কোভিড 19 বিশেষ প্রভাব ফেলেছে বলে দাবি করে সুধাকর বলেন, "অতিমারির জেরে সরকার কোভিড 19 রোগীদের কাউন্সেলিং শুরু করেছে ৷ এখনও পর্যন্ত কর্নাটকে আমরা 24 লাখ কোভিড রোগীর কাউন্সেলিং করেছি ৷ অন্য কোনও রাজ্য এটা করেছে বলে আমি তো শুনিনি ৷"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন কর্নাটকের মন্ত্রী ৷ তিনি বলেন, "আমরাই একমাত্র দেশ যারা বিনামূল্যে টিকা দিচ্ছে ৷ অন্যান্য জায়গায় মানুষকে প্রতি টিকার জন্য 1500-4000 টাকা দিতে হচ্ছে ৷"

আরও পড়ুন: Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.