ETV Bharat / bharat

Gyanvapi Shringar Gauri Case: জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের - জ্ঞানবাপী মসজিদ

পাঁচ মহিলা মামলা করেছিলেন বারাণসী জেলা আদালতে (Varanasi District Court) ৷ তাঁরা জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়েছিলেন ৷ সেই মামলার শুনানিতে সোমবার সম্মতি দিল আদালত ৷

judgment-in-gyanvapi-shringar-gauri-case-by-varanasi-district-court
Gyanvapi Shringar Gauri Case: জ্ঞানবাপী শৃঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের
author img

By

Published : Sep 12, 2022, 2:51 PM IST

Updated : Sep 12, 2022, 4:14 PM IST

বারাণসী (উত্তরপ্রদেশ), 12 সেপ্টেম্বর : জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলায় (Gyanvapi Shringar Gauri Case) রায় দিল বারাণসী জেলা আদালত ৷ সেখানে আদালতের তরফে ওই মামলার শুনানিতে সম্মতি দেওয়া হয়েছে (Judgment in Gyanvapi Shringar Gauri Case) ৷

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়ে এই মামলা দায়ের হয়েছিল ৷ মামলা দায়ের করেছিলেন পাঁচজন মহিলা ৷ এই আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ কিন্তু সেই যুক্তি খারিজ করেই মামলা শুনতে রাজি হয়েছে বারাণসী জেলা আদালত (Varanasi District Court) ৷

ওই আদালতের বিচারক এ কে বিশেষ গত অগস্টে এই মামলার শুনানি শেষ করেছিলেন ৷ সেদিনই তিনি জানিয়েছিলেন যে এই নিয়ে শুনানি হবে কি না, সেই রায় 12 সেপ্টেম্বর দেবেন ৷ সেই মতো আজ, সোমবার তিনি রায় দিলেন ৷ রায়ে তিনি জানিয়েছেন যে পরবর্তী শুনানি 22 সেপ্টেম্বর ৷

এই দিকে এই নিয়ে সকাল থেকে বারাণসীতে রীতিমতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ জারি করা হয় 144 ধারা ৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ জানান, সম্পূর্ণ পরিকল্পনা করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে ৷ তবে, শুধু পুলিশ নয়, আধাসেনাও মোতায়েন করা হয়েছে ৷ কয়েকটি এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । প্রতিটি রাস্তায় টহলদারি ভ্যান রয়েছে ৷ সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ ও আধাসেনা টহল দিচ্ছে ৷

পাশাপাশি জরুরি পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দিতে কুইক অ্যাকশন টিমকেও প্রস্তুত রাখা হয়েছে ৷ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এমন যে কোনও ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বারাণসী কমিশনারেট ৷

প্রসঙ্গত, গত 20 মে এই মামলায় জরুরি ভিত্তিতে শুনানি শুরু করেন বারাণসী জেলা আদালতের বিচারক ৷ মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মামলার গুরুত্ব বিচার করে দ্রুত শুনানি শেষ করতে হবে ৷ 2021 সালের 24 অগস্ট এই মামলা দায়ের করা হয়েছিল ৷

আরও পড়ুন : আজ জ্ঞানবাপী মামলার রায়, বারাণসীতে জারি 144 ধারা

বারাণসী (উত্তরপ্রদেশ), 12 সেপ্টেম্বর : জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলায় (Gyanvapi Shringar Gauri Case) রায় দিল বারাণসী জেলা আদালত ৷ সেখানে আদালতের তরফে ওই মামলার শুনানিতে সম্মতি দেওয়া হয়েছে (Judgment in Gyanvapi Shringar Gauri Case) ৷

বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়ে এই মামলা দায়ের হয়েছিল ৷ মামলা দায়ের করেছিলেন পাঁচজন মহিলা ৷ এই আবেদনের যৌক্তিকতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল মসজিদ কর্তৃপক্ষ ৷ কিন্তু সেই যুক্তি খারিজ করেই মামলা শুনতে রাজি হয়েছে বারাণসী জেলা আদালত (Varanasi District Court) ৷

ওই আদালতের বিচারক এ কে বিশেষ গত অগস্টে এই মামলার শুনানি শেষ করেছিলেন ৷ সেদিনই তিনি জানিয়েছিলেন যে এই নিয়ে শুনানি হবে কি না, সেই রায় 12 সেপ্টেম্বর দেবেন ৷ সেই মতো আজ, সোমবার তিনি রায় দিলেন ৷ রায়ে তিনি জানিয়েছেন যে পরবর্তী শুনানি 22 সেপ্টেম্বর ৷

এই দিকে এই নিয়ে সকাল থেকে বারাণসীতে রীতিমতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ জারি করা হয় 144 ধারা ৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ জানান, সম্পূর্ণ পরিকল্পনা করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে ৷ তবে, শুধু পুলিশ নয়, আধাসেনাও মোতায়েন করা হয়েছে ৷ কয়েকটি এলাকা চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । প্রতিটি রাস্তায় টহলদারি ভ্যান রয়েছে ৷ সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ ও আধাসেনা টহল দিচ্ছে ৷

পাশাপাশি জরুরি পরিস্থিতি তৈরি হলে, তা সামাল দিতে কুইক অ্যাকশন টিমকেও প্রস্তুত রাখা হয়েছে ৷ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এমন যে কোনও ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বারাণসী কমিশনারেট ৷

প্রসঙ্গত, গত 20 মে এই মামলায় জরুরি ভিত্তিতে শুনানি শুরু করেন বারাণসী জেলা আদালতের বিচারক ৷ মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, মামলার গুরুত্ব বিচার করে দ্রুত শুনানি শেষ করতে হবে ৷ 2021 সালের 24 অগস্ট এই মামলা দায়ের করা হয়েছিল ৷

আরও পড়ুন : আজ জ্ঞানবাপী মামলার রায়, বারাণসীতে জারি 144 ধারা

Last Updated : Sep 12, 2022, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.