নয়াদিল্লি, 18 জুলাই: 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে স্বাগত জানালেন প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবল ৷ মঙ্গলবারই বেঙ্গালুরুর বৈঠক থেকে পূর্ণরূপে আত্মপ্রকাশ করেছে 26টি দলের বিরোধী জোট ৷ নতুন এই বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' ৷ এই বিরোধী ঐক্যকে স্বাগত জানিয়ে কপিল সিবল এদিন বলেন, "আগামী দিনের লড়াই মোদি বনাম ভারতের ৷ কারণ বিরোধীরা ঐক্যবদ্ধ ভারতের জন্য লড়ছে ৷ যা সংবিধানে বলা আছে ৷ কিন্তু নরেন্দ্র মোদি লড়ছেন 2 জন ব্যক্তির ভারতের জন্য ৷"
মঙ্গলবারই বৈঠকে বসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৷ সেই বৈঠকের আগে এদিন বিরোধী জোট গঠনের উদ্যোগকে কটাক্ষ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরিবারবাদী ও দুর্নীতিগ্রস্থরা একজোট হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি ৷ মোদির এই মন্তব্যের প্রেক্ষিতে বর্তমানে রাজ্যসভার নির্দল সাংসদ সিবল জানান, বিজেপি তো দুর্নীতিকে লুকিয়ে রাখে ৷ মোদির আমলে অনেক দুর্নীতি হয়েছে, ইডি-সিবিআইকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে বিজেপি ৷ কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মোদি সরকার ৷ মণিপুর নিয়ে, দলিত প্রসঙ্গে, সংখ্যালঘু প্রসঙ্গে চুপ থাকেন প্রধানমন্ত্রী য দেশের মানুষ এর জবাব দেবে ৷
এনডিএ বৈঠকে 38টি দল যোগ দিচ্ছে বলে দাবি বিজেপির ৷ এই প্রসঙ্গে কপিল সিবলের কটাক্ষ, "এই দলগুলির অধিকাংশই উত্তর-পূর্বের দল ৷ বিজেপি তো 4-5টি রাজ্যে জিতে সরকার গড়েছে ৷ বাকি রাজ্যে তো অবৈধভাবে বিরোধীদের সরকার ফেলে দিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি ৷ ভারতের মানচিত্র থেকে ক্রমে মুছে যাচ্ছে বিজেপি ৷ তাই লড়াই এবার মোদি বনাম বাকি ভারতের ৷"
আরও পড়ুন: 'বিজেপি সরকার, মৃত্যুঘণ্টা শুনতে পাচ্ছো ?' বিরোধীদের বৈঠকের পর কটাক্ষ মহুয়ার
নরেন্দ্র মোদির আনা পরিবারতন্ত্রের অভিযোগেরও জবাব দিয়েছেন কপিল সিবল ৷ তাঁর কথায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ারা কোনও পরিবারের রাজনীতি করেন না ৷ তাই প্রধানমন্ত্রীর থেকে এই ধরনের যুক্তিহীন কথা প্রত্যাশীত নয় ৷