ETV Bharat / bharat

Nadda to Oppositions : প্রধানমন্ত্রীকে দুষে বিরোধীদের চিঠি সংকীর্ণ রাজনীতির পরিচয়, পালটা তোপ নাড্ডার - JP Nadda slams petty politics by Opposition

মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধিদের মোদিকে দেওয়া খোলা চিঠিকে 'সংকীর্ণ রাজনীতি' আখ্যা দিয়ে নাড্ডা জানালেন, জাতি চেতনার উপর আঘাত শানাতে ফের একজোট হয়েছে ওঁরা (JP Nadda slams petty politics by Opposition) ৷ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি এই চিঠি বর্বর আক্রমণ ৷

Nadda to Oppositions
প্রধানমন্ত্রীকে দুষে বিরোধীদের চিঠি সংকীর্ণ রাজনীতির পরিচয়, পালটা দিলেন নাড্ডা
author img

By

Published : Apr 18, 2022, 1:05 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্মীয় বিভাজন, হিংসার ঘটনায় নিশ্চুপ প্রধানমন্ত্রী ৷ প্রতিবাদে শনিবার নরেন্দ্র মোদিকে লেখা 13টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের খোলা চিঠির পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (Oppositions wrote a letter to PM Modi over recent incidents of hate speech and communal violence in the country) ৷ মোদিকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের খোলা চিঠিকে 'সংকীর্ণ রাজনীতি' আখ্যা দিয়ে নাড্ডা জানালেন, জাতি চেতনার উপর আঘাত শানাতে ফের একজোট হয়েছে ওঁরা (JP Nadda slams petty politics by Opposition) ৷ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি এই চিঠি বর্বর আক্রমণ ৷

নাড্ডা বিরোধীদের তোপ দেগে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সনাতনী হিন্দুদের উপর আক্রমণের তালিকা তুলে ধরেন ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রশ্ন ছুড়ে দিয়ে জানান, রাজস্থানে কারাউলিতে মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু নববর্ষের মিছিলে আক্রমণের ঘটনায় ওঁরা কী বলবেন ৷ কংগ্রেস শাসনকালে 1969 গুজরাত. 1980 মোরাদাবাদ, 1987 মীরট হিংসা-সহ উপত্যকায় ঘটে যাওয়া নানা হিংসার ঘটনাও এক্ষেত্রে বিরোধীদের স্মরণ করিয়ে দেন নাড্ডা ৷

দেশবাসীর উদ্দেশে এক খোলা চিঠিতে নাড্ডা লেখেন, "ওঁরা চেষ্টা করেছে, সবরকম পরীক্ষা করেছে তবু পারেনি ৷ বলা ভাল ভোটব্যাঙ্ক, বিভাজনের মত বিরোধীদের বস্তা পচা রাজনীতি আর কাজ করছে না ৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস ডানা মেলেছে এবং ভারতীয়রা সমৃদ্ধ হয়েছে ৷"

  • BJP Pres JP Nadda writes to country citizens to "think ahead & plan for how we all feel the nation must be when we mark 100 years of Independence in 2047."

    "Youth of India want opportunities not obstacles & urge opposition to embrace politics of development," he further writes pic.twitter.com/ljYXOnQh8F

    — ANI (@ANI) April 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা

দেশের যুব সম্প্রদায়ের সামনে প্রগতির বার্তা তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া বিরোধী দলগুলিকে বার্তাও দিয়েছেন নাড্ডা ৷ তিনি বলেন, "আপনাদের রাজনীতির দিশা পরিবর্তন করুন ৷ উন্নয়নের রাজনীতিকে আলিঙ্গন করতে শিখুন ৷"

নয়াদিল্লি, 18 এপ্রিল : দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্মীয় বিভাজন, হিংসার ঘটনায় নিশ্চুপ প্রধানমন্ত্রী ৷ প্রতিবাদে শনিবার নরেন্দ্র মোদিকে লেখা 13টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের খোলা চিঠির পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (Oppositions wrote a letter to PM Modi over recent incidents of hate speech and communal violence in the country) ৷ মোদিকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধীদের খোলা চিঠিকে 'সংকীর্ণ রাজনীতি' আখ্যা দিয়ে নাড্ডা জানালেন, জাতি চেতনার উপর আঘাত শানাতে ফের একজোট হয়েছে ওঁরা (JP Nadda slams petty politics by Opposition) ৷ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতি এই চিঠি বর্বর আক্রমণ ৷

নাড্ডা বিরোধীদের তোপ দেগে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সনাতনী হিন্দুদের উপর আক্রমণের তালিকা তুলে ধরেন ৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি প্রশ্ন ছুড়ে দিয়ে জানান, রাজস্থানে কারাউলিতে মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু নববর্ষের মিছিলে আক্রমণের ঘটনায় ওঁরা কী বলবেন ৷ কংগ্রেস শাসনকালে 1969 গুজরাত. 1980 মোরাদাবাদ, 1987 মীরট হিংসা-সহ উপত্যকায় ঘটে যাওয়া নানা হিংসার ঘটনাও এক্ষেত্রে বিরোধীদের স্মরণ করিয়ে দেন নাড্ডা ৷

দেশবাসীর উদ্দেশে এক খোলা চিঠিতে নাড্ডা লেখেন, "ওঁরা চেষ্টা করেছে, সবরকম পরীক্ষা করেছে তবু পারেনি ৷ বলা ভাল ভোটব্যাঙ্ক, বিভাজনের মত বিরোধীদের বস্তা পচা রাজনীতি আর কাজ করছে না ৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস ডানা মেলেছে এবং ভারতীয়রা সমৃদ্ধ হয়েছে ৷"

  • BJP Pres JP Nadda writes to country citizens to "think ahead & plan for how we all feel the nation must be when we mark 100 years of Independence in 2047."

    "Youth of India want opportunities not obstacles & urge opposition to embrace politics of development," he further writes pic.twitter.com/ljYXOnQh8F

    — ANI (@ANI) April 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আগামী সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা

দেশের যুব সম্প্রদায়ের সামনে প্রগতির বার্তা তুলে ধরে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া বিরোধী দলগুলিকে বার্তাও দিয়েছেন নাড্ডা ৷ তিনি বলেন, "আপনাদের রাজনীতির দিশা পরিবর্তন করুন ৷ উন্নয়নের রাজনীতিকে আলিঙ্গন করতে শিখুন ৷"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.