ETV Bharat / bharat

Karnataka Elections 2023: 92 বছর বয়সেও ভোট ময়দানে, পরিচয় করুন কর্ণাটকের এই কংগ্রেস প্রার্থীর সঙ্গে

92 বছর বয়সি শামানুর শিবাশাঙ্কারাপ্পাকে এবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে কংগ্রেস ৷ এর আগে 5 বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তিনি ৷

ETV Bharat
শামানুর শিবাশাঙ্কারাপ্পা
author img

By

Published : Apr 18, 2023, 7:10 PM IST

বেঙ্গালুরু, 18 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক দিয়েছেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ 92 বছর বয়সি এই বৃদ্ধকে এবারও দেবানাগিরি দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ তথ্য বলছে, কর্ণাটকের রাজনীতিতে তিনিই বর্তমানে সবচেয়ে বয়স্ক বিধায়ক ৷ এর আগেও পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ সবমিলিয়ে 5 বারের বিধায়ক তিনি ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করেছে বিজি অজয় কুমারকে ৷ বর্ষীয়ান এই রাজনীতিবিদকে হারাতে গেরুয়া শিবির এবার লিঙ্গায়েত সম্প্রদায়ের এই নেতাকে বেছে নিয়েছে ৷

তথ্য বলছে, 1994 সালে রাজনীতিতে যোগ দেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ ওই বছরই তিনি দেবানাগিরি মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান নির্বাচিত হন ৷ ওই বছরই তিনি দেবানাগিরি কেন্দ্র থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ জয়ীও হন ৷ 2004 সালেও এই আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই কংগ্রেস নেতা ৷ 2008 সালে দেবানাগিরি বিধানসভা কেন্দ্র ভেঙে দু'টি ভাগে বিভক্ত হয় ৷ এরপর থেকে টানা তিনবার অর্থাৎ 2008, 2013 ও 2018 সালে দেবানাগিরি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

পাঁচবারের এই বিধায়ক বিরাশৈব লিঙ্গায়েত মহাসভার প্রেসিডেন্ট পদেও ছিলেন ৷ তাঁর আরও একটি পরিচয় হল, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসএস মল্লিকার্জুনের বাবা ৷ তাঁর এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে, এসএস মল্লিকার্জুন বলেন,"আমার বাবা এই বয়সেও প্রচারে যাচ্ছেন, এবারও তিনি জিতবেন এবং রাজ্যে ইতিহাস তৈরি হবে ৷" অন্যদিকে, শামানুর শিবাশাঙ্কারাপ্পা জানান, তাঁর সঙ্গে এই কেন্দ্রের মানুষের আশীর্বাদ রয়েছে ৷ তাঁর কথায়, "আমি 92 বছর বয়সে ভোটে লড়ছি, মানুষের সমর্থন নিয়ে আমি আবার জিতব ৷ অন্যান্যবারের মতো এবারও আমি জিতে ইতিহাস তৈরি করব ৷" উল্লেখ্য, আগামী 10 মে বিধানসভা নির্বাচন কর্ণাটকের 224টি আসনে ৷ ফল ঘোষণা 13 মে ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন অজিত পাওয়ার

বেঙ্গালুরু, 18 এপ্রিল: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক দিয়েছেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ 92 বছর বয়সি এই বৃদ্ধকে এবারও দেবানাগিরি দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ তথ্য বলছে, কর্ণাটকের রাজনীতিতে তিনিই বর্তমানে সবচেয়ে বয়স্ক বিধায়ক ৷ এর আগেও পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ সবমিলিয়ে 5 বারের বিধায়ক তিনি ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করেছে বিজি অজয় কুমারকে ৷ বর্ষীয়ান এই রাজনীতিবিদকে হারাতে গেরুয়া শিবির এবার লিঙ্গায়েত সম্প্রদায়ের এই নেতাকে বেছে নিয়েছে ৷

তথ্য বলছে, 1994 সালে রাজনীতিতে যোগ দেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ ওই বছরই তিনি দেবানাগিরি মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান নির্বাচিত হন ৷ ওই বছরই তিনি দেবানাগিরি কেন্দ্র থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ জয়ীও হন ৷ 2004 সালেও এই আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই কংগ্রেস নেতা ৷ 2008 সালে দেবানাগিরি বিধানসভা কেন্দ্র ভেঙে দু'টি ভাগে বিভক্ত হয় ৷ এরপর থেকে টানা তিনবার অর্থাৎ 2008, 2013 ও 2018 সালে দেবানাগিরি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷

পাঁচবারের এই বিধায়ক বিরাশৈব লিঙ্গায়েত মহাসভার প্রেসিডেন্ট পদেও ছিলেন ৷ তাঁর আরও একটি পরিচয় হল, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এসএস মল্লিকার্জুনের বাবা ৷ তাঁর এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে, এসএস মল্লিকার্জুন বলেন,"আমার বাবা এই বয়সেও প্রচারে যাচ্ছেন, এবারও তিনি জিতবেন এবং রাজ্যে ইতিহাস তৈরি হবে ৷" অন্যদিকে, শামানুর শিবাশাঙ্কারাপ্পা জানান, তাঁর সঙ্গে এই কেন্দ্রের মানুষের আশীর্বাদ রয়েছে ৷ তাঁর কথায়, "আমি 92 বছর বয়সে ভোটে লড়ছি, মানুষের সমর্থন নিয়ে আমি আবার জিতব ৷ অন্যান্যবারের মতো এবারও আমি জিতে ইতিহাস তৈরি করব ৷" উল্লেখ্য, আগামী 10 মে বিধানসভা নির্বাচন কর্ণাটকের 224টি আসনে ৷ ফল ঘোষণা 13 মে ৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন অজিত পাওয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.